খুঁজুন
শুক্রবার, ৪ঠা এপ্রিল, ২০২৫, ২১শে চৈত্র, ১৪৩১

তামিম ফিরে পেয়েছেন আত্মবিশ্বাস

ক্রীড়া প্রতিবেদক প্রকাশিত: রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩, ১১:৫৫ পূর্বাহ্ণ
তামিম ফিরে পেয়েছেন আত্মবিশ্বাস

কী নাটকীয় সময়ই না কাটিয়েছেন তামিম ইকবাল! স্ট্রাইকরেট নিয়ে সমালোচনার মুখে পড়ার পর একপর্যায়ে হুট করেই অবসর ঘোষণা, প্রধানমন্ত্রীর আহবানে ক্রিকেটে ফেরা এবং মাঠে নামার আগেই অধিনায়কত্ব থেকে সরে যাওয়া। সব মিলিয়ে প্রায় আড়াই মাস অস্বস্তিকর পরিস্থিতির পর জাতীয় দলের হয়ে খেলেছেন তামিম। 

কীভাবে আত্মবিশ্বাস ফিরে পাচ্ছেন তামিম, ম্যাচশেষে এ নিয়ে তিনি বলছিলেন, ‘ব্যাটিং বা ফিল্ডিং হোক, মাঠে সময় কাটানোর দরকার ছিল। বডি কীভাবে রিঅ্যাক্ট করছে এটা বোঝার জন্য। ডিফিকালিটিজ ছিল, এখনও আছে। সামনে কীভাবে কী করব এটা সেই প্রশ্ন যার উত্তর খোঁজা হচ্ছে। আন্তর্জাতিক ম্যাচে যখন ব্যাট করছি, আমাকে নিজের সেরাটা দিতে হবে।

শনিবার ম্যাচ খেলার আগেও সংশয়ে ছিলেন তামিম। তবে ৪৪ রান করায় আত্মবিশ্বাস পেয়েছেন তামিম, ‘ভালো লাগছে। কাল প্রশ্ন করলে হয়তো উত্তর অন্যরকম হতো। ৪৪ রান করার জন্য না, ২০ রান করলেও। নতুন বল মোকাবেলা করা, কোয়ালিটি বোলিং আক্রমণের বিপক্ষে খেলা; সবমিলিয়ে অবশ্যই ভালো বোধ হচ্ছে।’

শেরপুরে মাদকবিরোধী আলোচনা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

মোঃ নজরুল ইসলাম জাকি
প্রকাশিত: বুধবার, ২ এপ্রিল, ২০২৫, ১২:২৯ অপরাহ্ণ
শেরপুরে মাদকবিরোধী আলোচনা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

বগুড়ার শেরপুরে ভবানীপুর ইউনিয়নের বড়াইদহ গ্রামে এক মাদকবিরোধী আলোচনা সভা ও জমকালো সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (০১ এপ্রিল) রাত ৮ ঘটিকার সময় উপজেলার বড়াইদহ গ্রামে একতা বন্ধন সমবায় সমিতির উদ্যোগে এক মাদকবিরোধী আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভবানীপুর ইউনিয়ন বিএনিপির সভাপতি মির্জা আব্দুল বারী এবং প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি এস এম আব্দুর রশিদ মুকুল। উপজেলা যুবদলের যুগ্ন-আহবায়ক মোঃ গোলাম মোস্তফা আলমগীরের সঞ্চালনায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন ভবানীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জি এম মোস্তফা। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন শেরপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ হামিদুল হক বেলাল, সাবেক চেয়ারম্যান আফতাব হোসেন তালুকদার, প্রভাষক আব্দুল মালেক, ইয়াকুব আলী রাঙ্গা, নজরুল ইসলাম জাকি।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ভবানীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নাজির উদ্দিন, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি বেল্লাল হোসেন, ইদ্রিস আলী, আমির হোসেন, আব্দুস সোবাহান, আবু হানিফ শেখ, গোলাম ফারুক অভি. বদিউজ্জামান বকুল, মোকলেছার রহমান, ভবানীপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক আবু তাহের,আব্দুল হামিদ, রুবেল মির্জা, সাগর আহম্মেদ, সুমন, মনির, ছাত্রদলের মারুফ খান, ইমন, মামুন, শ্রমিক দলের আলমগীর সহ প্রমূখ নেতৃবৃন্দ।

আলোচনা শেষে দেশের সুনামধন্য শিল্পীদের সমন্বয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।

