বীরগঞ্জে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

দিনাজপুরের বীরগঞ্জে দামাইক্ষেত্র বালিকা উচ্চ বিদ্যালয় বার্ষিক ক্রীড়াপ্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দামাইক্ষেত্র বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের কণ্ঠে জাতীয় সঙ্গীতের সাথে সাথে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন, শপথ বাক্য পাঠ এর মধ্য দিয়ে অনুষ্ঠানে উদ্বোধন করা হয়। পরে দিনব্যাপী বিভিন্ন ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত।
বৃহস্পতিবার ২৭ ফেব্রুয়ারী বিকেল ৩টায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সহকারী শিক্ষক মাসুদ রানা’র সঞ্চালনায় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নজরুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথির হিসাবে উপস্থিত ছিলেন ৬নং নিজপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আনিসুর রহমান আনিস বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জুলফিকার আলী শাহ্, দামাইক্ষেত্র বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক মহেন্দ্র নাথ রায়, অত্র বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, প্রিন্ট ও ইলেক্ট্রনিস্ক মিডিয়ার সংবাদ কর্মী সহ স্থানীয় ব্যাক্তি বর্গ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে আনিসুর রহমান আনিস অবিভাবক উদ্দ্যেশে তিনি বলেন মাদক ,বাল্যবিবাহ,দেশ ও জাতির শত্রু আমাদের সন্তানদের কে এ ভয়ানক আসক্তি থেকে রক্ষা করতে বন্ধুত্ব স্বরূপ আচরন করতে হবে ।
তিনি আরো বলেন উক্ত বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন এবং সকল সার্বিক সহযোগিতায় পাশে থাকবো। পরে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে মোট ১৬ ইভেন্টে অংশ নেয়া ৫০ শিক্ষার্থীর মধ্যে যারা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান লাভ করেছে তাদের পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
সব শেষে এ বছর এস.এস.সি পরীক্ষায় জিপিএ ৫প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
আপনার মতামত লিখুন