বীরগঞ্জে সাংবাদিকদের সাথে উপজেলা বিএনপি সভাপতির মতবিনিময় সভা

বীরগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, দিনাজপুর জেলা বিএনপির সহ-সভাপতি ও বীরগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি মোঃ মনজুরুল ইসলাম এর সাংবাদিকদের সাথে মতবিনিময়। ছবি-উত্তরের কণ্ঠ
দিনাজপুরের বীরগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, দিনাজপুর জেলা বিএনপির সহ-সভাপতি ও বীরগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি মোঃ মনজুরুল ইসলাম এর সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা হয়েছে।
রোববার (১৭ নভেম্বর) দুপুরে ভোগনগর ইউনিয়নের ভাবকী গ্রামে উপজেলা বিএনপির সভাপতির নিজস্ব বাড়িতে এ মতবিনিময় হয়।
মতবিনিময় সভায় পৌর বিএনপির সভাপতি মোঃ আমিরুল ইসলাম বাহার এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সভাপতি মোঃ মনজুরুল ইসলাম, স্থানীয় সাংবাদিক আব্দুর রাজ্জাক, মাহবুবুর রহমান আঙ্গুর, মীর কাশেম লালু, মোঃ শাহিনুর ইসলাম, রতন ঘোষ পীযুষ, মাজেদুর রহমান মাজেদ, সোহেল আহমেদ সহ প্রমুখ।
প্রধান অতিথি মোঃ মনজুরুল ইসলাম বলেন, সাংবাদিকতা হচ্ছে জাতির দর্পন। দেশে বিরোধী দল দমনে নির্বিচারে হামলা, মামলা, গুম, খুন করে রাজত্ব করেছিল। অবশেষে গণঅভ্যুত্থানে দেশ স্বাধীন হয়েছে। এখন থেকে সাংবাদিকরা স্বাধীনভাবে সাংবাদিকতা করতে পারবে।
আরও বলেন, সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে ব্যাখ্যাসহ বক্তব্য উপস্থাপন করেন। বিএনপি’র পক্ষ থেকে সকল রকমের সহযোগিতা করা হবে। সাংবাদিকদেরকে স্বাধীন সাংবাদিকতা এবং এক প্লাটফর্মে ঐক্যবদ্ধভাবে রাখতে আশ্বাস প্রদান করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সদস্য মোঃ মুজাহিদুল ইসলাম মাজু, জেলা শাখার বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ন আহবায়ক মোঃ লাইছুর রহমান লিপু, উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মোঃ মমতাজুল ইসলাম তাজু, উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শওকত জুলিয়াস জুয়েল, উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ তানভীর চৌধুরী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ মোস্তাফিজুর রহমান, পৌর যুবদলের সদস্য সচিব মোঃ মোকাররম হোসেন পলাশ, সাংবাদিক মোঃ সিদ্দিক হোসেন, শকিম উদ্দিন আহমেদ, দশরথ রায় বাবুল, নাজমুল ইসলাম মিলন, রেজা মোহাম্মদ তৌফিক, উত্তম শর্মা, নীল রতন সাহা, আব্দুল জলিল, রনজিৎ সরকার, নূরে আলম সিদ্দিকি, বিকাশ ঘোষ, ফেরদৌস ওয়াহিদ সবুজ, কার্তিক ব্যানার্জি, প্রদীপ রায় জিতু, তোফাজ্জল হোসেন, নাজমুল হোসেন, মোজাম্মেল হক, ফরহাদ হোসেন, মো. আসাদুজ্জামান, আরিফ ইসলাম প্রমুখ।
উ্ত্তরের কণ্ঠ/পিআর/জিতু
আপনার মতামত লিখুন