শাকিবের ‘বরবাদের’ প্রশংসায় পঞ্চমুখ বুবলী

বিনোদন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ২ এপ্রিল, ২০২৫, ১২:১৬ অপরাহ্ণ
শাকিবের ‘বরবাদের’ প্রশংসায় পঞ্চমুখ বুবলী

ঢাকাই সিনেমার চিত্রনায়িকা শবনম বুবলী। এবার ঈদকে কেন্দ্র করে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তার অভিনীত সিনেমা ‘জংলি’। সিনেমা প্রসঙ্গে গণমাধ্যমে কথা বলার সময় মেগাস্টার শাকিব খানের বরবাদের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন বুবলী। 

বুবলী বলেন, ‘বরবার; একটি ঝড়ের নাম যেটি আসলে অনেক জোরে শুরু হয়ে গেছে। সবাই কিন্তু এই ঝড়ের পূর্বাভাস অনেক আগেই পেয়েছিল। সো সেখান থেকে বরবাদ কিন্তু বরবাদের গতিতেই যাচ্ছে একদম মারমার কাটকাট অবস্থা।

শাকিব খানের প্রশংসায় পঞ্চমুখ হয়ে তিনি বলেন, সেখান থেকে আমি বলবো যে আমাদের মেগাস্টার আমাদের মহারাজা আমাদের সবার ভালোবাসার নায়ক শাকিব খানের সিনেমা বরবাদ যেখানে চলছে এটা আমাদের ইন্ড্রাস্টির জন্য গর্ব করার বিষয়। আমি চাই এভাবে বরবাদ চলুক পাশাপাশি অন্য সিনেমাগুলোও চলুক।

‘উনার সম্পের্কে যতই বলবো কম হবে। শাকিব খান আমাদের ইন্ড্রাস্টির জন্য এমন বড় একটি নাম যতই বলবো ততই কম হবে। উনি বরাবরই উনার সিনেমা দিয়ে প্রমাণ দিয়েছেনে যে উনি কতটা ভালোবাসার মানুষ। বাংলার মানুষের কাছে যে উনি কতটা প্রিয় যেভাবে সবগুলো শো ভালো যাচ্ছে আজকে প্রথম দিনে যেভাবে রেসপন্স আমাদের জন্য অনেক গর্বের।’

জংলি সিনেমা নিয়ে অভিনেত্রীর ভাষ্য, ‘জংলি তো আমরা দেখব আমাদের যে পারিবারিক সেন্টিমেন্ট যেভাবে দর্শক আসলে ইমোশনালি এটা গ্রহণ করেছে সো সবগুলো সিনেমার জন্য অনেক ভালোবেসা সবাই জংলি দেখুন আর বরবাদ তো যেভাবে সবগুলো স্ক্রিন আমরা মানে হাউসফুল দেখছি।’

তার কথায়, ‘আমরা জংলি টিম হিসেবে অনেক অনেক শুভকামনা জানায় বরবাদ টিমের জন্য। এছাড়া সবগুলো সিনেমা যেগুলো এসেছে প্রত্যেকটা সিনেমা সবাই দেখুক।’

বছর জুড়ে রমজানের পবিত্রতা ও আত্মশুদ্ধি ধরে রাখার উপায়

শাওন আহমাদ কাদির
প্রকাশিত: বুধবার, ২ এপ্রিল, ২০২৫, ১২:১৫ অপরাহ্ণ
বছর জুড়ে রমজানের পবিত্রতা ও আত্মশুদ্ধি ধরে রাখার উপায়

রমজান মাস মুসলিম উম্মাহর জন্য এক বিশেষ রহমত ও বরকতময় মাস। এই মাসে সিয়াম সাধনার মাধ্যমে আমরা নিজেদের কুপ্রবৃত্তি দমন করতে, আল্লাহর নৈকট্য লাভ করতে এবং আত্মশুদ্ধি অর্জনে ব্রতী হই। রমজান মাস শেষ হওয়ার পরেও এই পবিত্রতা ও আত্মশুদ্ধির ধারা সারা বছর ধরে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ রমজান মাস আমাদের যে শিক্ষা দেয়, তা যেন শুধু একটি নির্দিষ্ট সময়ের জন্য সীমাবদ্ধ না থাকে, বরং আমাদের গোটা জীবনকে আলোকিত করে তোলে।

রমজানের পরেও সারাবছর রমজানের পবিত্রতা ও আত্মশুদ্ধি ধরে রাখার জন্য কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া যেতে পারে:

১. নিয়মিত ইবাদত ও কুরআন তিলাওয়াত: রমজান মাসে আমরা অভ্যস্ত হই নিয়মিত তারাবীহ, তাহাজ্জুদ ও অন্যান্য নফল ইবাদতে। এই অভ্যাস রমজানের পরেও ধরে রাখা উচিত। প্রতিদিন কিছু সময় কুরআন তিলাওয়াত করা, এর অর্থ অনুধাবন করা এবং সেই অনুযায়ী জীবনযাপন করার চেষ্টা করা। ফরজ নামাজের পাশাপাশি নফল ইবাদতের মাধ্যমে আল্লাহর সঙ্গে সম্পর্ক আরও গভীর করা।

২. সংযম ও আত্মনিয়ন্ত্রণ বজায় রাখা: রমজানে আমরা পানাহার ও অন্যান্য জাগতিক চাহিদা থেকে নিজেদের সংযত রাখি। এই সংযমের অভ্যাস শুধু রমজানের জন্য নয়, বরং সারা বছরের জন্য প্রযোজ্য। অতিরিক্ত ভোগবিলাসিতা পরিহার করা, খাদ্য গ্রহণে পরিমিত হওয়া এবং কুপ্রবৃত্তি ও অনৈতিক কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা আত্মশুদ্ধির অন্যতম উপায়।

৩. দান ও সহানুভূতি: রমজান আমাদেরকে দানশীল হতে শেখায়। অভাবী ও দরিদ্রদের প্রতি সহানুভূতি দেখানো এবং সাধ্য অনুযায়ী সাহায্য করা রমজানের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা। এই অভ্যাস সারা বছর ধরে রাখা উচিত। নিয়মিত দান-সদকা করার মাধ্যমে নিজেদের সম্পদকে পবিত্র করা যায় এবং সমাজের প্রতি দায়িত্ব পালন করা যায়।

৪. আত্মসমালোচনা ও তওবা: রমজান মাসে আমরা নিজেদের ভুলত্রুটি উপলব্ধি করতে এবং আল্লাহর কাছে ক্ষমা চাইতে শিখি। এই আত্মসমালোচনার অভ্যাস সারা বছর ধরে রাখা উচিত। প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে নিজের দিনের কাজকর্মের হিসাব নেওয়া এবং কোনো ভুল হয়ে থাকলে আল্লাহর কাছে তওবা করা।

৫. ধৈর্য ও সহনশীলতা: রমজান মাস আমাদেরকে ধৈর্য ও সহনশীলতা শিক্ষা দেয়। অন্যের ভুলত্রুটি ক্ষমা করা, রাগকে নিয়ন্ত্রণ করা এবং কঠিন পরিস্থিতিতে ধৈর্য ধারণ করা রমজানের গুরুত্বপূর্ণ শিক্ষা। এই গুণগুলো সারা বছর নিজেদের মধ্যে চর্চা করা উচিত।

৬. অশ্লীলতা ও অনর্থক কথা পরিহার: রমজান মাসে আমরা অশ্লীল ও অনর্থক কথা বলা থেকে নিজেদের বাঁচিয়ে রাখি। এই অভ্যাস রমজানের পরেও ধরে রাখা উচিত। সবসময় শালীন ও প্রয়োজনীয় কথা বলা এবং গীবত, পরনিন্দা ও মিথ্যা বলা থেকে নিজেকে বাঁচিয়ে রাখা উচিত।

৭. হালাল উপার্জন ও জীবনযাপন: রমজান মাস আমাদেরকে হালাল উপার্জনের গুরুত্ব শেখায়। হারাম পথে উপার্জন করা এবং অপচয় করা থেকে নিজেদের বাঁচিয়ে রাখা উচিত। সবসময় হালাল পথে উপার্জন করা এবং সহজ ও সরল জীবনযাপন করা উচিত।

৮. জ্ঞান অর্জন ও দ্বীনের চর্চা: রমজান মাসে আমরা দ্বীনি জ্ঞান অর্জনের প্রতি আরও বেশি মনোযোগী হই। কুরআন, হাদিস ও অন্যান্য ইসলামিক সাহিত্য অধ্যয়ন করা এবং দ্বীনের সঠিক জ্ঞান অর্জনের চেষ্টা করা উচিত। অর্জিত জ্ঞান অনুযায়ী আমল করা এবং অন্যদের কাছে তা পৌঁছে দেওয়াও জরুরি।

