খুঁজুন
শুক্রবার, ২৫শে এপ্রিল, ২০২৫, ১২ই বৈশাখ, ১৪৩২

দশমাইলের কলার হাটে জমজমাট ব্যবসা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪, ৫:২২ অপরাহ্ণ
দশমাইলের কলার হাটে জমজমাট ব্যবসা

দিনাজপুরের বীরগঞ্জ ও কাহারোল উপজেলার উৎপাদিত সাগর কলার খ্যাতি দেশজুড়ে। শুধু সাগর কলা নয়; সবরি, সুন্দরী (মালভোগ), চিনি চম্পা কলারও চাষ হয় এখানে। আর কাহারোল উপজেলার দশমাইল এলাকায় বসে উত্তরাঞ্চলের দ্বিতীয় বৃহত্তম বড় কলার হাট। এই হাটে এখন চাষি-ব্যবসায়ী ও পাইকারদের ব্যস্ততা।

মূলত কলা চাষের উপযোগী উঁচু জমি থাকায় কাহারোলে এই ফলের উৎপাদন বেশি। এ ছাড়া আবাদে পরিশ্রম কম এবং ন্যায্য দাম পাওয়ার নিশ্চয়তার কারণে কৃষকেরা ঝুঁকছেন কলা চাষে। এমনটাই বলছেন সংশ্লিষ্ট সবাই। উপজেলার সব কটি ইউনিয়নেই কলা চাষ হয়। ৬০ শতাংশ ও ৫০ শতাংশ কলা চাষ হয় বীরগঞ্জ ও কাহারোল উপজেলা। শ্রাবণের শেষ সপ্তাহ থেকে শুরু করে আশ্বিনের শেষ পর্যন্ত ফল তোলার সময়।

এই সময় কাহারোল উপজেলার দশমাইল এলাকায় বসে উত্তরাঞ্চলের দ্বিতীয় বৃহত্তম বড় কলার হাট। ঢাকার বাদামতলী, যাত্রাবাড়ী, তেজগাঁও, ওয়াইজঘাট, নারায়ণগঞ্জ জেলা, কুমিল্লা, সিলেট, খুলনা, ময়মনসিংহসহ বিভিন্ন জেলা শহর থেকে ব্যাপারীরা কলা কিনতে আসেন এখানে। ভোর পাঁচটা থেকে ভ্যানে করে এই হাটে বিক্রির জন্য কলা আনতে শুরু করেন চাষি ও স্থানীয় কলা ব্যবসায়ীরা। এই হাটে স্থানীয় কলা ব্যবসায়ী আছেন দেড় শতাধিক। হাটের বাইরে থেকে আসা ব্যাপারীদের সঙ্গে চলে দর-কষাকষি। কেনাবেচা শেষে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকে কলা তোলা হয়। সকাল ১০টার মধ্যে শেষ হয় হাটের কারবার।

বৃহস্পতিবার সকালে কলার হাটে ব্যস্ত সময় পার করতে দেখা যায় চাষি-ব্যবসায়ী ও পাইকারদের। মাঠজুড়ে সারি সারি সাজানো কলার কাঁদি। স্থানীয়ভাবে কলার কাঁদিকে কেউ বলে কাইন, ঘাউর, ঘের, পীর। প্রতিটি কলার কাঁদি বিক্রি হয় ৪০০-৪৫০ টাকা দরে। ব্যাপারীরা জানান, গেলবার প্রতিটি কলার কাঁদি কিনেছেন ৩০০-৩৫০ টাকা দরে। সে হিসাবে এবার কাঁদিপ্রতি দম ১০০ টাকা বেড়েছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে চলতি মৌসুমে ৩ শত ৬০ হেক্টর জমিতে কলা চাষ করা হয়ছে। কলার দাম পেয়ে খুশি কৃষকেরাও।

বীরগঞ্জ উপজেলার কলাচাষি হায়াত আলী বলেন, ‘কলা চাষে কোনো ঝুঁকি নেই। গেলবার ২০০ গাছ দিয়ে বাগান শুরু করি। এবার সেখানে ৫০০ গাছের বাগান করেছি। বাগানে মোট খরচ হয়েছে ৩৫ হাজার টাকা। প্রায় ২ লাখ টাকার কলা বিক্রির আশা করছি।’ তিনি জানান, কলার বাগানে যে খরচ হয়েছে, বাগানের ভেতরে বিভিন্ন শাকসবজির আবাদ থেকেই সেটা উঠে এসেছে।
উপজেলার নয়বাদ গ্রামের কৃষক রঞ্জিত রায় বলেন, কলা বিক্রি করতে হাঁটে আসতে হয় না। পাইকারেরা আগেই টাকা দিয়ে দেন। হাঁটে আনলে খাজনা দেওয়া, পরিবহন খরচসহ পড়তা করা যায় না। তাই ব্যবসায়ীদেরই দিয়ে দিই, বিক্রির ঝামেলা থাকে না। তিনি জানালেন এবার, ৪০০ কাঁদি কলা বিক্রি করেছেন তিনি।

