মিরসরাইয়ে হঠাৎ থেমে গেল ট্রেন, একঘণ্টা পর ফিরল চট্টগ্রামে

ইঞ্জিনে ত্রুটির কারণে চট্টগ্রামের মিরসরাইয়ে হঠাৎ থেমে গেছে ঢাকা ছেড়ে আসা চট্টগ্রামগামী যাত্রীবাহী ট্রেন মহানগর গোধুলি। পরে কর্মকর্তাদের চেষ্টায় এক ঘণ্টা পর ইঞ্জিন সচল হলে ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যায়।
রোববার (৩০ জুন) দুপুর ১টার দিকে মিরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের নিজামপুর পুরাতন রেলওয়ে স্টেশন এলাকায় ইঞ্জিনে ত্রুটি দেখা দিলে এ ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। রেলওয়ে পূর্বাঞ্চলের সীতাকুণ্ডের সহকারী স্টেশন মাস্টার রাকিব উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা মহানগর গোধুলি (৭০৪) ট্রেনের ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটির কারণে মিরসরাই উপজেলার নিজামপুর স্টেশন এলাকায় হঠাৎ থেমে যায়। তবে ট্রেনে থাকা কর্মকর্তাদের চেষ্টায় এক ঘণ্টা পর ইঞ্জিন সচল হলে দুপুর ২টার দিকে ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশে রওনা দেয়। আরও প্রায় এক ঘণ্টা পর ট্রেনটি চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে পৌঁছে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ইকবাল হোসেন জীবন জানান, সাধারণত এখানে ট্রেন কখনও থামে না। তবে দুপুর ১ টার সময় হঠাৎ একটি ট্রেন থেমে পড়ায় কৌত‚হলবশত দেখতে যাই। এ সময় ট্রেন থেকে যাত্রীরা সবাই নেমে পড়ে। যাত্রীদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক দেখা যায়। পরে খোঁজ নিয়ে জানা যায় যান্ত্রিক ত্রুটির কারণে ট্রেনটি থেমে গেছে। তবে এক ঘণ্টা পর পুনরায় ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে গেছে।
এ বিষয়ে জানতে চাইলে রেলওয়ে পূর্বাঞ্চল চট্টগ্রাম বিভাগীয় মহাব্যবস্থাপক সাইফুল ইসলাম বলেন, মহানগর গোধুলীতে সদ্য দক্ষিণ কোরিয়া থেকে আমদানি করা তিন হাজার সিরিজের ইঞ্জিন ছিল। হঠাৎ ইঞ্জিন কেন বন্ধ হয়ে গিয়েছিল তা তাৎক্ষণিককভাবে জানা যায়নি। বিষয়টির খোঁজ নেওয়া হচ্ছে।
আপনার মতামত লিখুন