খুঁজুন
শুক্রবার, ৪ঠা এপ্রিল, ২০২৫, ২১শে চৈত্র, ১৪৩১

বাংলাদেশকে বাস্তবতা দেখাল ‘জোড়াতালি’র দল

অনলাইন ডেস্ক প্রকাশিত: বুধবার, ২২ মে, ২০২৪, ১০:১৬ পূর্বাহ্ণ
বাংলাদেশকে বাস্তবতা দেখাল ‘জোড়াতালি’র দল
  • ব্যাটিংয়ে সেই মুরগি খুঁজি তিতি তিতির গল্প
  • মুস্তাফিজের রূপবদল
  • বাংলাদেশের সামর্থ্যের রিয়েলিটি চেক
প্রবল ঝড়-বৃষ্টির মুখে বাংলাদেশকে স্বাগত জানিয়েছিল স্বাগতিক যুক্তরাষ্ট্র। শঙ্কা ছিল সিরিজ আয়োজন নিয়েও। তবে সেই শঙ্কা উড়িয়ে নির্ধারিত দিনেই মাঠে গড়ায় প্রথম টি-টোয়েন্টি। প্রাকৃতিক ঝড় থামলেও লিটন-শান্তদের বিবর্ণ পারফরম্যান্সে লজ্জার হারে সমালোচনার ঝড় উঠেছে।

বাংলাদেশের টেস্ট পূর্ব যুগে আইসিসি ট্রফিতে দুই দলের সাক্ষাৎ হলেও আন্তর্জাতিক ক্রিকেটে গতকালই প্রথমবার মুখোমুখি হয় তারা। প্রথম দেখাতেই ঐতিহাসিক জয়ই তুলে নিয়েছে স্বাগতিকরা। টি-টোয়েন্টির র‌্যাঙ্কিংয়ে ১০ ধাপ এগিয়ে থাকা বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়েছে আইসিসির সহযোগী সদস্য এই দেশটি।

যুক্তরাষ্ট্রে ক্রিকেটের চর্চার শুরুটা বহু আগে থেকে হলেও কখনোই ক্রিকেট খেলুড়ে দেশ হিসেবে প্রতিষ্ঠিত হতে পারেনি। অভিবাসীদের হাত ধরে মার্কিন মুল্লুকে ক্রিকেটের যে নবযাত্রা, তারও খুব একটা প্রসার ঘটেনি। ক্রিকেটকে বিশ্বায়নের অংশ হিসেবে এবার ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে সহ-আয়োজক হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে আমেরিকা।

যে কারণে বিশ্বকাপের আগে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে তিন ম্যাচের সিরিজ খেলছে বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচে ব্যাটিং ভরাডুবিতে ৫ উইকেটে হারের পর বিশ্বকাপের আগমুহূর্তে টাইগার ক্রিকেটারদের সামর্থ্য নিয়ে পুরোনো প্রশ্নটা আরও জোরালো হচ্ছে।

সেই ‘মুরগি খুঁজি তিতি তিতি’র গল্প

ব্যাটসম্যানরা ১৬০-১৭০ রান করবেন আর বোলাররা সে পুঁজি দিয়ে ম্যাচ জেতাবেন—বাংলাদেশ দলের টি-টোয়েন্টি জয়ের ফর্মুলা অনেকটা এমনই। তবে যুক্তরাষ্ট্রের মতো প্রতিপক্ষের বিপক্ষেই এমন ফর্মুলা বড় ধাক্কা খেয়েছে। টপঅর্ডারের লিটন-শান্ত-সৌম্যদের ব্যর্থতার পর হৃদয়ের ফিফটিতে টেনেটুনে ১৫৩ রানের পুঁজি গড়েছিল বাংলাদেশ। যা ডিফেন্ড করতে পারেননি মুস্তাফিজ-সাকিবরা। ৩ বল বাকি থাকতেই টার্গেট পেরিয়ে যায় স্বাগতিকরা।

আর কবে রানে ফিরবেন লিটন দাসরা?

