বীরগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা : গড়বে আগামীর শুদ্ধতা’ এই স্লোগান নিয়ে বীরগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২৪ পালিত হয়েছে। বীরগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ আয়োজনে এবং দুর্নীতি দমন কমিশন (দুদক) দিনাজপুর জেলা কার্যালয়ের সহযোগিতায় দিবসটি পালিত হয়।
সোমবার (৯ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ চপ্তরে মানববন্ধনের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। মানববন্ধনটি উপজেলা পরিষদ চপ্তর থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষীন করে পুনরায় উপজেলা পরিষদ চপ্তরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ চপ্তরে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বীরগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক আবু সামা মিয়া (ঠান্ডু)। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো. ফজলে এলাহী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জুলফিকার আলী শাহ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ- সভাপতি মাহাবুর রহমান আঙ্গুর, মোঃ মোসলেম উদ্দীন, সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান, সদস্য মো. জাহাঙ্গীর আলম, মো. এমদাদুল হক, ইসরাত জাহান প্রমুখ।
বক্তারা দুর্নীতি প্রতিরোধে সামাজিক ও নৈতিক মূল্যবোধ জাগ্রত করার প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, শিক্ষা প্রতিষ্ঠান, পরিবার ও সমাজ একযোগে কাজ করলে নতুন প্রজন্মের মধ্যে নৈতিকতা ও সততার বোধ গড়ে তোলা সম্ভব। এছাড়া, দুর্নীতি মুক্ত সমাজ গঠনে প্রত্যেক নাগরিককে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
এছাড়াও এতে সরকারি কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
আপনার মতামত লিখুন