হাটের ইজারাদার মিজানুর রহমান জানান, মৌসুমে প্রায় প্রতিদিন ৭০-৮০ লাখ টাকার কলা কেনাবেচা হয় এই হাটে। শতাধিক ব্যাপারী কলা কিনতে আসেন। প্রতিদিন ২৫-৩০টির বেশি ট্রাকে কলা নেওয়া হয়। একটি ট্রাকে সর্বনিম্ন ৮০০-৯০০ কাঁদি কলা ধরে। অর্ধশত শ্রমিক শুধু ট্রাকে কলা তোলার কাজ করেন। তবে গত বছরের চেয়ে এবার কলার আমদানি কম

বীরগঞ্জ উপজেলা কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের কৃষি কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বলেন, উপজেলায় প্রায় ৩ শত ৬০ হেক্টর জমিতে কলার আবাদ হয়েছে। উত্তরাঞ্চলের সবচেয়ে বড় কলার হাট দশমাইল হাট। উপজেলার উৎপাদিত সাগর কলা ঘ্রাণে ও স্বাদে অনন্য হওয়ায় এবং মৌসুমের শুরুতে এবার চাহিদা বেশি থাকায় দামও কিছুটা বেশি। কলা চাষে খরচ কম। ঝুঁকি ও রোগবালাইও কম। তাই কলা চাষ জনপ্রিয় হয়েছে।

দুদকের আকস্মিক অভিযান: বীরগঞ্জ হাসপাতালে দুর্নীতির চিত্র উন্মোচিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫, ৭:০১ অপরাহ্ণ
দুদকের আকস্মিক অভিযান: বীরগঞ্জ হাসপাতালে দুর্নীতির চিত্র উন্মোচিত

বীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতি অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ‎

বুধবার (২৩ এপ্রিল) সকাল থেকেই ফাঁদ পেতে থাকে, পরে ১১ টার সময় দুর্নীতি দমন কমিশন দিনাজপুর জেলা সহকারী পরিচালক মোঃ ইসমাইল হোসেন এর নেতৃত্বে সুনির্দিষ্ট বিভিন্ন দুর্নীতির অভিযোগের ভিত্তিতে বিকেল ৩ টা পর্যন্ত খতিয়ে এ অভিযান পরিচালিত হয়। ‎

অভিযানকালে সরেজমিন থেকে জানা যায়, হাসপাতালের বহির্বিভাগে ৩ টাকার স্থলে ৫ টাকা নেওয়া হচ্ছে। এক্স-রে রিপোর্টের টাকাও আত্মসাৎ করে মনোরঞ্জন। আবাসিক রোগীদের খাবারও দেওয়া হয় নিম্নমানের চাল, দেশি মুরগির মাংসের দিন ব্রয়লার, মাছ ও মাংসের ওজনে কম দিচ্ছে ঠিকাদার। একই সঙ্গে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির আখড়ায় পরিণত হয় এ হাসপাতালটি।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে চিকিৎসা সেবা, খাবারের মান আরো উন্নত ও সার্বিক বিষয়ে নজরদারি করার জন্য টিম কর্তৃক পরামর্শ প্রদান করা হয়।

‎দুদকের দিনাজপুর জেলা সহকারী পরিচালক মোঃ ইসমাইল হোসেন বলেন, আমাদের কিছু সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। প্যাথলজি বিভাগ ও এক্সরে বিভাগে টেস্টের টাকা আলাদা খসড়া কাগজে তালিকা করে, পরে রেজিস্টার খাতায় মাত্র ৬ বা ৭ জনের নাম লেখে আর বাকি টাকা আত্মসাৎ করার প্রাথমিক ভাবে সত্যতা পেয়েছি। হাসপাতালে খাবার মানে ঠিকাদারকে দৈনিক ১৭৫ টাকা করে দেওয়ার কথা, সেই খাবার আমরা দেখেছি ২৮ চালের ভাত দেয়ার কথা। সেখানে মোটা চাল দিচ্ছেন।

