বগুড়ায় রেশনের ৬৭১ বস্তা চাউল উদ্ধার, গ্রেফতার ৫

বগুড়ায় সরকারী রেশনের চাল আত্মসাৎ এর ঘটনায় বিশেষ অভিযান চালিয়ে ৬৭১ বস্তা সরকারী রেশনের চাউল উদ্ধার এবং এ ঘটনায় জড়িত ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশের গোয়েন্দা শাখা ডিবি। ৬৭১ বস্তায় মোট চালের পরিমান বস্তাসহ বিশ হাজার একশত সাতানব্বই কেজি। যা প্রতিটি পাটের বস্তা এবং বস্তার উপরে বাংলায় লেখা আছে ‘শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ’, খাদ্য অধিদপ্তর, নেট ওজন-৩০ কেজি, সাকিল জুট উইভিং মিলস লিঃ। এঘটনায় গ্রেফতারকৃতরা হলো বগুড়া জেলার শেরপুর থানার মদনপুর মির্জাপুর এলাকার মৃত মঞ্জু শেখের ছেলে মোঃ তুহুর ইসলাম ওরফে হাসান (৩৪), ধর্মকাম মলারবাড়ী এলাকার মোঃ মোসলেম উদ্দিনের ছেলে মোঃ নূর মোহাম্মদ (৩৭), এবং মৃত আবুল হোসেনের ছেলে মোঃ ইব্রাহিম হোসেন (৪০), ধর্মকাম যমুনাপাড়া এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে মোঃ মোতালেব হোসেন (৩৮) এবং ধুনট মোড় খান্দারপাড়া এলাকার মৃত হাসান আলী সরকারের ছেলে মোঃ জুলফিকার আলী ভুট্টো (৪৪)। শনিবার দিবাগত রাত ১১:৫০ ঘটিকার সময় বগুড়ার শেরপুর থানার মির্জাপুর খলিফাপাড়া একটি চাতালের গোডাউনে অভিযান চালিয়ে সরকারী রেশনের ৬৭১ বস্তা চাউল উদ্ধার ও ৫ জনকে গ্রেফতার করে ডিবি পুলিশ। মামলার বাদী মোঃ আবু তাহের জানান যে, গত ২৯ জুন তারিখ বেলা অনুমান ১১.০০ ঘটিকার সময় ঢাকা মেট্রো-ট-১৩-৮৮৫৯ ট্রাক যোগে ড্রাইভার ও হেলপার সহ আদমদীঘি থানাধীন সান্তাহার ওয়্যারহাউস গোডাউন হইতে সালথা এলএসডি গোডাউন, ফরিদপুর জেলার উদ্দেশ্যে সরকারী রেশনের চাউল লোড দিয়ে রওনা হয়। উক্ত তারিখ রাত্রি অনুমান ৮.০০ ঘটিকার দিকে সালথা এলএসডি গোডাউন, ফরিদপুর জেলা হতে তার ব্যক্তিগত মোবাইলে ফোন দিয়ে উক্ত চাউলের বিষয় জানতে চায় এবং আরো বলেন যে, উক্ত চাউল তাদের সালথা এলএসডি গোডাউনে পৌঁছায়নি। এরপরে তিনি বিভিন্ন জায়গায় মোবাইল ফোনের মাধ্যমে খোজ খবর করতে থাকেন। একপর্যায়ে একই তারিখ রাত্রি অনুমান ৯.০০ ঘটিকার সময় মোবাইল ফোনের মাধ্যমে জানতে পারেন যে, বগুড়া জেলার শেরপুর থানাধীন মির্জাপুর খলিফা পাড়া সাকিনস্থ মোঃ মঞ্জু মাষ্টার এর ধানের চাতালের উত্তর কর্নারে দক্ষিন দুয়ারী টিনশেড গোডাউনের দরজার সাথে ট্রাক লাগাইয়া গোডাউনের মধ্যে তার উক্ত চাউল আনলোড করছে। উক্ত বিষয়ে ডিবি বগুড়ার সরনাপন্ন হইলে বগুড়া ডিবির একটি টিম ২৯ জুন তারিখ রাত ১১.৫০ ঘটিকায় উল্লেখিত গোডাউনের গেটের সামনে পৌছিলে পুলিশের উপস্থিতি টের পাইয়া কৌশলে দ্রুত পালাইয়া যাওয়ার চেষ্টাকালে ০৫ (পাঁচ) জনকে গ্রেফতার করা এবং অজ্ঞাতনামা কয়েকজন কৌশলে পালাইয়া যায়। বগুড়া গোয়েন্দা পুলিশ ডিবির ইনচার্জ মোস্তাফিজ হাসান জানান, গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে এবং তাহাদের হেফাজত হতে উক্ত গোডাউনের মধ্যে রক্ষিত ৪০০ বস্তা সরকারী রেশনের চাউল এবং গোডাউনের গেটের সামনে উল্লেখিত ট্রাকের মধ্যে রক্ষিত ২৭১ বস্তা চাউল, সর্বমোট ৬৭১ বস্তা সরকারী রেশনের চাউল উদ্ধার করা হয়। যা বস্তাসহ সর্বমোট ওজন ২০,১৯৭ কেজি। তিনি আরো জানান চাউল বহনকারী একটি হলুদ ও নীল রংয়ের ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৩-৮৮৫৯) জব্দ করা হয়। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
আপনার মতামত লিখুন