খুঁজুন
সোমবার, ১২ই মে, ২০২৫, ২৯শে বৈশাখ, ১৪৩২

ত্রিপুরায় সাধারণের চেয়ে ১২০০ শতাংশ বেশি বৃষ্টিপাত

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪, ১:০২ পূর্বাহ্ণ
ত্রিপুরায় সাধারণের চেয়ে ১২০০ শতাংশ বেশি বৃষ্টিপাত

গত দুইদিন ধরে ভারতের ত্রিপুরা রাজ্যে ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে। বৃষ্টির পরিমাণ এতই বেশি যে বেশ কয়েকটি জায়গার পরিস্থিতি নাজুক হয়ে পড়েছে।

রাজ্যের একটি সরকারি সূত্র আজ বুধবার (২১ আগস্ট) জানিয়েছে, সেখানে গত ২৪ ঘণ্টায় সাধারণের চেয়ে ১ হাজার ২০০ শতাংশ বেশি বৃষ্টিপাত হয়েছে। আর এমন অস্বাভাবিক বৃষ্টির কারণেই দেখা দিয়েছে ভয়াবহ বন্যা।

স্থানীয় সংবাদমাধ্যম হাবনিউজ জানিয়েছে, সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে দক্ষিণ ত্রিপুরার বাগাফাতে। সেখানে শেষ ২৪ ঘণ্টায় ৩৭৫ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। অপরদিকে দক্ষিণ ত্রিপুরার বেলোনিয়াতে ৩২৪ দশমিক ৪ মিলিমিটার এবং গোমতীর অমরপুরে ৩০৭ দশমিক ১ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

দয়ানন্দ সিং নামের এক ব্যক্তি হাবনিউজকে বলেছেন, “আমার জীবনে কোনোদিন এমন বন্যা দেখিনি। এই বন্যায় সবাই ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানকার বেশিরভাগ বাসিন্দা দিন এনে দিন খাওয়া মানুষ। বাড়িতে পানি প্রবেশ করায় তারা সবচেয়ে কঠিন পরিস্থিতিতে পড়েছেন। সবখানে পানি। এমন কোনো জায়গা নেই যেখানে পানি প্রবেশ করেনি।”

তিনি আরও বলেছেন, “আমাদের এলাকায় রিলিফ ক্যাম্প স্থাপন করা হয়েছে। কিন্তু রিলিফের পণ্য পর্যাপ্ত পরিমাণ দেওয়া হচ্ছে না।”

ভয়াবহ এই বন্যা ও বৃষ্টিতে ত্রিপুরায় এখন পর্যন্ত অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নিখোঁজ আছেন কয়েকজন। নিরাপত্তার কথা চিন্তা করে ৫ হাজার ৬০০ পরিবারকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।

ত্রিপুরার এই বন্যার ভয়াবহ প্রভাব পড়েছে বাংলাদেশে। বিশেষ করে ফেনীর অবস্থা বেশ খারাপ। ফেনীর অনেক গ্রাম পুরোপুরি পানির নিচে তলিয়ে গেছে। এছাড়া গোমতী নদীর ভারত অংশের পানি বেড়ে তা বাংলাদেশের কুমিল্লায় প্রবেশ করছে।

সূত্র: হাবনিউজ

ভবানীপুর ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে আরাফাত রহমান কোকো ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন

মোঃ নজরুল ইসলাম জাকি
প্রকাশিত: শনিবার, ১০ মে, ২০২৫, ৮:০৪ অপরাহ্ণ
ভবানীপুর ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে আরাফাত রহমান কোকো ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন

বগুড়ার শেরপুরের ছোনকা হাইস্কুল খেলার মাঠে ভবানীপুর ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে আরাফাত রহমান কোকো-২০২৫ ফুটবল টূর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ( ১০ মে) বিকাল ৫ ঘটিকায় উপজেলা ছোনকা হাইস্কুল মাঠে খেলাটি উদ্বোধান করা হয়েছে। উদ্বোধন খেলায় অংশগ্রহন করেছেন সিরাজগঞ্জ স্পোটিং ক্লাব বনাম বোর্ড বাজার স্পোটিং ক্লাব। প্রথমার্ধে গোল শুন্য থাকলেও দ্বিতীয়ার্ধে বোর্ড বাজার স্পোটিং ক্লাবের ১০নং জার্সি পরিহিত খেলোয়ার পর পর দুটি গোল দিয়ে ব্যবধান বাড়িয়ে দেন। পরে সিরাজগঞ্জ স্পোটিং ক্লাব গোল শোধ করতে পারে নাই।

শেরপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি এস এম আব্দুর রশিদ মুকুল, প্রচার ও প্রকাশনা সম্পাদক নজরুল ইসলাম জাকি, ভবানীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মির্জা আব্দুল বারী, সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল মালেক, সিনিয়র সহ-সভাপতি ইয়াকুব আলী রাঙ্গা, সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ শামাীম আহম্মেদ, সাবেক ছাত্রদলের সভাপতি প্রভাষক নাজমুল হক নয়ন, উপজেলা যুবদলের যুগ্ন-আহবায়ক মোঃ গোলাম মোস্তফা আলমগীর সহ বিএনপি নেতা সাইফুল ইসলাম, আব্দুল হাই সিদ্দিকী , মোদাচ্ছের আলী, এ কে এম জহুরুল ইসলাম দুলাল, বাদশা মিয়া, আবু সাইদ, ওয়ার্ড বিএনপি নেতা আব্দুল হান্নান তালুকদার, রুবেল কাউছার, আব্দুল মজিদ, ইউনিয়ন যুবদলের আহবায়ক আবু তাহের, সিনিয়র যুগ্ন আহবায়ক আব্দুল হামিদ, সদস্য সচিব শামীম আহম্মেদ, যুগ্ন আহবায়ক মোহাম্মাদ আলী জিন্নাহ, মনির হোসেন, মিথান তালুকদার, ছাত্রদলের সাবেক আহবায়ক কৌশিক জামান ইমন, সাবেক সদস্য সচিব মারুফ খান সহ প্রমূখ নেতৃবৃন্দ।

ফেইসবুকে ছবি দেখে হারানো বোনের লাশ সনাক্ত করে ভাই।।

হবিগঞ্জের বানিয়াচং থানা পুলিশ অঞ্জাত কিশোরীর লাশ উদ্ধারের পরিচয় সনাক্তে ফেইসবুকে পোস্ট

আকিকুর রহমান রুমন:-
প্রকাশিত: বুধবার, ৭ মে, ২০২৫, ৩:৩৩ অপরাহ্ণ
হবিগঞ্জের বানিয়াচং থানা পুলিশ অঞ্জাত কিশোরীর লাশ উদ্ধারের পরিচয় সনাক্তে ফেইসবুকে পোস্ট

হবিগঞ্জের বানিয়াচং থানা পুলিশের উদ্ধার করা এক অজ্ঞাত কিশোরীর লাশের পরিচয় সনাক্ত করিয়ে দিলো সামাজিক যোগাযোগ মাধ্যমে এর ফেইসবুক।

থানা পুলিশ সূত্রে জানা যায়,গতকাল ৬মে (মঙ্গলবার) উপজেলার ১৫নং পৈলারকান্দী ইউনিয়নের বিজয়পুর হাওরের রাস্তার পাশে সন্ধ্যার পূর্ব মুহূর্তে একটি অজ্ঞাত তরুণীর(২২)লাশ দেখতে পায় এলাকাবাসী। তাৎক্ষণিক এই বিষয়টি বানিয়াচং থানা পুলিশকে অবগত করা হয়।

এদিকে থানা পুলিশ লাশের মেসেজটি সাথে সাথে বিথঙ্গল পুলিশ ফাঁড়ির (আইসি) কে জানালে ফাঁড়ি পুলিশের কাছে ঘটনাস্থলটি বেশি দূরে না হওয়ায় ফাঁড়ি (আইসি) এসআই রেজাউল হক এর নেতৃত্বে এএসআই আব্দু রহমানসহ একদল পুলিশ সন্ধ্যার দিকে পৈলারকান্দী,ইউনিয়নের বিজয়পুর হাওরের পাশে রাস্তায় পড়ে থাকা অজ্ঞাত কিশোরীর লাশ উদ্ধারে ঘটনাস্থলে রওয়ানা হয়। সেখানে উপস্থিত স্হানীয় এলাকাবাসীর সামনে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরী করে কিশোরীর লাশটি উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে যায় পুলিশ।