যুক্তরাষ্ট্রের সঙ্গে সিরিজ ও বিশ্বকাপ খেলতে দেশ ছাড়ার আগে ঘরের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলেছে বাংলাদেশ। যেখানে ৪-১ ব্যবধানে সিরিজ জিতলেও ঘুরে ফিরে অস্বস্তি ছিল টাইগারদের ব্যাটিংয়ে। টপ-অর্ডারের ব্যর্থতায় কোনো ম্যাচেই বড় স্কোর গড়তে পারেনি লিটন-শান্তরা। যুক্তরাষ্ট্রের বিপক্ষেও একই চিত্র। গতকাল (মঙ্গলবার) হিউস্টনের প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে টস হেরে ব্যাটিংয়ে নেমে পাওয়ার প্লেতেই দুই ওপেনার লিটন দাস (১৪) ও সৌম্য সরকারকে (২০) হারায় বাংলাদেশ। দলের স্কোর পঞ্চাশ ছুঁতেই ড্রেসিং রুমে ফেরেন নাজমুল হোসেন শান্তও। প্রথম ১০ ওভারে রান ওঠে কেবল ৬৫।

হৃদয়ের ৪৭ বলে ৫৮ আর মাহমুদউল্লাহর ২২ বলে ৩১ রানের মান বাঁচানো ইনিংসে দেড়শো পেরোয় বাংলাদেশ। পুঁজিটা মোটেও ডিফেন্ড করার মতো ছিল না সেটি হাড়ে হাড়ে বুঝিয়েছেন স্বাগতিক ব্যাটাররা। ২৮ বলে ৬২ রানের অবিচ্ছিন্ন জুটিতে যুক্তরাষ্ট্রকে স্মরণীয় জয় এনে দেন হারমিত ও কোরি অ্যান্ডারসন। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে টপ অর্ডারদের ব্যাটিং ব্যর্থতা।

মুস্তাফিজের রূপবদল

শেষ ৪ ওভারে যুক্তরাষ্ট্রের জয়ের জন্য প্রয়োজন ছিল তখনো ৫৫ রান। বাংলাদেশের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছিল না। তবে তিন ওভারেই ৪৬ রান দিয়ে ম্যাচ ছিটকে দেন মুস্তাফিজ ও শরিফুল। শেষ ওভারে ৯ রান ডিফেন্ড করতে সাকিবের কোটা বাকি থাকলেও শান্ত বল তুলে দিয়েছিলেন পার্টটাইমার মাহমুদউল্লাহ রিয়াদকে। তিন বলেই ম্যাচ শেষ হয়ে যায়। বাংলাদেশের বোলিং বিভাগে ঘুরে ফিরে আসছেন মুস্তাফিজ। দুটি উইকেট পেলেও ৪ ওভারে ফিজ একাই খরচ করেছেন ৪১ রান। যা বাংলাদেশের হয়ে সবচেয়ে খারাপ ইকোনমিক্যাল বোলিং।

সাম্প্রতিক সময়ে আইপিএলে সুনাম কুড়ানো এই পেসার রান খরচেও কার্পণ্য করছেন না। মুস্তাফিজ যে বুদ্ধিদীপ্ত বোলিং করতে পারেননি সেটি ম্যাচশেষে ইঙ্গিত দিয়ে রাখলেন যুক্তরাষ্ট্রের অবিস্মরণীয় জয়ের অন্যতম নায়ক হারমিত সিং। ফিজের বোলিং নিয়ে এই অলরাউন্ডার বলছিলেন, ‘আমরা ভেবেছিলাম মুস্তাফিজ বাতাসের বিপরীতে বোলিং করবেন। কিন্তু যখন ওকে দেখেছি বাতাসের দিক থেকে বোলিং করতে, তখন ভেবেছি, অন্য প্রান্ত থেকে কোনো ওভারে ২০ রান নেওয়ার সুযোগ আছে আমাদের। হতে পারে তারা আমাদের গুরুত্ব দেয়নি, অথবা কী হতে পারে, এটা আমি জানি না। তবে মুস্তাফিজের ৪ ওভার শেষ করে দেওয়ায় আমরা শেষ ওভারে ২০ রানও নিতে পারব—এমন বিশ্বাস ছিল আমাদের।’

অবশ্য টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে পাশে পাচ্ছেন মুস্তাফিজ। তিনি বলেছেন, ‘টি-টোয়েন্টিতে এমনটা হতেই পারে। আমরা আমাদের প্ল্যান কাজে লাগাতে পারিনি। আমরা সবাই জানি মুস্তাফিজ কতটা ভালো। আমরা মুস্তাফিজের বোলিং নিয়ে চিন্তিত নই। আমাদের পরের ম্যাচে দল হিসেবে খেলতে হবে।’ বোলিংয়ের সময় মাঠে বাতাসের প্রভাবকেও দুষছেন শান্ত, ‘হ্যাঁ (বাতাস) অনেক গুরুত্বপূর্ণ। এখানে আমরা যখন আসি তখনই দেখেছি বেশ বাতাস রয়েছে, যা ম্যাচে প্রভাব ফেলবে। আমরা সবাই তা দেখেছি। আমরা সবাই এটা জেনেই চেষ্টা করেছি প্ল্যান কাজে লাগানোর। স্পিনাররা ভালো বোলিং করেছে। আমাদের পেসাররা শেষ দুই-তিন ওভারে পরিকল্পনা মতো বোলিং করতে পারেনি।’

অধিনায়কের স্বীকারোক্তি

অধিনায়কত্ব পেলেই যেন কি জানি হয়! সাকিব আল হাসানের জায়গায় তিন ফরম্যাটের ক্রিকেটে নাজমুল হোসেন শান্তর ওপর আস্থা রেখেছিল বিসিবি। তবে অধিনায়কত্বের গুরুদায়িত্ব পাবার পর থেকেই নিজের স্বাভাবিক ছন্দে নেই শান্ত। এ ছাড়া বাজে ফর্ম নিয়েও বিশ্বকাপ স্কোয়াডে সুযোগ পাওয়া লিটন দাস যুক্তরাষ্ট্রের বিপক্ষে জীবন পেয়েও কাজে লাগাতে ব্যর্থ হলেন। এমন লজ্জার হারের জন্য ঘুরেফিরে নিজেদের ব্যাটিংকেই দুষছেন টাইগার অধিনায়ক। একইসঙ্গে ব্যাটসম্যানদের ব্যর্থতার জন্য তিনি ভালো উইকেটে খেলতে না পারার দায়ও দেখছেন।

আর ২০ রান বেশি হলে ম্যাচটা অন্যরকম হতে পারতো বলেও মনে করেন শান্ত। বলেন, ‘আমার মনে হয় আমরা ভালো ব্যাট করিনি। মাঝের ওভারে বেশ কিছু উইকেট হারিয়েছি আমরা। যদিও দারুণ শুরু পেয়েছিলাম, তবে শেষটা ভালোভাবে করতে পারিনি। মাঝে উইকেট হারিয়ে না ফেললে আরও ২০ রান বেশি করতে পারতাম। তাহলে অন্যরকম হতে পারত ম্যাচটা।’

একইভাবে ভালো উইকেটে খেলতে না পারায় টপ অর্ডারদের পারফরম্যান্সে এমন দশা বলে মনে করছেন শান্ত, ‘আমি এটাকে ভুলের পুনরাবৃত্তি মনে করি না। আমার মনে হয় আমরা ভালো উইকেটে খেলছি না। জিম্বাবুয়ে সিরিজেও ভালো উইকেটে খেলিনি। তবে এটা মানসিক ব্যাপার। আশা করি ব্যাটসম্যানরা ঘুরে দাঁড়াতে পারবে। (প্রবাসী বাংলাদেশিরা) হতাশ হয়ে ফিরে গেছেন, তার কারণ আমরা ভালো খেলিনি। সামনের ম্যাচে চেষ্টা করব যেন একটা ভালো খেলতে পারি।’

সামর্থ্যের রিয়েলিটি চেক

টি-টোয়েন্টিতে বিশ্বকাপে কখনোই ভালো করতে পারেনি বাংলাদেশ। এবারও টাইগারদের নিয়ে খুব একটা প্রত্যাশা দেখছেন না সমর্থকরা। দেশ ছাড়ার আগে বেশি আশা করতে নিষেধ করে গেছেন অধিনায়ক ও নির্বাচকরাও। তবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে এভাবে হেরে যাবে এটা অনেকের কাছেই অবিশ্বাস্য ছিল। বাংলাদেশের হারের পরপরই সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় উঠেছে। এর মধ্য দিয়ে বিশ্বকাপের মূল মঞ্চে বাংলাদেশ কি করবে তারও একটা আভাস পাওয়া গেল।

শেরপুরে মিনি জাফলং নামে পরিচিত বাঙ্গালী নদীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মোঃ নজরুল ইসলাম জাকি
প্রকাশিত: শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫, ১০:৫৬ পূর্বাহ্ণ
শেরপুরে মিনি জাফলং নামে পরিচিত বাঙ্গালী নদীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বগুড়ার শেরপুরের মিনি  জাফলং নামে পরিচিত বাঙ্গালী নদীতে ডুবে শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (০৪ এপ্রিল) সকাল ৬:০০ ঘটিকার সময় সুত্রাপুর বেলগাছি নদীতে মিনি জাফলং নামে পরিচিত নদীতে সাদাত (১০) নামের একজন শিশুর মৃত্যু হয়েছে। শিশুটির গ্রামের বাড়ি শেরপুরের ঝাঝড় বিলচাপড়ী গ্রামে। শিশুটি নানার বাড়িতে বেড়াতে এসে নদীতে গোসল করতে গেলে পা পিছলে নদীর গহীনে গেলে স্থানীয়রা উদ্ধার শেষে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

