শিল্পী দিঘি সরকারের না জানা অনেক কথা

কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জের সাঁতাকুল গ্রামের আব্দুল হক মিয়ার তৃতীয় লিঙ্গের মেয়ে দিঘি সরকার এর সাথে কক্সবাজার সমুদ্র সৈকতে আমার সাথে সাক্ষাৎ।
শুক্রবার ( ১১ অক্টোবর) রাত্রি ৯:০০ ঘটিকার দিকে আমরা সমুদ্র সৈকতে ঘুরতে থাকি। এক সময় পা ব্যথা হয়ে ক্লান্ত হলে সৈকতের পাশে হেলানো চেয়ার খুঁজতে থাকি। ডলফিন পয়েন্ট থেকে লাবনী পয়েন্ট পর্যন্ত খুঁজে একটি ফাঁকা চেয়ার খুঁজে পেলাম না। অবশেষে সুগন্ধা পয়েন্টে যখন ব্যর্থ হলাম তখন চেয়ার থেকে একটি মেয়ে বললেন ভাই আপনারা অনেকক্ষণ যাবৎ খুঁজছেন আপনারা ইচ্ছা করলে আমার চেয়ারে বসতে পারেন। দুইটি চেয়ার একত্রে সিট নিয়েছেন তিনি। পরে আবু সাইদ ভাই, মামুন মাস্টার, বাচ্চু ও আমি বসলাম এবং অনেক ক্লান্তি দুর হলো।
তখন মেয়েটি বললেন, ভাই আমি কিন্তু তৃতীয় লিঙ্গের মানুষ।আমি ফিরে তাকাতেই হতভম্ব হলাম, একি করে সম্ভব ? চেহারায় ছেলের কোন ছাপ নেই স্পস্ট একটি মেয়ে মানুষ। পরে আমি জানতে চাইলাম আপনার পরিচয় দিবেন কি? তিনি পরিচয় দিলেন সংবাদের উপরে লেখা আছে। বয়সের কথা জানতে চাইলে তিনি বলেন ২৪ প্লাস। তিনি প্রথমে ৬ বছর বয়সে বুঝতে পারেন তিনি তৃতীয় লিঙ্গের মানুষ। তখন পরিবার, প্রতিবেশী, সমাজ সবাই তাকে তাচ্ছিল্য করতেন। তিনি অনেক কষ্টে জীবন পার করতেন। তৃতীয় লিঙ্গের মানুষ হওয়াতে লেখা পড়া করার সুযোগ পাননি। প্রায় ৭ বছর পূর্বে শিল্পী মা রুমা সরকারের সাথে তার পরিচয়। তখন থেকেই তিনি ইন্ডিয়াতে অবস্থান করেন এবং বর্তমানে প্রতিষ্ঠিত শিল্পী। তিনি এখন অনেক টাকা কামান এখন পরিবার ও সমাজ সবাই ভালোবাসেন। তার গুরুমা মিতালী তিনি কলকাতায় থাকেন, তিনিই মা ও তিনিই বাবা। তার ফেসবুক আইডির নাম Dighi Sharkar .
দেশের জন্য আপনি কি করতে চান, আমি বাংলাদেশের সন্তান আমাকে যদি সরকারী ভাবে সহযোগীতা করা হয় তবে দেশের অবহেলিত মানুষদের চিকিৎসা সেবা দিতে চাই।
আপনার মতামত লিখুন