পরে উদ্ধার করা অজ্ঞাত কিশোরীর ছবি সহকারে বানিয়াচং থানার সেকেন্ড অফিসার (এসআই)আমিনুল ইসলাম এর মোবাইল নাম্বার  সংযুক্ত করে ইন্টারনেটের সামাজিক যোগাযোগ মাধ্যম”ফেইসবুক”ও বিভিন্ন মিডিয়ার গণমাধ্যম কর্মীদের সহযোগীতা নিয়ে একটি পোস্ট করা হয়। মুহূর্তের মধ্যে কিশোরীর লাশ উদ্ধারের বিষয়টি সামাজিক যোগাযোগ “ফেইসবুক” ভাইরাল হয়। আর এই ফেইসবুক পোস্টের ঘন্টা খানেকের ভিতরে নিহত অজ্ঞাত কিশোরীর আপন ভাই আক্তার হুসেন এর নজরে পড়ে নিহত বোনের পোস্টটি। হঠাৎ করে তার “ফেইসবুক”এর সামনে ভেসে ওঠে তার হারিয়ে যাওয়া মানসিক বাক প্রতিবন্ধী বোন জাহানারা খাতুন(২২) এর নিহত হয়ে রাস্তার পাশে পড়ে থাকা ছবিটি। যাহা অজ্ঞাত কিশোরীর লাশ উদ্ধারের ছবি হিসেবে সংযুক্ত করা হয়েছিলো পোস্টে। বোনের এমন মৃত্যুর পোস্ট দেখে প্রথমে বাকরুদ্ধ হয়ে যান ভাই আক্তার হুসেন। এর কিছুক্ষণ পর নিজেকে সামলে নিয়ে নিখোঁজ হারিয়ে যাওয়া বোনের বিষয়টি পরিবারকে অবগত করেন। বানিয়াচং থানা পুলিশ তার নিহত বোনকে উদ্ধার করে ফাঁড়িতে রাখা হয়েছে বলে পরিবারের সবাইকে জানায় আক্তার হোসেন। অজ্ঞাত কিশোরীর লাশের পরিচয় সনাক্তে ফেইসবুক পোস্টে থানার সেকেন্ড অফিসার (এসআই) আমিনুল ইসলাম এর মোবাইল নাম্বার দেওয়া হয়েছিলো। এই নাম্বারে ফোন করে থানায় বোনের নাম ঠিকানা পরিচয় নিশ্চিত করেন আপন বড় ভাই।

নিহত তার বোন হলো আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছে ইউনিয়নের রসুলপুর গ্রামের ওহাব মিয়ার কন্যা জাহানারা খাতুন(২২)। জন্মের পর থেকে মানসিক ভারসাম্যহীন বাক প্রতিবন্ধী পাগলের মতো ছিলো। গত ৫মে সোমবার হঠাৎ করে বাড়ি থেকে নিখোঁজ হয়। পরিবারের লোকজন জাহানারাকে এলাকাসহ বিভিন্ন স্হানে খোজাখোজি করেন এবং ৬মে (মঙ্গলবার) বিভিন্ন এলাকায় খোজাখুজি করেন পরিবারের লোকজন। কোন সন্ধান পান নাই বোন জাহানারার। আক্তার হোসেন তার মোবাইলে সামাজিক যোগাযোগ মাধ্যম তার “ফেইসবুক”ডুকে সময় কাটাচ্ছেন। হঠাৎ তার চোখের সামনে নিখোঁজ হওয়া বোনের লাশ উদ্ধারের ছবি সহ একটি পোস্ট চোখে পড়লো। আর এই পোস্টের ছবি দেখেই হারানো বোনকে চিনতে পেরেছিলেন ভাই আক্তার হুসেন। এ ব্যাপারে ৬মে মঙ্গলবার থানার সেকেন্ড অফিসার আমিনুল ইসলাম এর সাথে রাত সাড়ে ১১টার দিকে যোগাযোগ করে তিনি এসবের সত্যতা নিশ্চিত করে জানান,রাত বেশি হওয়ায় লাশটি বিথঙ্গল পুলিশ ফাঁড়িতে রয়েছে। এবং রাতেই নিহত জাহানারা খাতুন এর পরিবারের লোকজন আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছে ইউনিয়নের রসুলপুর গ্রাম থেকে বিথঙ্গল পুলিশ ফাঁড়ির উদ্যেশে রওয়ানা দিয়ে আসতেছেন বলেও জানান তিনি।

