এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে শোকাবহ ১৫ই আগষ্ট উপলক্ষে বিভিন্ন কর্মসুচী পালিত

বিভিন্ন কর্মসুচীর মধ্য দিয়ে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে জাতীয় শোক দিবস ২০২৩ পালিত। স্বাধীনতার স্থপতি, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী উপলক্ষে ১৫ আগষ্ট মঙ্গলবার সকাল ১০ ঘটিকায় হাসপাতাল চত্বরে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের ট্রান্সফিউশন মেডিসিন বিভাগ,বঙ্গবন্ধু মেডিকেল টেকনোলজিস্ট পরিষদ,কর্মচারী সমন্বয় পরিষদসহ বিভিন্ন সংগঠন।
সকাল ১১ ঘটিকায় এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের ট্রান্সফিউশন মেডিসিন বিভাগ এর আয়োজনে সেচ্ছায় রক্তদান কর্মসুচী ও বঙ্গবন্ধু কনারে রক্তদাতাগনের বসার জায়গা উদ্বোধন করেন দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ এ, এফ, এম, নুরুউল্লাহ ও এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ এ, টি,এম, নুরুজ্জামান এসময় উপস্থিত ছিলেন দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক উপাধ্যক্ষ ডাঃ সৈয়দ নাদির হোসেন, এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ মোঃ সারোয়ার আলম, কর্মসুচীর সার্বির সহযোগীতায় ছিলেন এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ট্রান্সফিঊশন মেডিসিন বিভাগের ডাঃ এ. বি. এম. কামরুল হাসান।
সেচ্ছায় রক্তদান কর্মসুচী ও বঙ্গবন্ধু কনারে রক্তদাতাগনের বসার জায়গা উদ্বোধন কালে হাসপাতালের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ট্রান্সফিঊশন মেডিসিন বিভাগের ডাঃ এ. বি. এম. কামরুল হাসান বলেন ,সম্মানিত রক্তদাতাগন বেশির ভাগই যুবক এবং মধ্যবয়সী যারা এসে রক্তদান পুর্বে ও পরবর্তীতে সময় কাটানোর জন্য এবং রক্তদানের আগ্রহি করার লক্ষ্যে বঙ্গবন্ধু কর্ণারে কিছু বই যা বঙ্গবন্ধুর ইতিহাস, দেশের ইতিহাস জানতে সাহায্য করবে এবং স্থানীয় ও জাতীয় পত্রিকা রাখা হয়েছে। যা অবশ্যই তাদের ভালভাবে সময় কাটাতে সহযোগিতা করবে।
তিনি আরও বলেন আমি রক্তদাতাদের সম্মান জানানোর ক্ষুদ্র চেষ্টা করেছি মাত্র। যা অন্যান্য হাসপাতালের ব্লাডব্যাংক ও ট্রান্সফিঊশন মেডিসিন বিভাগ গুলোর কাছে পৃথক হয়ে থাকবে।
আপনার মতামত লিখুন