নেশার টাকা না পেয়ে বাবা-মা’কে মারধর করে ঘরে আগুন দিল যুবক

নড়াইল সদর পৌরসভায় গোলক বিশ্বাস (২৯) নামে এক বখাটে যুবক নেশার টাকা না পেয়ে নিজের মোটর সাইকেল ভাঙচুর ও বাবা-মা কে মারধর করে ঘরে আগুন ধরিয়ে দেয়ার ঘটনা ঘটেছে।
বুধবার (২৬ জুন) সকাল সাড়ে ৯ টার দিকে নড়াইল পৌরসভা এলাকার ভাদুলীডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। গোলক বিশ্বাস নড়াইল সদর পৌরসভা এলাকার ভাদুলীডাঙ্গা গ্রামের গৌরাঙ্গ বিশ্বাসের ছেলে।
এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা গেছে, বখাটে যুবক গোলক প্রতিনিয়ত নেশা করা টাকার জন্য তার বাবা-মাসহ পরিবারের সবাইকে নির্যাতন করে আসছিল। এরই ধারাবাহিকতায় বুধবার সকাল সাড়ে ৯ টায় গোলক নেশা করার জন্য পরিবারের কাছে টাকা চায়। এসময় পরিবার টাকা না দিলে তার নিজের মোটর সাইকেল ভাঙচুর ও একপর্যায়ে বাবা ও মা কে মারধর করে ঘরে আগুন ধরিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে নড়াইল ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
নড়াইল ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ আফছার উদ্দিন বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। তবে বড় ধরনের তেমন কোন ক্ষয়-ক্ষতি হয়নি।
এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, পৌর এলাকায় মোটর সাইকেল ভাঙচুর ও মা-বাবাকে মারধর করে ঘরে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনাটি শোনার পর সদর থানা ও সদর পুলিশ ফাঁড়ির পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে ওই বখাটে যুবক এখন পলাতক রয়েছেন। তাকে আটকের চেষ্টা চলছে।
আপনার মতামত লিখুন