এছাড়াও এই বিষয়ে কোন প্রয়োজন মনে করলে (ফাঁড়ি) পুলিশের দায়িত্বরত (আইসি) ও এক সহকারী দারোগার মুঠোফোন নাম্বার দিয়ে যোগাযোগ করার জন্য বলেন। এ ব্যাপারে বিথঙ্গল ফাঁড়ি (আইসি) এসআই রেজাউল হক এর সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে ব্যস্ততা থাকায় তার সাড়া পাওয়া যায় নাই। পরে এএসআই আব্দু রহমান এর সাথে ৭মে(বুধবার)রাত ১টা ১৬মিনিটে যোগাযোগ করে লাশের বিষয়ে জানতে চাইলে, তিনি জানান নিহত জাহানারা খাতুন(২২) এর পরিবারের লোকজন ফাঁড়িতে এসেছেন এবং পোস্টমর্টেম ছাড়া তারা মরদেহটি নেওয়ার জন্য আবেদন করেছেন। বর্তমানে এই বিষয়ে (আইসি) স্যারের রোমে আলোচনা করছেন সবাই। এর বেশি কিছু তিনি বলতে পারবেননা বলে জানান। এদিকে ৭মে(বুধবার) সকালে লাশের সর্বশেষ আপডেট জানতে বিথঙ্গল পুলিশ ফাঁড়ির (আইসি) এসআই রেজাউল হক এর মুঠোফোনে বেশ কয়েকবার ফোন করেও যোগাযোগ করা সম্ভব হয়নি। পরে সকাল ১০টার দিকে তার মোবাইল নাম্বারের হোয়াটস্যাপে একটি মেসেজ দিয়ে রাখা হলে দুপুর সাড়ে ১২টার দিকে তিনি ফোন করে জানান, গতকাল রাতেই নিহত জাহানারা খাতুন এর আপন দু’ বড় ভাই,দু’ মামাসহ পরিবারের অনেক আত্মীয় স্বজন আসেন। তারা জানিয়েছেন জাহানারা জন্মের পর থেকে ঐ মানসিক ভারসাম্যহীন বাক প্রতিবন্ধী একটা পাগল। বোনের মৃত্যু নিয়ে পরিবারের কোন রকম অভিযোগ নেই। এমনকি ভবিষ্যতে বোনের মৃত্যু নিয়ে কোন মামলা মোকদ্দমা করবেননা। তাদের বিষয়টি বানিয়াচং থানার ওসি স্যারকে অবগত করা হয়। ৭মে(বুধবার)আনুমানিক দুপুর ১২টার দিকে পরিবারের সদস্যদের নিকট মরদেহটি ময়না তদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে। তারা বিথঙ্গল পুলিশ ফাঁড়ি থেকে মরদেহ নিয়ে আজমিরীগঞ্জের উদ্যেশে রওয়ানা দেওয়ার বিষয়টিও নিশ্চিত করে বলেন,লাশ উদ্ধারের ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

বীরগঞ্জে এনসিপি নেতা হাসনাতের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ৫ মে, ২০২৫, ৮:৪২ অপরাহ্ণ
বীরগঞ্জে এনসিপি নেতা হাসনাতের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বীরগঞ্জে বিক্ষোভ মিছিল হয়েছে।

‎গতকাল রোববার (৫ মে) সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের নেতৃত্বে বীরগঞ্জের বিজয় চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি বীরগঞ্জ পৌর শহরের বিভিন্ন সড়ক (ঢাকা-পঞ্চগড়) মহাসড়ক প্রদক্ষিণ করে বিজয় চত্বরে গিয়ে শেষ হয়।

‎এসময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দিনাজপুর জেলা যুগ্ম আহ্বায়ক মোঃ আল আমিন, জেমিয়ন রায়, জেলা কমিটির সদস্য মিম আক্তার, দিনাজপুর মহিলা কলেজ শাখার সংগঠক নুসরাত জাহান মীরা, বীরগঞ্জের ছাত্র আন্দোলনের প্রতিনিধি ও প্রচেষ্ঠা ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা সভাপতি আবু বক্কর সুমন, ফাহমিদ হোসাইন ফাহমিদ, হুমায়ূন আহমেদ ইফতি, মেহের খান, মোঃ রিপন আলী, তোজাম্মেল হক, নুরুলসহ প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী।

তাঁরা মিছিলটিতে স্লোগান দেন ‘রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়’, আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো’, ‘হাসনাতের উপর হামলা কেন, প্রশাসনের কাছে জবাব চাই জবাব চাই’ ইত্যাদি।

