ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ সোহেল বাঁচতে চায়

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৫ নম্বর সুজালপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড মুড়িয়ালা গ্রামের বাসিন্দা সোহেল ইসলাম (২৬) ঢাকার মেটলাইফ এলিকো নামে একটি বেসরকারি বীমা প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যোগ দিতে গিয়ে ৫ আগস্ট ব্র্যাক ইউনিভার্সিটির ডিআইটি প্রজেক্ট থানার সামনে বিকেল ৫টায় গুলিবিদ্ধ হন তিনি।
গুলি পিঠ দিয়ে ঢুকে পেট দিয়ে বের হয়ে যাওয়ার কারণে পেটের ভেতর ৮টা নাড়িভুঁড়ি ছিদ্র হয়, যার ফলে পায়খানার রাস্তাও ক্ষতিগ্রস্ত হয়। আন্দোলনে উপস্থিত জনতা তাকে ধরাধরি করে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করান।
ইনফেকশন হওয়ার কারণে এক দিন পর পর হাসপাতালে ড্রেসিং করাতে যেতে হয়। প্রতিবার খরচ হয় চার থেকে পাঁচ হাজার টাকার মতো। ডা. বলেছে আরো ছয় মাস আমি কোনো কাজ করতে পারব না, এখন পর্যন্ত হাঁটতেও পারব না আর দ্বিতীয় অপারেশনের এত টাকা আমি কোথায় পাব তা নিয়ে আমি ও আমার পরিবার খুবই চিন্তিত।
তার বাবা আব্দুল মালেক (৬৪) জানান, আমি জুটমিলে কাজ করি, যা একটু আবাদি জমি ছিল তা দিয়েই কোনো রকমে সংসার চলত। ছেলের চিকিৎসার জন্য যেটুকু জমি ছিল, তা-ও বন্ধক দিয়ে টাকা দিয়েছি। বর্তমানে অর্থাভাবে পরিবার নিয়ে অনেক কষ্টে দিন পার করতে হচ্ছে।
এ বিষয়ে ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য তহিদুল ইসলাম জানান, বিভিন্ন সংগঠন ও গ্রামবাসী সবাই মিলে যতটুকু পেরেছি, সহায়তা করেছি। তারা খুবই অসহায় বর্তমানে চিকিৎসার জন্য আরো অর্থের দরকার। বিত্তবানদের পাশে দাঁড়ানোর অনুরোধ জানিয়েছেন তিনি।
আপনার মতামত লিখুন