শিশুটির পরিচয় : শিশুটি ঝাঝড় বিলচাপড়ী গ্রামের মোঃ ইকবাল হোসেন এর ছেলে । শিশুটির পিতা শেরপুর পল্লী উন্নয়ন একাডেমীর শিক্ষক এবং শিশুটির মা রিতা খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। সুত্রাপুর মোঃ মোকলেছার রহমান তার নানা।

এমন হৃদয় বিদারক ঘটনা যাতে না ঘটে সেজন্য সংশ্লিষ্ট কতৃপক্ষকে সতর্ক থাকার জন্য দাবী জানিয়েছে স্থানীয়রা।

শেরপুরে মাদকবিরোধী আলোচনা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

মোঃ নজরুল ইসলাম জাকি
প্রকাশিত: বুধবার, ২ এপ্রিল, ২০২৫, ১২:২৯ অপরাহ্ণ
শেরপুরে মাদকবিরোধী আলোচনা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

বগুড়ার শেরপুরে ভবানীপুর ইউনিয়নের বড়াইদহ গ্রামে এক মাদকবিরোধী আলোচনা সভা ও জমকালো সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (০১ এপ্রিল) রাত ৮ ঘটিকার সময় উপজেলার বড়াইদহ গ্রামে একতা বন্ধন সমবায় সমিতির উদ্যোগে এক মাদকবিরোধী আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভবানীপুর ইউনিয়ন বিএনিপির সভাপতি মির্জা আব্দুল বারী এবং প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি এস এম আব্দুর রশিদ মুকুল। উপজেলা যুবদলের যুগ্ন-আহবায়ক মোঃ গোলাম মোস্তফা আলমগীরের সঞ্চালনায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন ভবানীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জি এম মোস্তফা। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন শেরপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ হামিদুল হক বেলাল, সাবেক চেয়ারম্যান আফতাব হোসেন তালুকদার, প্রভাষক আব্দুল মালেক, ইয়াকুব আলী রাঙ্গা, নজরুল ইসলাম জাকি।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ভবানীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নাজির উদ্দিন, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি বেল্লাল হোসেন, ইদ্রিস আলী, আমির হোসেন, আব্দুস সোবাহান, আবু হানিফ শেখ, গোলাম ফারুক অভি. বদিউজ্জামান বকুল, মোকলেছার রহমান, ভবানীপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক আবু তাহের,আব্দুল হামিদ, রুবেল মির্জা, সাগর আহম্মেদ, সুমন, মনির, ছাত্রদলের মারুফ খান, ইমন, মামুন, শ্রমিক দলের আলমগীর সহ প্রমূখ নেতৃবৃন্দ।

আলোচনা শেষে দেশের সুনামধন্য শিল্পীদের সমন্বয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।

শাকিবের ‘বরবাদের’ প্রশংসায় পঞ্চমুখ বুবলী

বিনোদন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ২ এপ্রিল, ২০২৫, ১২:১৬ অপরাহ্ণ
শাকিবের ‘বরবাদের’ প্রশংসায় পঞ্চমুখ বুবলী

ঢাকাই সিনেমার চিত্রনায়িকা শবনম বুবলী। এবার ঈদকে কেন্দ্র করে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তার অভিনীত সিনেমা ‘জংলি’। সিনেমা প্রসঙ্গে গণমাধ্যমে কথা বলার সময় মেগাস্টার শাকিব খানের বরবাদের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন বুবলী। 

বুবলী বলেন, ‘বরবার; একটি ঝড়ের নাম যেটি আসলে অনেক জোরে শুরু হয়ে গেছে। সবাই কিন্তু এই ঝড়ের পূর্বাভাস অনেক আগেই পেয়েছিল। সো সেখান থেকে বরবাদ কিন্তু বরবাদের গতিতেই যাচ্ছে একদম মারমার কাটকাট অবস্থা।

শাকিব খানের প্রশংসায় পঞ্চমুখ হয়ে তিনি বলেন, সেখান থেকে আমি বলবো যে আমাদের মেগাস্টার আমাদের মহারাজা আমাদের সবার ভালোবাসার নায়ক শাকিব খানের সিনেমা বরবাদ যেখানে চলছে এটা আমাদের ইন্ড্রাস্টির জন্য গর্ব করার বিষয়। আমি চাই এভাবে বরবাদ চলুক পাশাপাশি অন্য সিনেমাগুলোও চলুক।

‘উনার সম্পের্কে যতই বলবো কম হবে। শাকিব খান আমাদের ইন্ড্রাস্টির জন্য এমন বড় একটি নাম যতই বলবো ততই কম হবে। উনি বরাবরই উনার সিনেমা দিয়ে প্রমাণ দিয়েছেনে যে উনি কতটা ভালোবাসার মানুষ। বাংলার মানুষের কাছে যে উনি কতটা প্রিয় যেভাবে সবগুলো শো ভালো যাচ্ছে আজকে প্রথম দিনে যেভাবে রেসপন্স আমাদের জন্য অনেক গর্বের।’

জংলি সিনেমা নিয়ে অভিনেত্রীর ভাষ্য, ‘জংলি তো আমরা দেখব আমাদের যে পারিবারিক সেন্টিমেন্ট যেভাবে দর্শক আসলে ইমোশনালি এটা গ্রহণ করেছে সো সবগুলো সিনেমার জন্য অনেক ভালোবেসা সবাই জংলি দেখুন আর বরবাদ তো যেভাবে সবগুলো স্ক্রিন আমরা মানে হাউসফুল দেখছি।’

তার কথায়, ‘আমরা জংলি টিম হিসেবে অনেক অনেক শুভকামনা জানায় বরবাদ টিমের জন্য। এছাড়া সবগুলো সিনেমা যেগুলো এসেছে প্রত্যেকটা সিনেমা সবাই দেখুক।’

"> ">
শেরপুরে মিনি জাফলং নামে পরিচিত বাঙ্গালী নদীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু শেরপুরে মাদকবিরোধী আলোচনা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত শাকিবের ‘বরবাদের’ প্রশংসায় পঞ্চমুখ বুবলী বছর জুড়ে রমজানের পবিত্রতা ও আত্মশুদ্ধি ধরে রাখার উপায় নিয়োগ দিচ্ছে আল ফাতাহ পাবলিকেশন্স, কর্মস্থল ঢাকায় লি‌বিয়ায় অপহৃত ২৩ বাংলাদেশি উদ্ধার বাড়ি যেতে চাইলাম— ছেলে বলল সম্ভব হবে না মা, ওখানেই থাকো কর্মসংস্থান অধিদপ্তর হবে ১১০০ জনবলের, লাগবে আরও কয়েক মাস প্রধান উপদেষ্টার চীন সফর, বাংলাদেশ যা পাবে চট্টগ্রামের লোহাগাড়ার একই এলাকায় ফের দুর্ঘটনা, নিহত ৮ বীরগঞ্জে প্রকাশিত সংবাদের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন বীরগঞ্জে মরিচা ইউনিয়ন শ্রমিকদলের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ, দোয়া ও ইফতার মাহফিল বীরগঞ্জে যানজট নিরসনসহ যাত্রীদের নিরাপত্তায় কাজ করছে সেনাবাহিনী বীরগঞ্জে আইবিডব্লিউএফ এর আলোচনা সভা ও ইফতার মাহফিল বীরগঞ্জে হাজারো নারী-পুরুষের ঢল বারুণী স্নানে বীরগঞ্জে গ্যাস ট্যাবলেট খেয়ে মা-মেয়ের মৃত্যু বীরগঞ্জে শেষ মুহুর্তে কেনাকাটার ভিড় বাড়ছে ফুটপাতে কাহারোলে সড়ক দূর্ঘটনায় ট্রাফিক পুলিশের টিএসআই নিহত কাহারোলে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন ঈদকে সামনে রেখে বেড়েছে মানুষের চলাচল, তীব্র যানজটে অতিষ্ঠ বীরগঞ্জবাসী চীনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা বীরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে সাংবাদিকতার দর্শন ও লেখক হিসেবে ভূমিকা বীরগঞ্জে পলাশবাড়ী ইউনিয়ন শ্রমিকদলের দোয়া ও ইফতার মাহফিল কাহারোলে ইউপি চেয়ারম্যানকে গ্রেফতার ও অপসারণের দাবিেতে রাস্তা অবরোধ বীরগঞ্জে তিন বছরের শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে ভ্যানচালক গ্রেফতার শেরপুরে তৃতীয় শ্রেণীতে পড়ুয়া এক শিশুকে ধর্ষনের চেষ্টা বীরগঞ্জে ভিজিএফের চাল নিতে গিয়ে বৃদ্ধের মৃত্যু বীরগঞ্জে অবৈধ ডাম্প ট্রাক বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন শেরপুরে তারেক রহমানের পক্ষে গুম,খুন ও জুলাই আহতদের উপহার প্রদান