বীরগঞ্জে কলা বাগানে শিশুর মরদেহ উদ্ধার

দিনাজপুরের বীরগঞ্জে আলহাজ্ব আইন উদ্দিনের একটি কলা বাগান থেকে মোস্তফা ইব্রাহিম আব্রার (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবী এটি হত্যাকান্ড।
৯ জানুয়ারী বৃহস্পতিবার দুপুরে উপজেলার নিজপাড়া ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের কল্যাণী মাঝাপাড়া হুমাইনের বাড়ি সংলগ্ন কলা বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। শিশু মোস্তফা ইব্রাহিম আব্রার ওই এলাকার হাসান আলীর ছেলে। সংবাদ পেয়ে বীরগঞ্জ থানার পুলিশ ও স্থানিয় ইউনিয়ন চেয়ারম্যান আনিসুর রহমান আনিস ঘটনাস্থল পরিদর্শন করেন।
মৃত শিশুর চাচাতো ভাই মাজেদুর রহমান জানান বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে খেলতে বের হন শিশু মোস্তফা ইব্রাহিম আব্রার পরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ওই শিশু বাড়িতে না ফিরলে মা রাবেয়া বেগম পরিবারের সদস্যসহ প্রতিবেশিরা তাকে খুঁজতে বের হন। খুঁজতে খুঁজতে তাকে কোথাও না পাওয়ার পর এক প্রর্যায়ে বাড়ির পাশে কলা বাগানে তার মরদেহ পাওয়া যায়। মোস্তফা ইব্রাহিম আব্রার কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হলে কর্মরত চিকিৎসক মৃতের বিষয়ে নিশ্চিত করেন । এ ঘটনা সন্দেহ ভাজন ব্যাক্তিদের জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।
বীরগঞ্জ থানা অফিসার ইনর্চাজ আব্দুল গফুর জানান, মরদেহ উদ্ধার কের ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি। শিশুর গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পরবর্তীতে জানা যাবে এটি হত্যাকান্ড কিনা। তবে শিশু মোস্তফা ইব্রাহিম আব্রার পরিবারের পক্ষ থেকে এখনো মামলা করা হয়নি। আমাদের তদন্ত চলমান রয়েছে।
আপনার মতামত লিখুন