যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী ও কর্মী সম্মেলন উপলক্ষে আলোচনা সভা

বগুড়ার শেরপুরের ভবানীপুর ইউনিয়ন যুবদলের উদ্যোগে আসছে ২৭ অক্টোবর যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী ও ২৯ অক্টোবর শেরপুর উপজেলার কর্মী সম্মেলন সফল করার জন্য একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ( ২৫ অক্টোবর) রাত্রী ৮ ঘটিকায় উপজেলার ঘোগাবটতলা ভবানীপুর ইউনিয়ন যুবদলের দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভার সভাপতিত্ব করেন ভবানীপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ আবু তাহের। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা যুবদলের আহবায়ক আশরাফুদ্দৌলা মামুন।
প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন, শেরপুর পৌর যুবদলের আহবায়ক শাহাবুল করিম। এছাড়া বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মোঃ জাকারিয়া মাসুদ ও মোঃ গোলাম মোস্তফা আলমগীর।
প্রধান বক্তা আশরাফুদ্দৌলা বলেন, আসছে ২৭ অক্টোবর বাংলাদেশ যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী ও ২৯ অক্টোবর শেরপুর উপজেলা বিএনপির কর্মী সম্মেলনে ভবানীপুর ইউনিয়ন যুবদলের নেতৃত্বে সর্ব কালের বেশি লোক সমাগম করতে হবে।
এছাড়া বগুড়া জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারন সম্পাদক মোঃ বদিউজ্জামান বকুল, মোঃ বেল্লাল হোসেন, ভবানীপুর ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক আব্দুল হামিদ, যুগ্ন আহবায়ক ইব্রাহিম হোসেন, মোহাম্মাদ আলী জিন্নাহ, মোঃ সাগর হোসেন, রুবেল মির্জা, মোঃ মনির হোসেন, ভবানীপুর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মোঃ আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক মোঃ সানোয়ার হোসেন, সিনিয়র সহ-সভাপতি গোলাম আযম, ভবানীপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহবায়ক কৌশিক জামান ইমন, সদস্য সচিব মারুফ হোসেন সহ শেরপুর উপজেলা ও পৌর যুবদলের নেতৃবৃন্দ ও ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন