ফেনী পাসপোর্ট অফিসে দালাল ধরে ছেড়ে দেওয়ার অভিযোগ

ফেনী আঞ্চলিক পাসপোর্ট অফিসে এক দালালকে আটক করে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে কর্মকর্তাদের বিরুদ্ধে। মঙ্গলবার (২০ আগস্ট) দুপুরের দিকে বিষয়টি জানাজানি হওয়ার পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন সেবাগ্রহীতারা।
জানা যায়, দীর্ঘদিন যাবত দালালদের একটি শক্তিশালী সিন্ডিকেটের মাধ্যমেই পরিচালিত হয়ে আসছিল ফেনীর আঞ্চলিক পাসপোর্ট অফিস। কার্যালয়টিতে দালাল ছাড়া কোনো সেবাগ্রহীতা গেলেই নানা অজুহাতে হয়রানির শিকার হতে হতো। সম্প্রতি ছাত্র আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর ওই কার্যালয়ে হঠাৎ দালালের আনাগোনা কমতে থাকে। একই সাথে কমতে থাকে গ্রাহক বিড়ম্বনাও। কিন্তু গত ২/৩ দিনে ফের ওই অফিস দালালদের আখড়ায় পরিণত হয়। দালালদের শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসতে গোপনে ও প্রকাশ্যে কাজ শুরু করে ওই অফিসে কর্মরত আনসার সদস্যরা।
ফেনী আঞ্চলিক পাসপোর্ট অফিসে দায়িত্বরত আনসার সদস্য মো. জহির উদ্দিন বলেন, মঙ্গলবার দুপুরের দিকে আনসার সদস্যদের নিকট এক ব্যক্তির আচরণ ও চলাফেরা সন্দেহ হওয়ায় তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। এর আগেও একই ব্যক্তি বিভিন্ন সময়ে পাসপোর্ট অফিসে সেবাগ্রহিতার সাথে এসে শৃঙ্খলা ভঙ্গ করে কাজ আদায় করতেন। জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি নিজেকে ফেনীর একটি ট্রাভেল্স এজেন্সির স্টাফ বলে দাবি করেন এবং ওই ট্রাভেলসের মাধ্যমে আগত সেবাগ্রহীতাদের কাজ করিয়ে দেওয়ার জন্য তিনি প্রায় প্রতিদিনই পাসপোর্ট অফিসে আসেন বলে স্বীকার করেন। দালাল হিসেবে শনাক্ত হওয়ার পর তাকে আমরা পাসপোর্ট অফিসের ডিএডি মো. দুলাল মিয়ার নিকট হস্তান্তর করে আনসার বিডিপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করি।
ফেনী আঞ্চলিক পাসপোর্ট অফিসের ডিএডি দুলাল মিয়া বলেন, আমরা আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করেছি। সে নিজেকে পাসপোর্ট সেবাগ্রহিতার আত্মীয়ের পরিচয় দিয়েছে। আগামীতে কখনো এ অফিসে আসবেনা বলে প্রতিশ্রুতি দিয়ে সে চলে গেছে।
এদিকে দালাল আটকের খবর পেয়ে জেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. হেলাল উদ্দীন জানান, দীর্ঘদিন পর্যন্ত আনসার সদস্যরা পাসপোর্ট অফিসে দালাল শনাক্তে কাজ করছিলেন। দালাল আটকের খবর পেয়ে আমিসহ কর্মকর্তাদের একটি টিম পাসপোর্ট অফিসে ছুটে যাই। কিন্তু কী কারণে তড়িগড়ি করে ওই ব্যক্তিকে ছেড়ে দেওয়া হয়েছে তা আমাদের বোধগম্য নয়।
ফেনী আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপপরিচালক রোতিকা সরকার বলেন, ফেনীর আঞ্চলিক পাসপোর্ট অফিস দালালমুক্ত রাখতে আমরা বদ্ধ পরিকর। মঙ্গলবার আনসারদের হাতে আটককৃত ব্যক্তি চিহ্নিত কোন দালাল নয়। তিনি তার খালাম্মাকে নিয়ে পাসপোর্ট অফিসের সেবা নিতে এসে ছিলেন বলে আমাকে অবহিত করার পর তাকে ছেড়ে দেওয়া হয়।
আপনার মতামত লিখুন