চিরিরবন্দরে ইটভাটায় অভিযানের সময় গাড়ি ভাঙচুর, পুলিশসহ আহত ৬

দিনাজপুর চিরিরবন্দর উপজেলার সাইতাড়ায় একটি ইট ভাটায় অভিযান চালানোর সময় পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলা চালিয়েছেন ভাটার মালিক সহ শ্রমিকরা।
এ সময় ভাটার মালিকের নির্দেশে শ্রমিকরা ইটপাটকেল নিক্ষেপ করে ভেকু সহ ৪টি গাড়ি ভাঙচুর করে। শ্রমিকদের হামলায় দিনাজপুর জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. রুনায়েত আমিন রেজা সহ ভেকু গাড়ির চালক সুরুজ, হেলপার মাসুদ ও তিনজন পুলিশ কনস্টেবল সহ ৬জন আহত হয়েছেন।
ইটপাটকেলের আঘাতে ভেকু সহ ম্যাজিস্ট্রেটকে বহনকারী গাড়ী সহ ৪টি গাড়ির সামনের ও পিছনের গ্লাস ভেঙে দেয় শ্রমিকরা। প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার দুপুরে , ফায়ার সার্ভিস, পুলিশ ও ভেকু নিয়ে পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা সালেহা সুমি নেতৃত্বে মোবাইল কোর্টটি দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার সাইতাড়া ইউনিয়নের পূর্ব সাইতাড়া গ্রামের রাবারড্যাম সংলগ্ন মোকাররম হোসেনের মালিকানাধীন MHB ব্রিক্স নামে একটি ইট ভাটায় আসে।
এ সময় মোবাইল কোর্টের ম্যাজিস্ট্রেট মোকাররম হোসেনকে ডেকে তার ভাটাটি পরিচালনার বৈধ কাগজপত্র দেখতে চান। এ সময় তিনি ভাটা পরিচালনার কাগজপত্র দেখাতে না পারায় ৪ লক্ষ টাকা জরিমানা করেন। জরিমানার টাকা না দিয়ে উল্টো ম্যাজিস্ট্রেট এর সঙ্গে খারাপ আচরন করেন ভাটা মালিক মোকাররম হোসেন ও তার ছোট ভাই মোস্তাফিজার। পরে নির্বাহী মেজিস্ট্রেট ভেকু দিয়ে ইটভাটা ভাঙচুর শুরু করে। এতে মোকাররম হোসেন এর হুকুমে শ্রমিকরা মোবাইল কোর্টের ম্যাজিস্ট্রেটসহ পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ ও মারধর করে। তখন ম্যাজিস্ট্রেটদের বহন করা গাড়ির সামনের ও পিছনের দুটি গ্লাস এবং ভেকু ভেঙে দেয় ।
এ সময় ম্যাজিস্ট্রেটসহ পুলিশ সদস্যরা ও ফায়ার সার্ভিস কর্মীদের ভাটায় অবরুদ্ধ করে রাখে শ্রমিকরা। খবর পেয়ে তাৎক্ষণিক ভাবে চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার একেএম শরিফুল হক ও চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ আবু হাসনাত খান সহ সঙ্গীও ফোর্স গিয়ে তাদেরকে উদ্ধার করে চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেন। এ ঘটনায় ভাটা মালিক মোকাররম হোসেন এর ছোট ভাই মোস্তাফিজুর রহমান, ভাটা শ্রমিক আনন্দ রায় ও শরিফুল হক সহ তিনজনকে আটক করে চিরিরবন্দর থানা পুলিশ।
এ বিষয়ে চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ ওসি আবু হাসনাত খান বলেন, চিরিরবন্দর উপজেলার সাইতাড়া ইউনিয়নে রাবারড্যাম সংলগ্ন MHB ব্রিক্স ভাটায় পরিবেশ অধিদপ্তরের মেজিস্ট্রেট এর টিম এর উপর হামলা করে সাবেক ইউপি চেয়ারম্যান মোকারম হোসেনের নেতৃত্বে একদল শ্রমিক। আমরা বিষটি জানতে চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার একেএম মরিফুল হক সহ সঙ্গীয় ফোর্স নিয়ে তাদের উদ্ধার করি এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা প্রদান করি।
এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। ভাটা মালিক মোকারম হোসেন এর সঙ্গে তার মুঠোফোনে একাধিক বার যোগাযোগ করার চেস্টা করা হলে তা বন্ধ পাওযা যায়। মোবাইল কোর্টে অংশ নেওয়া দিনাজপুর জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ রুনায়েত আমিন রেজা বলেন, মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিস্ট্রেট এর ১টি , পুলিশের ১টি গাড়ি ও ভেকু ভাঙচুর করা হয়েছে। এ ঘটনায় আমি সহ তিনজন পুলিশ কনস্টেবল ও ভেকুর ড্রাইভার হেলফার আহত হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
আপনার মতামত লিখুন