বিশ্বকাপের সেরা বোলার কারা?

ব্যাটে-বলে চমক জাগানিয়া এক বিশ্বকাপ পার করছে ভারত। তবে, বিশ্বকাপটা কিছুটা ব্যাটসম্যানদের এমন কথা বললে হয়ত ভুল হয়না। স্বাগতিক ভারত ব্যাতীত সব দলেরই বোলিং লাইনআপ কোন না কোন ম্যাচে নাস্তানাবুদ হয়েছে। রানউৎসবের বিশ্বকাপে রান নিয়ে বেশ কিছু রেকর্ড হয়েছে। সে তুলনায় কিছুটা হলেও বিবর্ণ ছিল বোলিং বিভাগ। লো-স্কোরিং ম্যাচও তুলনামূলক কমই ছিল বিশ্বকাপে।
গেরাল্ড কোয়েটজে আছেন তালিকার তিনে। ১৯.৩৮ গড়ে উইকেট নিয়েছেন ১৮টি। প্রথমবার বিশ্বকাপ ফাইনালের স্বপ্ন দেখতে তার উপর অনেকাংশে নির্ভর করতেই হবে দক্ষিণ আফ্রিকাকে। পাকিস্তানের শাহিন আফ্রিদি আছেন চারে। কোয়েটজের মতই ১৮ উইকেট পেয়েছেন তিনিও। তবে, গড় অনেক বেশি থাকায় চারে থাকতে হচ্ছে তাকে।
পরের দুই স্থানে আছেন মার্কো জানসেন এবং জাসপ্রিত বুমরাহ। তাদের দুজনের উইকেট সমান ১৭টি। ছয়ে থাকা মোহাম্মদ শামি এবং রবীন্দ্র জাদেজা দুজনেই পেয়েছেন ১৬টি উইকেট।
আপনার মতামত লিখুন