‎এ সময় বলেন, ‘আমরা এর আগেও খেয়াল করেছি, এভাবে ব্যক্তিকে লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে। আমরা এই হামলার প্রতিবাদ অবশ্যই করব। কিন্তু আমাদের একটাই দাবি, এই জুলাই আন্দোলনে স্বৈরাচার হাসিনার নেতৃত্বে যে আওয়ামী লীগ হাজার হাজার ভাইদের আহত ও শহীদ করেছে, সেই আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে।’ পতিত স্বৈরাচারের গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সব সময় তাদের সর্বোচ্চটুকু দেবে।’

‎উল্লেখ্য গাজীপুরে রোববার সন্ধ্যায় (ঢাকা-ময়মনসিংহ) মহাসড়কের ব্যস্ততম চান্দনা চৌরাস্তা এলাকায় আব্দুল্লাহ হাসনাতের গাড়িতে হামলা হয়। হামলায় তার গাড়ির একটি কাচ ভেঙে যায়, এতে তিনি আঘাতপ্রাপ্ত হন।

"> ">
ভবানীপুর ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে আরাফাত রহমান কোকো ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন হবিগঞ্জের বানিয়াচং থানা পুলিশ অঞ্জাত কিশোরীর লাশ উদ্ধারের পরিচয় সনাক্তে ফেইসবুকে পোস্ট বীরগঞ্জে এনসিপি নেতা হাসনাতের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল নানা কর্মসূচীর মধ্যদিয়ে বীরগঞ্জে আন্তর্জাতিক মহান মে দিবস পালিত বীরগঞ্জে মহান শ্রমিক দিবস পালিত ছোনকায় মহান মে দিবস উপলক্ষে বর্নাঢ্য র‌্যালী শেষে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন কাহারোলে স্কাউটস দিবস উপলক্ষে র‍্যালি,পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান ও আলোচনা সভা অনুষ্ঠিত বৈদ্যুতিক ট্রান্সফরমারের যন্ত্রাংশ চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু দুদকের আকস্মিক অভিযান: বীরগঞ্জ হাসপাতালে দুর্নীতির চিত্র উন্মোচিত শেরপুরে চোরসহ টলিগাড়ি পাবনার ভাঙ্গুরায় আটক শেরপুরে ইউনিয়ন জামাতের সেক্রেটারীর ভাই ৭৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার শেরপুরে কলেজের অধ্যক্ষের দূর্ণীতির বিরুদ্ধে মানববন্ধন।। শেরপুরে সভাপতি কর্তৃক অধ্যক্ষের বিরুদ্ধে দূর্ণীতি তদন্ত করার কারনে সভাপতি পরিবর্তন নববর্ষ উদযাপন উপলক্ষে শেরপুর উপজেলা বিএনপি’র আনন্দ শোভাযাত্রা শেরপুরে মাদ্রাসা শিক্ষিকার আত্মহত্যা। প্রবাসে কর্মসংস্থানে পিছিয়ে রংপুর, বাড়ছে দালালের দৌরাত্ম্য হজের সময় ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ বলতে হয় কেন? জনতার আবেগে ব্যবসা, দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে ফিলিস্তিনের পতাকা ৬ শতাধিক বিদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল করেছে ট্রাম্প প্রশাসন দেশে ইসরায়েলের পণ্য রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধের দাবি পশ্চিমবঙ্গে ২৬ হাজার শিক্ষকের চাকরি বাতিল, ছাত্রদের পড়াবে কে? সাবিলা নূর কি তাহলে শাকিবের নায়িকা হচ্ছেন না? স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে উত্তাল বায়তুল মোকাররম প্রেমের টানে দুই সন্তানের জননী বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন একটি সেতুর জন্য চার জেলার লক্ষাধিক মানুষের হা হা কার মোমবাতি জ্বালিয়ে বীরগঞ্জে এসএসসি ও সমমানের প্রথম পরীক্ষা সম্পন্ন বাংলাদেশ ‘৪৭তম ক্ষমতাধর দেশ’ দাবি নিয়ে যা জানা গেল শেরপুরে ফ্লাই ওভারের দাবীতে মানববন্ধন মেহমানকে বিদায় দেওয়ার দোয়া বাড়েনি এলপি গ্যাসের দাম