হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ট্রাক চাপায় চট্টগ্রামের পুলিশ সদস্য নিহত! চাপাইনবাবগঞ্জের ঘাতক ট্রাকসহ ৩জন আটক

-হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ঢাকা সিলেট মহাসড়কে চেকপোস্টে ডিউটিরত অবস্থায় ট্রাক চাপা দিয়ে চট্টগ্রামের এক পুলিশ সদস্য নিহত হওয়ার ঘটনা ঘটেছে।
এই ঘটনায় চাঁপাইনবাবগঞ্জের ঘাতক ট্রাক ও চালকসহ ৩জনকে আটক করেছে পুলিশ। ২৬ জুন(বুধবার) ভোর সাড়ে ৫ টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার সামনে এই দূর্ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে জানা যায়,হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানার বিরামচর এলাকায় এই সড়কে প্রতিদিনের ন্যায় শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ থানার সামনে একটি চেক পোস্ট বসানো হয়। এই ধারাবাহিকতায় ভোর সাড়ে ৫ টার দিকে ঢাকাগামী একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-২০-৪৬৬৭) এই চেকপাস্টে আসা মাত্রই এখানে না থামিয়ে সড়কে ডিউটিরত এক পুলিশ সদস্যকে চাপা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে চালক।
কিন্তু ঘটনাস্তলে পুলিশ সদস্য রবিউল হক(২৫)মারা যান। নিহত পুলিশ সদস্য রবিউল হক চট্টগামের ফটিকছড়ি উপজেলার আলমপুর গ্রামের ছায়দুল হকের পুত্র। এ সময় চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কপাড়া গ্রামের মাজেদ মিয়ার পুত্র ঘাতক ট্রাক চালক কামাল মিয়া(৫২)একই ঠিকানার নুরুল ইসলাম মিয়ার পুত্র রমজান মিয়া(১৮) ও মনিরুল ইসলাম(২৬)সহ ৩জনকে আটক করে পুলিশ। এব্যাপারে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ(ওসি) তৈমুর ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,এই চেকপোস্টে গাড়ি না থামানোর কি রয়েছে। তাহার কাছে অবৈধ কোন কিছু না থাকে যদি তাহলেতো পুলিশ তাকে আটকাবেনা। কিন্তু এই ট্রাক চালক সেটা না করে আমার ডিউটিরত পুলিশ সদস্যকে চাপা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করাটাও একটা অপরাধ।
এক প্রকার পুলিশ সদস্যকে ইচ্ছে করেই এই হত্যা কান্ডের ঘটনাটি ঘটিয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। এই আইনী পদক্ষেপ চলছে। এবং নিহত রবিউল হকের পরিবারের লোকজন আসতেছেন ময়না তদন্ত শেষে তার লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে। পুলিশ সদস্য রবিউল হকের এই মর্মান্তিক মৃত্যুতে পুলিশ সদস্যদের মধ্যে এক শোকের ছায়া নেমে এসেছে।
আপনার মতামত লিখুন