বীরগঞ্জে সম্প্রীতি মেলা ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা প্রাঙ্গনে সিভিল সোসাইটি অর্গানাইজেশন (সিএও) এর আয়োজনে অহিংসা প্রকল্প, মানব কল্যাণ পরিষদ এর সহযোগিতায় ১৬৭ জনকে শিক্ষাবৃত্তির চেক ও ১৮ জনকে বাইসাইকেল বিতরণ করা হয়।
মঙ্গলবার (২৮ মে ২০২৪) সকালে বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফজলে এলাহী এর সভাপতিত্বে দিনাজপুর-০১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ জাকারিয়া (জাকা) এর মনোনীত নবনির্বাচিত বীরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু হুসাইন বিপু উপস্থিত থেকে প্রাইমারি ১০০ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীকে ২ লক্ষ ৫০ হাজার টাকা, মাধ্যমিক ৪৫ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীকে ২ লক্ষ ৭০ হাজার টাকা ও উচ্চ মাধ্যমিক ২২ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীকে ২ লক্ষ ০৯ হাজার টাকার বৃত্তির চেক ও ১৮ জন শিক্ষার্থীর মাঝে ১৮টি বাইসাইকেল বিতরণ করেন। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষে “বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা” কর্মসূচির আওতায় এ শিক্ষা বৃত্তি ও বাইসাইকেল বিতরণ করা হয়।
উপজেলা চেয়ারম্যান আবু হুসাইন বিপু বলেন, আমি একজন সাধারণ মানুষ হিসেবে আপনাদের তৃণমূল মানুষের মাঝে থাকতে চায়। আপনাদের বিপদ আপদে সব সময় পাশে থাকবো। যখন সাহায্য করি, তখন দেখিনা হিন্দু, খ্রিষ্টান, বৌদ্ধ, আদিবাসী গোষ্ঠী। সকল ধর্ম নির্বিশেষে আমি প্রত্যেকটি পাশে দাঁড়াবো।
বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে আরও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রাজকুমার বিশ্বাস, বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মজিজুর রহমান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম, বাংলাদেশ আওয়ামীলীগ বীরগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক নুরিয়াস সাঈদ সরকার, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ বীরগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক দিপঙ্কর রাহা বাপ্পি, বাংলাদেশ ছাত্রলীগ বীরগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক গোলাম মুর্শিদ, বীরগঞ্জ থানা আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির সভাপতি শীতল মার্ডী, বীরগঞ্জ মানব কল্যাণ পরিষদের পরিচালক রবিউল আজম, সাংবাদিকবৃন্দ সহ সরকারি কর্মকর্তাবৃন্দ প্রমুখ।
আপনার মতামত লিখুন