বীরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযথ মর্যাদায় নানা আয়োজনে পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল বঙ্গন্ধুর প্রতিকৃতিতে পুষ্প স্তবক অর্পণ, স্বাধীনতার র্যালি, কুচকাওয়াজ, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শন ও পুরস্কার বিতরণ।
মঙ্গলবার সকাল নয়টার দিকে বীরগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন এবং বর্ণিল বেলুন ও শান্তির শ্বেত কপোত উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফজলে এলাহী ও বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মুজিবুর রহমান। এর পর বীর মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছায় অভিষিক্ত করা হয়।
উপজেলার জনস্বাস্থ্য প্রকৌশলী মো. হুমায়ুন কবিরের সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফজলে এলাহীর সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. জাকারিয়া জাকা, সাবেক কমান্ডার ও বীরমুক্তিযোদ্ধা কালিপদ রায়, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরিয়াস সাঈদ সরকার, উপজেলা কৃষকলীগের সভাপতি শিবলী সাদিক, জেলা পরিষদের সদস্য রোকনুজ্জামান বিপ্লব।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজকুমার বিশ্বাস, বীরগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা হিমেল চন্দ্র রায়, বীরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা বৃন্দ, আনসার ভিডিপি কর্মকর্তা বৃন্দ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, সরকারি কর্মকর্তা বৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি বৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক বৃন্দ এবং সর্বস্তরের জনগণ।
আলোচনা সভা শেষে উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তত্ত্বাবধানে বীরগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও বীরগঞ্জ সরকারি বালিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নজরকাড়া ডিসপ্লে ও বীরগঞ্জ সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের একঝাঁক খুদে শিক্ষার্থীদের বঙ্গবন্ধুর সাজ ও ভাষন সবাইকে মুগ্ধ করে। অনুষ্ঠানের শেষ পর্যায়ে অংশগ্রহণকারী দলগুলোকে ক্রেস্ট প্রদান করা হয়।
উত্তরের কণ্ঠ/পিআর
আপনার মতামত লিখুন