আমরা রিপোর্ট পত্র পেলে এ তদন্তের আলোকে একটি প্রতিবেদন তৈরি করে প্রধান কার্যালয়ে প্রেরণ করবো। আমাদের দুর্নীতি দমন কমিশন থেকে যে ব্যবস্থার কথা বলা হবে, সে ব্যবস্থা গ্রহণ করা হবে। তারা যে সকল খসড়া গুলো করে, সে সকল কাগজপত্র ও নথি আমরা নিয়েছি। এক্সরে বিভাগে ১জন, একাউন্টেন্ট এর কিছু অসঙ্গতি রয়েছে সেগুলোকে পর্যালোচনা করে আমরা প্রতিবেদন তৈরি করব। ‎

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আফরোজ লুনা বলেন, এ সকল বিষয়ে আমার উর্ধতন কর্মকর্তা সিভিল সার্জন কে লিখিত ভাবে জানানো হবে, তিনি পদক্ষেপ নিবেন।

শেরপুরে চোরসহ টলিগাড়ি পাবনার ভাঙ্গুরায় আটক

মোঃ নজরুল ইসলাম জাকি
প্রকাশিত: রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ১১:৫৬ পূর্বাহ্ণ
শেরপুরে চোরসহ টলিগাড়ি পাবনার ভাঙ্গুরায় আটক

বগুড়ার শেরপুরের  ভবানীপুর ইউনিয়ন অন্তর্গত শিখর গ্রাম হতে চুরি যাওয়া টলি গাড়িসহ  মোঃ আল আমিন (৩২) ও মোঃ লিটন হোসেন (৩০) কে পাবনার ভাঙ্গুড়া থানায় আটক করেছে জনগণ। পরে চোরসহ টলি গাড়ি ভাঙ্গুরা থানায় হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার ( ১৯ এপ্রিল) রাত ৩ ঘটিকায় উপজেলার শিখর গ্রাম হতে শ্রী সুদিল চন্দ্র এর পুত্র শ্রী অন্তর এর বসতবাড়ি হতে টলি গাড়ি চুরি হয়ে যায়। পরে সিসি ক্যমেরার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সকাল ১০ ঘটিকার দিকে পাবনার ভাঙ্গুরা থানার খানমরিচ ইউনিয়নের লতিফপুর বাজারে চা খাওয়ার এক পর্যায়ে টলি গাড়ি বিক্রীর প্রস্তাব দেন। তখন দামাদামীর এক পর্যায়ে দুই লক্ষ টাকা মুল্যের গাড়ি মাত্র ষাট হাজার টাকায় বিক্রীর সিদ্ধান্ত নেন। পরে স্থানীয়দের সন্দেহ হলে প্রথমে খানমরিচ ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মনোয়ার হোসেন খান মিঠু কে জানান এবং তিনি চোর ও টলিসহ ভাঙ্গুরা থানায় প্রেরণ করেন।

টলিগাড়ির চুরি করেছে বগুড়ার শেরপুর থানার ভবানীপুর ইউনিয়নের শিখর গ্রামের মোঃ আকবর হোসেন এর পুত্র মোঃ লিটন (৩০) ও একই গ্রামের মোঃ হাফিজুর রহমান এর পুত্র মোঃ আল আমিন (৩২)। ইতিপূর্বে চোর সন্দেহে মোঃ আল আমিন (৩২)  গ্রেপ্তার হয়েছিল ।

উক্ত টলিগাড়ি ছোনকা গ্রামের মোঃ ইসমাইল হোসেনের পুত্র মোঃ আব্দুল হান্নান এর মালিকানাধীন এবং উক্ত টলিগাড়ি দীর্ঘদিন যাবৎ শ্রী অন্তর ভাড়ায় চালিয়ে আসছেন।

এ ব্যাপারে ভাঙ্গুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম জানান, কমদামে টলি বিক্রীর জন্য স্থাণীয়দের সন্দেহ হলে তাদেরকে আটকিয়ে রেখে খবর দেন। পরে টলিগাড়ির মালিকের নিকট গাড়িটি হস্তান্তর করা হয়েছে এবং চোরদের কোর্টে  প্রেরণ করা হবে।

শেরপুরে ইউনিয়ন জামাতের সেক্রেটারীর ভাই ৭৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার

মোঃ নজরুল ইসলাম জাকি
প্রকাশিত: শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫, ৩:৩৩ অপরাহ্ণ
শেরপুরে ইউনিয়ন জামাতের সেক্রেটারীর ভাই ৭৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার

বগুড়ার শেরপুরে খানপুর ইউনিয়ন জামাতের সেক্রেটারী হাফেজ মোঃ সরোয়ার হোসেন এর ভাইকে ৭৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে শেরপুর থানার পুলিশ।

শুক্রবার (১৮ এপ্রিল) ভোর ০৬.০০ ঘটিকার সময় মাদক ব্যবসায়ী মোঃ গোলাম মোস্তফা(৪৫) কে শেরপুর থানাধীন ১০নং শাহবন্দেগী ইউপির অন্তর্গত খন্দকারটোলা সাকিনস্থ ধুনট মোড় সংলগ্ন পশ্চিম পার্শ্বে আল-আরাফাত হোটেল এন্ড রেস্টুরেন্টের সামনে পাকা রাস্তার উপর হইতে অবৈধ মাদকদ্রব ৭৫০ (সাতশত পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট, যাহার ওজন ৭৫ (পঁচাত্তর) গ্রামসহ গ্রেপ্তার করা হয়েছে।

আটককৃত গোলাম মোস্তফা উপজেলার খানপুর ইউনিয়নের সালফা উত্তরপাড়া গ্রামের মৃত আকবর আলীর ছেলে এবং খানপুর ইউনিয়ন জাামাতের সেক্রেটারী হাফেজ মোঃ সরোয়ার হোসেন এর বড় ভাই।

অবৈধ মাদকদ্রব্য ৭৫০( সাত শত পঞ্চাশ) পিচ্ ইয়াবা ট্যাবলেটসহ আসামীকে বগুড়া জেলার শেরপুর থানা পুলিশের হাতে আটক মামলা দায়ের এবং বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

"> ">
দুদকের আকস্মিক অভিযান: বীরগঞ্জ হাসপাতালে দুর্নীতির চিত্র উন্মোচিত শেরপুরে চোরসহ টলিগাড়ি পাবনার ভাঙ্গুরায় আটক শেরপুরে ইউনিয়ন জামাতের সেক্রেটারীর ভাই ৭৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার শেরপুরে কলেজের অধ্যক্ষের দূর্ণীতির বিরুদ্ধে মানববন্ধন।। শেরপুরে সভাপতি কর্তৃক অধ্যক্ষের বিরুদ্ধে দূর্ণীতি তদন্ত করার কারনে সভাপতি পরিবর্তন নববর্ষ উদযাপন উপলক্ষে শেরপুর উপজেলা বিএনপি’র আনন্দ শোভাযাত্রা শেরপুরে মাদ্রাসা শিক্ষিকার আত্মহত্যা। প্রবাসে কর্মসংস্থানে পিছিয়ে রংপুর, বাড়ছে দালালের দৌরাত্ম্য হজের সময় ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ বলতে হয় কেন? জনতার আবেগে ব্যবসা, দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে ফিলিস্তিনের পতাকা ৬ শতাধিক বিদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল করেছে ট্রাম্প প্রশাসন দেশে ইসরায়েলের পণ্য রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধের দাবি পশ্চিমবঙ্গে ২৬ হাজার শিক্ষকের চাকরি বাতিল, ছাত্রদের পড়াবে কে? সাবিলা নূর কি তাহলে শাকিবের নায়িকা হচ্ছেন না? স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে উত্তাল বায়তুল মোকাররম প্রেমের টানে দুই সন্তানের জননী বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন একটি সেতুর জন্য চার জেলার লক্ষাধিক মানুষের হা হা কার মোমবাতি জ্বালিয়ে বীরগঞ্জে এসএসসি ও সমমানের প্রথম পরীক্ষা সম্পন্ন বাংলাদেশ ‘৪৭তম ক্ষমতাধর দেশ’ দাবি নিয়ে যা জানা গেল শেরপুরে ফ্লাই ওভারের দাবীতে মানববন্ধন মেহমানকে বিদায় দেওয়ার দোয়া বাড়েনি এলপি গ্যাসের দাম ভোলায় অতিরিক্ত যাত্রী নেওয়ায় দুই লঞ্চকে জরিমানা গাজায় ১৫ জরুরি স্বাস্থ্য কর্মীকে হত্যা, ভুল স্বীকার ইসরায়েলের জনরোষের মুখে সাবেক এমপি আফতাব, ডিম-জুতা নিক্ষেপ আওয়ামীপন্থি ৮৪ আইনজীবীকে কারাগারে পাঠানোর আদেশ, ৯ জনের জামিন বীরগঞ্জের ৪ নং পাল্টাপুর ইউনিয়নের শ্রমিক দলের কমিটি গঠন বীরগঞ্জের দুস্থদের মাঝে খাদ্যদ্রব্য বিতরণ আমরা অতন্দ্র প্রহরীর মত আপনাদের পাশে থাকব, সনাতনীদের প্রতি ভিপি শহিদুল ইসলাম বাবলু শেরপুরে মিনি জাফলং নামে পরিচিত বাঙ্গালী নদীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু