মুশফিকের অভিজ্ঞতা মিস করেছে বাংলাদেশ

শ্রীলঙ্কার পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে চাপেই যেন ভেঙে পড়েছে বাংলাদেশের টপ অর্ডার। তৃতীয় দিনের শেষ বিকেলে ব্যাটিংয়ে নেমে ৩৭ রান তুলতেই সাজঘরে ফিরেছেন টপ অর্ডারের ৫ ব্যাটার। সিলেটের মিরাক্কেল কিছু না ঘটলে সহজ জয়ই পেতে যাচ্ছে শ্রীলঙ্কা।
দিন শেষে সংবাদ সম্মেলনে এসে মিরাজ বলেন, ‘একটা জিনিস দেখেন প্রফেশনাল প্লেয়ার হিসেবে আমাদের তো মেনে নিতে হয়। খারাপ সময়টা ভালো সময়টা আমরা ফেস করতে থাকি। অবশ্যই খারাপ লাগার বিষয়। যেহেতু আমরা সবাই একসাথেই খারাপ করছি। কেউই ভালো করছে না তেমন, ১-২ জন ছাড়া। টেস্ট ক্রিকেটে সবার ভালো খেলতে হবে, না হলে কঠিন। বিশেষ করে ব্যাটারদের জন্য। বোলাররা তো ভালো এফোর্ট দিয়েছে আমরা দেখেছি।’
নতুন এই সময়ে মিরাজ-শান্তরাই সিনিয়র ক্রিকেটার। তবে ম্যাচে এই অলরাউন্ডার মিস করেছেন মুশফিকুর রহিমকে, ‘অবশ্যই দলে আমার অবদান অনেক জরুরী। যেহেতু আমি ব্যাটিং বোলিং দুইটাই করি। আমি যেখানে ব্যাটিং করি সেখানে যদি একটা ভালো স্কোর করি, দল ভালো জায়গায় যাবে। বোলিং খুব গুরুত্বপূর্ণ। আমি যদি উইকেট না পাই দলের জন্য কঠিন। সিনিয়ররা থাকলে সবাই অনেক সাপোর্ট দেয়। অবশ্যই মুশফিক ভাইকে আমরা এই ম্যাচে মিস করছি। তার মত একজন অভিজ্ঞ প্লেয়ার আমাদের জন্য থাকাটা অনেক গুরুত্বপূর্ণ। সে সবসময় ব্যাটিংয়ে রান করে, দলকে সাহায্য করে। দল তাকে অবশ্যই মিস করছে।’
শ্রীলঙ্কার দ্রুত উইকেট পড়ে গেলেও তারা কামব্যাক করতে পারছে, বাংলাদেশ পারছে না। মিরাজ বলেন, ‘আমরা সবাই চেষ্টা করছি। আমাদের কোচ, টিম ম্যানেজমেন্ট যারা আছে সবাই কাজ করবে এটা নিয়ে। কোথায় ঘাটতি আছে সেখানে উন্নতি করার চেষ্টা করবো আমরা।’
আপনার মতামত লিখুন