বীরগঞ্জে রেজিষ্ট্রেশন বিহীন ড্রাম ট্রাক আটক করেছে উপজেলা প্রশাসন

নদী খননের বালু অপসারনের জন্য ইজারাদারগণ বেশ কিছুদিন থেকে দিবারাত্রি ড্রাম্পট্রাক ব্যবহার করে আসছে। ফলে এলাকার গ্রামীন রাস্তাঘাট, পুল কালর্ভাটের ব্যপক ক্ষতি সাধিত হয়েছে। জনমানুষ চরম দূর্ভোগ পোহাচ্ছে। সরকারী সম্পদের এ ধরনের অবর্ননীয় ক্ষতি রক্ষাকল্পে মাঠে নামে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফজলে এলাহী’র নেতৃত্বে এবং সহকারী কমিশনার ভুমি রাজকুমার বিশ্বাস সমন্বয় সপ্তাহব্যাপী চলছে অভিযান।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করে গত( ২৮ অক্টোবর’২০২৩) শনিবার রাতে নিজপাড়া ইউনিয়নের নখাপাড়া ঘাটে চালকসহ একটি ডাম্পট্রাক আটক করা হয়। চালক দেবীগঞ্জ পঞ্চগড়ের দুলাল হোসেনকে ১০ দিনের কারাদণ্ড এবং গত ২৯ অক্টোবর’২০২৩ রাতে পাল্টাপুর ইউনিয়নের ভোগডোমা ঘাট থেকে আসা ২টি ডাম্প ট্রাক পথিমধ্যে আটক করে চালক ফরহাদ ইসলাম ও ইসরাফিল হক লিটন দু’জনের প্রতিজনকে ২৫ হাজার টাকা হিসেবে জরিমানা করে ছেড়ে দেয়া হয়েছে। এ রিপোর্ট লিখা পর্যন্ত আটক বালু বোঝাই ট্রাকগুলো থানা ক্যাম্পাসে রয়েছে।
চলতি শুকনো মৌসুমে ড্রাম ট্রাকের পাশাপাশি কৃষি কাজে ব্যবহারের জন্য ট্রাকটর, ট্রলি গুলিতে অভিযান চালানো উচিৎ বলে এলাকা বাসী ও ভুক্তভোগীরা জানিয়েছেন।
এ ব্যপারে উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট মোঃ ফজলে এলাহীর সাথে কথা হলে তিনি সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযান অব্যাহত থাকবে। পাউবো দিনাজপুরের উপ-বিভাগীয় প্রকৌশলী সিদ্দিকুজ্জামানের সাথে কথা হলে তিনি বলেন ইজারা গ্রহীতাদের এখনো কার্যাদেশ প্রদান করা হয়েছে কিনা জানা নাই। তবে কোন ইজারাদার যেন ডাম্পট্রাক ব্যবহার না করেন, এ জন্য সতর্ক করে চিঠি দেয়া আছে এবং পাউবো-এর আহবানেই প্রশাসন আইনগত ব্যবস্থা গ্রহন করে থাকেন।
আপনার মতামত লিখুন