বগুড়ার শেরপুরে ভবানীপুর ইউনিয়নের বড়াইদহ গ্রামে এক মাদকবিরোধী আলোচনা সভা ও জমকালো সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (০১ এপ্রিল) রাত ৮ ঘটিকার সময় উপজেলার বড়াইদহ গ্রামে একতা বন্ধন সমবায় সমিতির উদ্যোগে এক মাদকবিরোধী আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভবানীপুর ইউনিয়ন বিএনিপির সভাপতি মির্জা আব্দুল বারী এবং প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি এস এম আব্দুর রশিদ মুকুল। উপজেলা যুবদলের যুগ্ন-আহবায়ক মোঃ গোলাম মোস্তফা আলমগীরের সঞ্চালনায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন ভবানীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জি এম মোস্তফা। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন শেরপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ হামিদুল হক বেলাল, সাবেক চেয়ারম্যান আফতাব হোসেন তালুকদার, প্রভাষক আব্দুল মালেক, ইয়াকুব আলী রাঙ্গা, নজরুল ইসলাম জাকি।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ভবানীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নাজির উদ্দিন, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি বেল্লাল হোসেন, ইদ্রিস আলী, আমির হোসেন, আব্দুস সোবাহান, আবু হানিফ শেখ, গোলাম ফারুক অভি. বদিউজ্জামান বকুল, মোকলেছার রহমান, ভবানীপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক আবু তাহের,আব্দুল হামিদ, রুবেল মির্জা, সাগর আহম্মেদ, সুমন, মনির, ছাত্রদলের মারুফ খান, ইমন, মামুন, শ্রমিক দলের আলমগীর সহ প্রমূখ নেতৃবৃন্দ।
আলোচনা শেষে দেশের সুনামধন্য শিল্পীদের সমন্বয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।
আপনার মতামত লিখুন