বীরগঞ্জে দুর্নীতি বিরোধী রচনা ও বিতর্ক প্রতিযোগিতা

দিনাজপুরের বীরগঞ্জে দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে দুর্নীতি বিরোধী রচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ মে) সকালে বীরগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে ‘রুখবো দুর্নীতি গড়বো দেশ, হবে সোনার বাংলাদেশ’ এই স্লোগানে এবং অভাব নয়, সীমাহীন লোভই দুর্নীতির কারণ বিষয়ে বির্তক ও মূল্যবোধ ও দেশপ্রেমের অভাবেই দুর্নীতির বিস্তার ঘটে বিষয়ে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
রচনা ও বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক আবু সামা মিঞা। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান এর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ও বিচারক হিসেবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক শিপু সাহা, উপজেলার আইসিটি বিভাগের সহকারি প্রোগ্রামার আফসানা হক, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার আবুল কালাম আজাদ, উপজেলা প্রতিরোধ কমিটির সহ-সভাপতি সাংবাদিক মাহাবুর রহমান আংগুর।
এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (চলতি দায়িত্ব) বিদ্যুৎ কবিরাজ, বীরগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাকসুদা পারভীন।
উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের ২২ জন শিক্ষার্থী রচনা ও দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। বির্তক প্রতিযোগিতার চুড়ান্ত পর্বে ঝাড়বাড়ি দ্বিমুখী উচ্চ বিদ্যালয় ও বীরগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দল অংশগ্রহন করবেন। রচনা প্রতিযোগীতার চূড়ান্ত পর্বে বীরগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী প্রযুক্তা দাস, বীরগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী মো. তাওছিক হাসান ওয়াহিদ, আমতলী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী মোছা. লামিয়া লাবণ্য অংশগ্রহন করবেন।
এছাড়াও রচনা ও বির্তক প্রতিযোগীতা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রতিরোধ কমিটির সহ-সভাপতি মো. মোসলেম উদ্দীন, সদস্য মো. জাহাঙ্গীর আলম, তাপসী রানী দেবী, মো. এমদাদুল হক সহ শিক্ষকবৃন্দ।
আপনার মতামত লিখুন