৯. সৎ সঙ্গ ও দ্বীনি পরিবেশ: সৎ সঙ্গ মানুষের জীবনে ইতিবাচক প্রভাব ফেলে। রমজানের পরেও ধার্মিক ও আল্লাহভীরু মানুষদের সঙ্গে সম্পর্ক বজায় রাখা উচিত। এমন পরিবেশে থাকার চেষ্টা করা উচিত যেখানে দ্বীনি আলোচনা হয় এবং আল্লাহর স্মরণ করা হয়।

১০. আল্লাহর কাছে সাহায্য চাওয়া: যেকোনো ভালো কাজ করার জন্য আল্লাহর সাহায্য অপরিহার্য। রমজানের পরেও আল্লাহর কাছে নিয়মিত দোয়া করা উচিত যেন তিনি আমাদেরকে তাঁর পথে অবিচল রাখেন এবং রমজানের পবিত্রতা ও আত্মশুদ্ধি সারা বছর ধরে রাখার তাওফিক দান করেন।

রমজান মাস আমাদের জন্য একটি সুযোগ, যার মাধ্যমে আমরা নিজেদের জীবনকে নতুন করে ঢেলে সাজাতে পারি। এই মাসের শিক্ষা ও অনুশীলনকে যদি আমরা সারা বছর ধরে নিজেদের জীবনে বাস্তবায়িত করতে পারি, তবে নিঃসন্দেহে আমরা ইহকাল ও পরকালে সফলতা লাভ করতে পারব এবং একটি সুন্দর ও শান্তিময় জীবন যাপন করতে সক্ষম হব, ইন শা আল্লাহ।

"> ">
শেরপুরে মাদকবিরোধী আলোচনা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত শাকিবের ‘বরবাদের’ প্রশংসায় পঞ্চমুখ বুবলী বছর জুড়ে রমজানের পবিত্রতা ও আত্মশুদ্ধি ধরে রাখার উপায় নিয়োগ দিচ্ছে আল ফাতাহ পাবলিকেশন্স, কর্মস্থল ঢাকায় লি‌বিয়ায় অপহৃত ২৩ বাংলাদেশি উদ্ধার বাড়ি যেতে চাইলাম— ছেলে বলল সম্ভব হবে না মা, ওখানেই থাকো কর্মসংস্থান অধিদপ্তর হবে ১১০০ জনবলের, লাগবে আরও কয়েক মাস প্রধান উপদেষ্টার চীন সফর, বাংলাদেশ যা পাবে চট্টগ্রামের লোহাগাড়ার একই এলাকায় ফের দুর্ঘটনা, নিহত ৮ বীরগঞ্জে প্রকাশিত সংবাদের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন বীরগঞ্জে মরিচা ইউনিয়ন শ্রমিকদলের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ, দোয়া ও ইফতার মাহফিল বীরগঞ্জে যানজট নিরসনসহ যাত্রীদের নিরাপত্তায় কাজ করছে সেনাবাহিনী বীরগঞ্জে আইবিডব্লিউএফ এর আলোচনা সভা ও ইফতার মাহফিল বীরগঞ্জে হাজারো নারী-পুরুষের ঢল বারুণী স্নানে বীরগঞ্জে গ্যাস ট্যাবলেট খেয়ে মা-মেয়ের মৃত্যু বীরগঞ্জে শেষ মুহুর্তে কেনাকাটার ভিড় বাড়ছে ফুটপাতে কাহারোলে সড়ক দূর্ঘটনায় ট্রাফিক পুলিশের টিএসআই নিহত কাহারোলে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন ঈদকে সামনে রেখে বেড়েছে মানুষের চলাচল, তীব্র যানজটে অতিষ্ঠ বীরগঞ্জবাসী চীনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা বীরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে সাংবাদিকতার দর্শন ও লেখক হিসেবে ভূমিকা বীরগঞ্জে পলাশবাড়ী ইউনিয়ন শ্রমিকদলের দোয়া ও ইফতার মাহফিল কাহারোলে ইউপি চেয়ারম্যানকে গ্রেফতার ও অপসারণের দাবিেতে রাস্তা অবরোধ বীরগঞ্জে তিন বছরের শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে ভ্যানচালক গ্রেফতার শেরপুরে তৃতীয় শ্রেণীতে পড়ুয়া এক শিশুকে ধর্ষনের চেষ্টা বীরগঞ্জে ভিজিএফের চাল নিতে গিয়ে বৃদ্ধের মৃত্যু বীরগঞ্জে অবৈধ ডাম্প ট্রাক বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন শেরপুরে তারেক রহমানের পক্ষে গুম,খুন ও জুলাই আহতদের উপহার প্রদান শেরপুরে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা