খুঁজুন
শুক্রবার, ২৩শে মে, ২০২৫, ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩২

দিনাজপুর জেলায় ১২৮২ মন্ডপে দুর্গাপূজার আয়োজন, চলছে মন্ডপে মন্ডপে প্রতিমা তৈরির কাজ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪, ১০:৪৪ পূর্বাহ্ণ
দিনাজপুর জেলায় ১২৮২ মন্ডপে দুর্গাপূজার আয়োজন, চলছে মন্ডপে মন্ডপে প্রতিমা তৈরির কাজ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব। শুভ মহালয়ার মধ্যদিয়ে হিন্দু সম্প্রদায়ের এই শারদীয় দুর্গাপূজা দিনাজপুর জেলার ১৩টি উপজেলায় এবার ১ হাজার ২৮২টি মণ্ডপে অনুষ্ঠিত হবে। বর্তমানে মণ্ডপে মণ্ডপে চলছে প্রতিমা তৈরির কাজ ও উৎসব উদযাপনের প্রস্তুতি।

শান্তিপূর্ণ, ত্রুটিমুক্ত ও উৎসবমুখর পরিবেশে সনাতন ধর্মের বড় এই উৎসব সফলভাবে অনুষ্ঠানের লক্ষ্যে নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকবে বলে জানিয়েছে উদযাপন কমিটি ও প্রশাসন।

দিনাজপুর জেলা পুলিশ ও পূজা উদযাপন পরিষদ সূত্রে জানা গেছে, জেলার ১৩ উপজেলার ১২৮২টি মণ্ডপের মধ্যে সদর উপজেলায় ১৬৭টি, চিরিরবন্দরে ১৫৭টি, খানসামায় ১৩৪টি, বীরগঞ্জে ১৬৩টি, বোচাগঞ্জে ৬৬টি, কাহারোলে ১১২টি, বিরলে ৯৭টি, পার্বতীপুরে ১৫৪টি, ফুলবাড়ীতে ৬১টি, বিরামপুরে ৪০টি, নবাবগঞ্জে ৭০টি, হাকিমপুরে ২২টি ও ঘোড়াঘাট উপজেলায় ৩৯টি মণ্ডপে প্রতিমা তৈরির কাজ চলছে।

শারদীয় দুর্গা পূজা উপলক্ষে দিনাজপুরে মণ্ডপে মণ্ডপে প্রতিমা তৈরির কাজে ব্যস্ত মৃৎশিল্পীরা। চলছে প্রতিমা তৈরির ধুম। তৈরি হচ্ছে গেট, মণ্ডপ আর পরিস্কার- পরিচ্ছন্নতার কাজ। বাঁশ, খড় ও কাঁদামাটি দিয়ে প্রতিমার অবকাঠামো তৈরিসহ প্রলেপ দেওয়ার প্রাথমিক কাজ শেষ করেছেন অনেক আগেই। অনেক মণ্ডপে প্রতিমার গায়ে রং তুলির আঁচড় দিতেও দেখা গেছে।

দিনাজপুর জেলা সার্বজনীন দুর্গা পূজা সমন্বয় কমিটির সভাপতি পরিমল চক্রবর্তী তপন জানান, জেলায় এবার ১ হাজার ২৮২টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। প্রত্যেকটি পূজামণ্ডপে কমিটি গঠন করে দেওয়া হয়েছে। উভয় প্রশাসনের পক্ষ থেকে পূজা উৎসব শান্তিপূর্ণ ও ত্রুটিমুক্ত পরিবেশে অনুষ্ঠিত করার লক্ষ্যে কমিটিগুলোর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখবেন বলে নিশ্চিত করেছেন।

দিনাজপুর পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা গেছে, জেলায় এবার ১২৮২টি মন্ডপে শারদীয় দুর্গাপূজা উদযাপনের কার্যক্রম শুরু হয়ে গেছে। দুর্গাপূজা উৎসবে নিরাপত্তার স্বার্থে মন্ডপগুলোকে তিন স্তরে ভাগ করা হয়েছে। ১২৮২টির মধ্যে ৩৬৮টি পূজামণ্ডপকে অধিক গুরুত্বপূর্ণ মণ্ডপ হিসেবে চিহিৃত করা হয়েছে। এছাড়া ৩৬৯টি মণ্ডপ গুরুত্বপূর্ণ ও ৫৪৫টি মণ্ডপ সাধারণ হিসেবে তালিকাভূক্ত করা হয়েছে।

সূত্রটি জানায়, সনাতন ধর্মীয় হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গা পূজা সফলভাবে অনুষ্ঠিত করার লক্ষ্যে নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকবে। অধিক গুরুত্বপূর্ণ মণ্ডপগুলোতে অস্ত্রধারী পুলিশ ও আনসার সদস্য এবং লাঠিধারী পুরুষ মহিলা সদস্য মোতায়েন থাকবে। এছাড়া মন্দির কমিটির দায়িত্বে স্বেচ্ছাসেবকগণ আইন শৃঙ্খলাবাহিনীর সঙ্গে সহযোগি হিসেবে মণ্ডপগুলোতে নিরাপত্তার দায়িত্ব পালন করবেন। গুরুত্বপূর্ণ মণ্ডপগুলোতে একইভাবে পুলিশ ও আনসার সদস্যগণ এবং মণ্ডপ কমিটির স্বেচ্ছাসেবকগণ অধিক গুরুত্বের সঙ্গে দায়িত্ব পালন করবেন। সাধারণ পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা ব্যবস্থায় পুলিশ ও আনসার সদস্যদের সমন্বয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকবে।

এছাড়া পূজা চলাকালীন নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে পুলিশ, আনসার টহল ব্যবস্থা নিয়োজিত থাকবেন। কোথাও কোন মন্ডপে দুস্কৃতিকারী আটক হলে তাৎক্ষণিকভাবে তার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতে দণ্ডিত করা হবে বলে সূত্রটি নিশ্চিত করেন।

দিনাজপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জানে আলম জানান, পূজা চলাকালীন সময়ে মনিটরিং কক্ষ স্থাপনা ২৪ ঘণ্টা খোলা থাকবে জেলা প্রশাসকের কার্যালয়। মনিটরিং কক্ষের সঙ্গে জেলার সব পূজামণ্ডপের মোবাইল ফোনে সংযোগ থাকবে। যে কোন ধরণের ঘটনার উদ্ভব হলে তাৎক্ষণিক মনিটরিং কক্ষে অবহিত করলে প্রশাসনের ঝটিকা টিম ঘটনাস্থলে গিয়ে ব্যবস্থা গ্রহণ করবেন।

গেল মঙ্গলবার দিনাজপুর পুলিশ সুপার কনফারেন্স রুমে আসন্ন শারদীয় দুর্গোৎসব প্রস্তুতিমূলক সভায় নবাগত পুলিশ সুপার নাজমুল হাসান পিপিএম সেবা বলেন, সম্প্রীতির বড় বন্ধন এই বাংলাদেশে অতীতকাল থেকে সু সংগঠিত। এই উৎসবটি আমরা সুষ্ঠ ও সুন্দরভাবে পালন করতে পারি তার জন্য এই আয়োজন। আমাদের সবাইকে আইনশৃঙ্খলার সহযোগিতা পাশাপাশি আন্তরিকতার পরিচয় বহন করতে হবে। প্রতিটি মণ্ডপে সিসি ক্যামেরা আওতাভুক্ত ও পর্যাপ্ত আলোর ব্যবস্থা থাকতে হবে। দল মত নির্বিশেষে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে নিরাপত্তামূলক কমিটি গঠন করতে হবে। নতুন প্রেক্ষাপটে বাংলাদেশে সজাগ থাকতে হবে কেউ যেন সুযোগ নিতে না পারে। সাম্প্রদায়িক সম্প্রীতি আমরা সার্বজনীনভাবে দেখতে চাই। আমরা কোন সংখ্যালঘু হিসেবে নই, বাংলাদেশী হিসেবে ও দিনাজপুরবাসি হিসেবে উৎসবমুখর পরিবেশে শারদীয় উৎসবকে সাফল্যমণ্ডিত করতে পারি তার জন্য কোন আন্তরিকতার ঘাটতি না থাকে।দের একজন মর্জিনা বেওয়া।

বীরগঞ্জে ভুয়া ফেসবুক আইডি থেকে মিথ্যা তথ্য ছড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ২৩ মে, ২০২৫, ১২:০৬ অপরাহ্ণ
বীরগঞ্জে ভুয়া ফেসবুক আইডি থেকে মিথ্যা তথ্য ছড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন

দিনাজপুরের বীরগঞ্জে বিভিন্ন ভুয়া ফেসবুক আইডির মাধ্যমে মিথ্যা তথ্য ও গুজব ছড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) সন্ধ্যা সাড়ে ৬ টায় উপজেলা রোডস্থ বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বীরগঞ্জ উপজেলার ভোগনগর ইউনিয়নের বিএনপির কর্মী মো. নুর ইসলাম সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে বলেন, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্মী। দীর্ঘ ১৯৯৪ সাল থেকে ৮নং ভোগনগর ইউনিয়ন কর্মী হিসেবে দায়িত্ব পালন করছি। কিন্তু সত্যেরপথে লড়াই সহ বিভিন্ন ভুয়া ফেসবুক পেইজ/আইডি থেকে আমার নামে মিথ্যা তথ্য ছড়িয়ে আমার মান-সম্মানহানি ঘটাচ্ছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার নজরে আসে বাংলাদেশ লেবার শ্রমিক লীগ/ফেডারেশন এর পেডে কবিরাজহাট এলাকার দোকানপাট, গোডাউন ও বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে এবং যানবাহনে মালামাল লোড-আনলোডের কার্যে কর্মরত সদস্য শ্রমিকদের দেখাশুনা করার জন্য কবিরাজহাট উপ-কার্যালয়ের উপ-কমিটির সভাপতি পদে আমাকে দেখানো হয়েছে। যেখানে আমার স্বাক্ষর সহ কারো অনুমোদিত স্বাক্ষর নেই। স্ব-জ্ঞানে ও সুস্থ্য মস্তিকে আমি বলছি, কোনদিন এই কমিটির সাথে সম্পৃক্ত ছিলাম না।

তিনি আরও বলেন, আমি দীর্ঘ ১৫ বছর যাবৎ মানুষের বিপদে সর্বদাই পাশে দাড়িয়েছি, যা বর্তমানেও চলমান রয়েছে। শুধু আমি নই বরং আমার দলের ভাবমূর্তী ক্ষুন্ন করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। যা আমার মনে হয় এটি একটি কু-চক্রিমহলের কাজ। এ বিষয়ে বীরগঞ্জ থানায় আইনানুকভাবে ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

ভারত এই পরাজয় কখনোই ভুলতে পারবে না : শেহবাজ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ২৩ মে, ২০২৫, ১১:৫২ পূর্বাহ্ণ
ভারত এই পরাজয় কখনোই ভুলতে পারবে না : শেহবাজ

পাকিস্তান ও ভারতের মধ্যে সাম্প্রতিক সংঘাতে ভারত যে পরাজয় বরণ করেছে তা দেশটি কখনোই ভুলতে পারবে না। এমনই মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।

তিনি বলেছেন, এই যুদ্ধ প্রমাণ করেছে প্রচলিত যুদ্ধ সক্ষমতায় পাকিস্তান পিছিয়ে নেই। এছাড়া একদিন কাশ্মির পাকিস্তানেরই অংশ হবে বলেও মন্তব্য করেছেন শেহবাজ।

শুক্রবার (২৩ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল।

সংবাদমাধ্যমটি বলছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি বৃহস্পতিবার ইসলামাবাদের প্রেসিডেন্ট ভবনে এক বিশেষ অনুষ্ঠানে সেনাপ্রধান আসিম মুনিরকে ফিল্ড মার্শাল পদে পদোন্নতি দেন। এই পদ দেশের সেনাবাহিনীর সর্বোচ্চ সামরিক মর্যাদা।

অনুষ্ঠানে প্রেসিডেন্ট জারদারি বলেন, তারা আজ সম্মান জানাতে একত্র হয়েছেন দেশটির সশস্ত্র বাহিনী ও সেইসব বীর সেনাদের, যারা ভারতের উসকানিমূলক আগ্রাসনের বিরুদ্ধে দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত রক্ষা করেছেন। তিনি বলেন, “পুরো জাতি আপনাদের নিয়ে গর্বিত।”

পাকিস্তানের প্রেসিডেন্ট আরও বলেন, “আমি প্রেসিডেন্ট হিসেবে জেনারেল আসিম মুনিরকে ফিল্ড মার্শাল পদে উন্নীত করছি এবং সেনাবাহিনীর সর্বোচ্চ কমান্ডার হিসেবে তার হাতে ব্যাটন তুলে দিচ্ছি।”

অন্যদিকে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এই পদোন্নতি উপলক্ষ্যে বলেন, “আজ পাকিস্তানের জন্য এক গর্বময় ও ঐতিহাসিক মুহূর্ত”। তিনি সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির, জয়েন্ট চিফস অব স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল সাহির শামশাদ মির্জা, বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল জাহির আহমেদ বাবর সিদ্দিক এবং নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নাভিদ আশরাফকে শ্রদ্ধা জানান।

প্রধানমন্ত্রী শেহবাজ বলেন, “আপনারা আমাদের সাহসী সশস্ত্র বাহিনীকে নেতৃত্ব দিয়েছেন এমন এক বিজয়ের দিকে, যেখানে এক অহংকারী ও আত্মতুষ্ট শত্রু তাদেরই গড়ে তোলা জালে আটকা পড়েছে।”

তার ভাষায়, “আমাদের সেনাবাহিনী শুধু সীমান্ত রক্ষা করেনি, বরং শত্রুর ভেতরেই হামলা চালিয়েছে এবং খুব অল্প সময়েই আগ্রাসনকারীকে পরাজিত করে শিক্ষা দিয়েছে।”

অন্যদিকে বৃহস্পতিবার আজাদ কাশ্মিরের রাজধানী মুজাফফরাবাদে সাম্প্রতিক পাকিস্তান-ভারত যুদ্ধে শহীদদের পরিবারকে ক্ষতিপূরণের চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেহবাজ বলেন, “এই যুদ্ধ ভারতের জন্য এমন এক পরাজয়, যা তারা কখনোই ভুলবে না।”

তিনি বলেন, কেউ কেউ মনে করতেন পাকিস্তান প্রচলিত যুদ্ধক্ষমতায় পিছিয়ে, কিন্তু এই যুদ্ধ তা ভুল প্রমাণ করেছে।

শেহবাজ আরও বলেন, “আমাদের ঐক্য, সাহস ও ঈমানই আমাদের অর্থনৈতিক উন্নয়ন ও চূড়ান্ত বিজয়ের দিকে এগিয়ে নিয়ে যাবে… ইনশাআল্লাহ, এমন এক দিন আসবে যখন কাশ্মির হবে পাকিস্তানেরই অংশ।”

লন্ডনে সালমান এফ রহমানের ছেলে শায়ানের সম্পত্তি জব্দ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ২৩ মে, ২০২৫, ১১:৫১ পূর্বাহ্ণ
লন্ডনে সালমান এফ রহমানের ছেলে শায়ানের সম্পত্তি জব্দ

ক্ষমতাচ্যুত স্বৈরাচার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা ও বেক্সিমকোর প্রতিষ্ঠাতা সালমান এফ রহমানের ছেলে আহমেদ শায়ান ফজলুর রহমানের মালিকানাধীন লন্ডনের দুটি সম্পত্তি জব্দ করার আদেশ পেয়েছে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ)।

অর্থাৎ এখন এগুলো বিক্রি বা স্থানান্তর করা যাবে না। প্রভাবশালী সংবাদমাধ্যম ফিনান্সিয়াল টাইমসের (এফটি) এক অনুসন্ধানী প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। এসব সম্পদ অফশোর কোম্পানির মাধ্যমে কেনা হয়েছিল।

শেখ হাসিনার শাসনামলে দুর্নীতি ও তহবিল আত্মসাতের অভিযোগের পর এই পদক্ষেপ নেওয়া হলো।

প্রতিবেদন অনুযায়ী, জব্দ হওয়া দুটি সম্পদের মালিক আহমেদ শায়ান ফজলুর রহমান, যিনি বেক্সিমকোর প্রতিষ্ঠাতা সালমান এফ রহমানের ছেলে। আর সালমান এফ রহমান শেখ হাসিনার বিনিয়োগবিষয়ক উপদেষ্টা হিসেবে কাজ করতেন।

জব্দকৃত সম্পদের একটি হচ্ছে লন্ডনের অভিজাত এলাকা ১৭ গ্রসভেনর স্কয়ারে অবস্থিত একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট, যা ২০১০ সালে ৬.৫ মিলিয়ন পাউন্ডে কেনা হয়। অপরটি উত্তর লন্ডনের গ্রেশাম গার্ডেনসে অবস্থিত একটি বাড়ি, যা ২০১১ সালে ১.২ মিলিয়ন পাউন্ডে কেনা হয়।

যুক্তরাজ্যের ইলেক্টোরাল রোলের তথ্য অনুযায়ী, শেখ হাসিনার বোন শেখ রেহানা—যিনি যুক্তরাজ্যের সাবেক সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিকের মা—কখনও কখনও গ্রেশাম গার্ডেনসের ওই বাড়িতে থাকতেন। তবে এখনো তিনি সেখানে থাকেন কি না, তা নিশ্চিত নয়।

ব্রিটেনের ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ) এক বিবৃতিতে বলেছে: “আমরা নিশ্চিত করছি, লন্ডনের ১৭ গ্রসভেনর স্কয়ার এবং গ্রেশাম গার্ডেনসের দুটি সম্পদের ওপর ফ্রিজিং অর্ডার দেওয়া হয়েছে। এটি একটি চলমান তদন্তের অংশ।”

বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন (দুদক) চেয়ারম্যান মো. আবদুল মোমেনের উদ্ধৃতি দিয়ে ফিনান্সিয়াল টাইমস জানিয়েছে, সালমান এফ রহমান ও তার ছেলে আহমেদ রহমান দুজনেই দুর্নীতির তদন্তে সন্দেহভাজন।

আহমেদ রহমানের মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন: “আমাদের মক্কেল দৃঢ়ভাবে অস্বীকার করছেন যে তিনি কোনও বেআইনি কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। যুক্তরাজ্যে যদি কোনও তদন্ত হয়, তিনি তাতে পূর্ণ সহযোগিতা করবেন।”

এতে আরও বলা হয়েছে, “বাংলাদেশে বর্তমানে রাজনৈতিক অস্থিরতা চলছে এবং শত শত ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ তোলা হচ্ছে। আমরা আশা করি যুক্তরাজ্যের কর্তৃপক্ষ এ বিষয়টি বিবেচনায় নেবে।”

এছাড়া শেখ রেহানা ও সালমান এফ রহমান — এই প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত — কারো সঙ্গেই যোগাযোগ করা সম্ভব হয়নি বলেও প্রতিবেদনে জানিয়েছে ফিনান্সিয়াল টাইমস।

"> ">
বীরগঞ্জে ভুয়া ফেসবুক আইডি থেকে মিথ্যা তথ্য ছড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন ভারত এই পরাজয় কখনোই ভুলতে পারবে না : শেহবাজ লন্ডনে সালমান এফ রহমানের ছেলে শায়ানের সম্পত্তি জব্দ এখনই রাজনীতিতে আসছেন না ডা. জোবাইদা রহমান ডাক্তার হওয়ার স্বপ্ন দেখেই বাঁচতে চায় মুরসালিম এবার প্রকৃতির তাণ্ডব কাশ্মিরে, তাপমাত্রার রেকর্ড ভাঙল ৫৭ বছরের গরুর মাংসে আগুন-মাছেও অস্বস্তি, মুরগিতে ঝুঁকছেন ক্রেতারা কানের উদ্দেশে রওনা দিলেন আলিয়া বাজারে সবজির দামে কিছুটা স্বস্তি ‘পদত্যাগের’ কথা ভাবছেন ড. ইউনূস, না করার অনুরোধ নাহিদের জুলাই ঐক্য বিনষ্টের ষড়যন্ত্রের প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ উপদেষ্টা মাহফুজের পর হাসনাতেরও ঐক্যের ডাক প্রধান উপদেষ্টাকে সর্বদলীয় বৈঠক ডাকার আহ্বান জামায়াত আমিরের ব্রাইডাল লুকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস না আছে মরার ভয় না আছে হারাবার কিছু : আসিফ মাহমুদ গ্রেপ্তারের ক্ষমতা পেলেন ট্টাইব্যুনালের তদন্তকারী কর্মকর্তা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন নাহিদ ইসলাম সেনানিবাসে আশ্রয় নেওয়াদের পরিচয় প্রকাশ করল আইএসপিআর বীরগঞ্জে বীজ ডিলার ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত চলমান আন্দোলনের বিষয়ে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের প্রেস বিজ্ঞপ্তি নাগরিক ছাত্র ঐক্য সিরাজগঞ্জ জেলা শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা বীরগঞ্জে ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৪ জনের মর্মান্তিক মৃত্যু শেরপুরের বিমলের বাড়িতে মাদকের আখরা, যেন দেখার কেউ নেই! ভবানীপুর ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে ফুটবল টুর্ণামেন্ট হবিগঞ্জের থানা পুলিশ অঞ্জাত কিশোরীর লাশ উদ্ধারের পরিচয় সনাক্তে ফেইসবুকে পোস্ট বীরগঞ্জে এনসিপি নেতা হাসনাতের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল নানা কর্মসূচীর মধ্যদিয়ে বীরগঞ্জে আন্তর্জাতিক মহান মে দিবস পালিত বীরগঞ্জে মহান শ্রমিক দিবস পালিত ছোনকায় মহান মে দিবস উপলক্ষে বর্নাঢ্য র‌্যালী শেষে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন কাহারোলে স্কাউটস দিবস উপলক্ষে র‍্যালি,পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান ও আলোচনা সভা অনুষ্ঠিত