অভিযান
২ হাজারের বেশি অস্ত্র ও ৩ লাখের বেশি গোলাবারুদ উদ্ধারে অভিযান শুরু

দুই হাজারের বেশি অস্ত্র ও তিন লাখের বেশি গোলাবারুদ উদ্ধার করতে বিশেষ অভিযান শুরু করতে যাচ্ছে যৌথ বাহিনী। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাত থেকে এই অভিযান শুরু হবে, যেখানে অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারের কাজও চলবে।
কোটা আন্দোলন ও সরকারের বিরুদ্ধে আন্দোলনের সময় ব্যাপক সহিংসতা হয়েছিল। বিভিন্ন থানা ও পুলিশের স্থাপনাতে হামলা, ভাঙচুর ও আগুন লাগানোর ঘটনা ঘটে। সেই সময় পুলিশের অনেক অস্ত্র ও গোলাবারুদ লুটপাট হয়।
পুলিশ জানায়, ৩ সেপ্টেম্বর পর্যন্ত ৫ হাজার ৮২৯টি অস্ত্র লুট হয়েছিল, যার মধ্যে ৩ হাজার ৭৬৩টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। এখনও ২ হাজার ৬৬টি অস্ত্র পাওয়া যায়নি। এসব অস্ত্রের মধ্যে চায়নিজ রাইফেল, এসএমজি, পিস্তল, শটগান, টিয়ারগ্যাস লঞ্চার ও গ্যাস গান অন্তর্ভুক্ত।
এছাড়া, ৬ লাখ ৬ হাজার ৭৪২টি গুলি, বিভিন্ন ধরনের টিয়ারগ্যাস, গ্যাস গ্রেনেড ও সাউন্ড গ্রেনেড লুট হয়েছিল। এর মধ্যে এখনও ৩ লাখ ২০ হাজার ৬৬০টি গুলি, প্রায় ৯ হাজার টিয়ারগ্যাস, আড়াই হাজার সাউন্ড গ্রেনেডসহ অন্যান্য গোলাবারুদ উদ্ধার করা হয়নি।
যারা এসব অস্ত্র ও গুলি জমা দিতে চায়, তাদের জন্য মঙ্গলবার পর্যন্ত সময় দেওয়া হয়েছে। সময়সীমা পরে বিশেষ অভিযানে যারা এসব অস্ত্র বা গুলি রাখবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন