আওয়ামী সন্ত্রাসীদের হাত থেকে বাঁচতে গ্রামবাসীর মানববন্ধন

সারাদেশ আওয়ামী লীগ সরকারের মহাপতনের পরেও বগুড়া জেলার শাজাহানপুর উপজেলার কয়েকটি গ্রামের চলছে তান্ডব লীলা। হত্যা খুন চাঁদাবাজীর রাজত্ব কায়েম করেছে সন্ত্রাসী গ্রুপটি।
আজ বৃহস্পতিবার (২২আগস্ট) সকালে মানববন্ধন করেছে উপজেলার খরমা ইউনিয়নের দেশমা, কুন্দ দেশমা, শিব দেশমা, শিয়াল চাপড়, হরিদেবপুর সহ বেশ কয়েকটি গ্রামের শিক্ষার্থী সহ হাজার হাজার নারী পুরুষ।
মানববন্ধনে বক্তারা বলেন, পুলিশের তালিকাভুক্ত আওয়ামী শীর্ষ সন্ত্রাসী জেহাদ বাহিনীর অত্যাচারে তারা অতিষ্ঠ। নতুন বাড়ি ঘর করতে গেলে করতে গেলে ব্যবসায়ীদেরকে চাঁদা দিতে হয়। চাঁদা না পেলেই তাদের উপর চলে নির্মম অত্যাচার। এই জিহাদ খরনা ইউনিয়নের হরিদেবপুর গ্রামের জালাল মাস্টার পুত্র ও উত্তরবঙ্গের কুখ্যাত সন্ত্রাসী সিরিয়াল কিলার নামে খ্যাত সাগর বাহিনীর সেকেন্ড ইন কমান্ড।
এই বাহিনীর হাতে প্রকাশ্য দিবালোকে হত্যার শিকার হয় মৎস্য ব্যবসায়ী ও স্বেচ্ছাসেবকলীগ নেতা বাবু, আওয়ামীলীগ নেতা প্রভাষক পারভেজ আলম। সম্প্রতি ৫আগস্ট ছাত্রজনতার বিপ্লবের বিপ্লবে অংশ নেয়া গ্রাম বাসির উপর আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে হামলা চালায়।
এই হামলার ২০/২৫জন গ্রামবাসি অস্ত্রধারী আওয়ামী সন্ত্রাসীদের হামলার গুরুতর আহত হয় পরে দুই তিনগ্রামের জনসাধারণ ধাওয়া করে গণ পটুনি দেয়া এদের একজনকে পরে গ্রামঅবাসিরা তাকে হাসপাতালে পাঠালে সেখানেই তার মৃত্যু হয়।
এ ঘটনার জেরে ক্ষিপ্ত হয়ে তারা বিএনপি নেতা মুক্তার হোসেনের ভাতিজা কে এবং গুরুতর যখন করে পরে মুক্তিপণের মাধ্যমে তাকে ছাড়িয়ে এনে হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে অনেকটাই সুস্থ। ইউপি সদস্য মাজেদ আলী জানান, গ্রামবাসীর দাবি আওয়ামী সন্ত্রাসীদের এই গ্রুপকে পুলিশ এবং প্রশাসন যত দ্রুত সম্ভব গ্রেফতার করে শাস্তির আওতায় আনুক।
আপনার মতামত লিখুন