৩৬জুলাই শহীদ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

বগুড়ার শেরপুরের ভবানীপুর ইউনিয়নের ইটালী গ্রামে ৩৬জুলাই শহীদ ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে। উক্ত খেলায় চাতাল দল জয়ী হয়েছে।
মঙ্গলবার ( ২৪ ডিসেম্বর) বেলা ৪ ঘটিকায় উপজেলার ভবানীপুর ইউনিয়নের ইটালী গ্রামের ইট ভাটা মাঠ প্রাঙ্গনে খেলাটি অনিুষ্ঠিত হয়েছে।
উক্ত খেলায় উপস্থিত ছিলেন,শেরপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি ও ভবানীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সম্পাদক জি এম মোস্তফা, শেরপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি এস এম আব্দুর রশিদ মুকুল, ভবানীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মির্জা আব্দুল বারী, সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল মালেক, সিনিয়র সহ-সভাপতি ইয়াকুব আলী রাঙ্গা, ভবানীপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাজির উদ্দিন, শেরপুর উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মোঃ নজরুল ইসলাম জাকি, ভবানীপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মাছুদ রানা, সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক শামীম আহম্মেদ, যুগ্ন সাধারণ সম্পাদক মোকলেছার রহমান, শেরপুর উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মোঃ গোলাম মোস্তফা আলমগীর, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক মোঃ সানোয়ার হোসেন, সিনিয়র সহ-সভাপতি আব্দুস সাত্তার, বেলাল হোসেন, উজ্জল হোসেন, আনোয়ার হোসেন সহ প্রমূখ ।
খেলাটি সনি সাইবার নেটওয়ার্ক বনাম চাতাল দলের মধ্যে অনুষ্ঠিত হয়েছে। খেলায় প্রথমে সনি সাইবার নেটওয়ার্ক গোল দিলেও পরে চাতাল দল শোধ করে সমতায় আনে। পরে ট্রাইব্রেকারে চাতাল দল ৪-২ গোলে জয়ী হয়। পরে পুরুস্কার বিতরন করা হয়েছে।
এছাড়া চাতাল দলের খেলোয়ার ও ভবানীপুর ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের সদস্য আরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন