পীরগঞ্জে মাদক ব্যবসায়ী সহ ৫ গ্রেপ্তার ,

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মাদক সহ মনতাজ আলী নামে এক মাদক ব্যবসায়ী ও ৪ জন গ্রেফতারি পরোয়ানার আসামীকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠিয়েছে থানা পুলিশ।
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মাদক সহ মনতাজ আলী নামে এক মাদক ব্যবসায়ী ও ৪ জন গ্রেফতারি পরোয়ানার আসামীকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠিয়েছে থানা পুলিশ।
দশের কৃষিখাতে উন্নয়ন ও আধুনিক প্রযুক্তির বীজ ছড়িয়ে দিতে আলমগীর সীড কর্তৃক আয়োজিত বীজ ডিলার ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২২মে বৃহস্পতিবার দুপুরে বীরগঞ্জ উপজেলার নিজপাড়া ইউনিয়নের হাবলুহাট লুৎফর রহমানের মিল চাতালে আলমগীর সিট কোম্পানি লিমিটেড এর আয়োজনে ডিলার ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বীজ ডিলার, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক রাশেদুন্নবী বাবু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমগীর সিট কোম্পানির লিমিটেড এর চেয়ারম্যান আলমগীর রারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমগীর সিট কোম্পানি লিমিটেড এর ম্যানেজার বাবুল হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ মোকারম হোসেন চৌধুরী পলাশ, আলহাজ্ব মোঃ লুৎফর রহমান, আবুল কালাম আজাদ, রেজাউল করিম, আবু তাহের, জাকিরুল ইসলাম, রস্তম আলী আলমগীর সিট কোম্পানি লিমিটেড এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি ও শতাধিক কৃষক ও ডিলার।
প্রধান অতিথির বক্তব্যে আলমগীর সিট কোম্পানির লিমিটেড এর চেয়ারম্যান আলমগীর রারী বলেন
উন্নতমানের বীজের ব্যবহার নিশ্চিত করতে ডিলারদের প্রশিক্ষণ এবং কৃষকদের সচেতন করাই এই সমাবেশের মূল উদ্দেশ্য “উন্নত বীজ ব্যবহারে উৎপাদন বাড়ে, কৃষকের আয় বাড়ে এবং দেশ খাদ্যে স্বনির্ভর হয়।”
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে রাশেদুন্নবী বাবু বলেন সারা বাংলাদেশের মধ্যে বীরগঞ্জ কৃষি খাতের জন্য অন্যতম এইজমির উর্বরতা ও বীজ উৎপাদনের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
দেশের অন্যতম প্রগতিশীল ও অরাজনৈতিক ছাত্র সংগঠন নাগরিক ছাত্র ঐক্য সিরাজগঞ্জ জেলা শাখার নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে। আজ (১৮ মে) রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটি ঘোষণা করা হয়। এতে মো. রকিবুল ইসলাম (সোনাই) কে আহ্বায়ক এবং কাওছার আলী কে সদস্য সচিব হিসেবে দায়িত্ব প্রদান করা হয়।
নবগঠিত এই আহ্বায়ক কমিটিতে আরও কয়েকজন উদ্যমী ও সচেতন ছাত্র প্রতিনিধিকেও অন্তর্ভুক্ত করা হয়েছে, যাঁরা জেলা ও উপজেলা পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্য নিয়ে কাজ করবেন।
কমিটিতে যুগ্ম-সদস্যপদে জায়গায় করে নিয়েছেন, মো. আনিছুর রহমান। এছাড়াও সদস্য পদে রয়েছেন, মো. তানভীর ইসলাম স্বপ্নীল, মো. সাব্বির হোসেন, মো. সোহেল রানা, নাঈম শেখ, মো. রায়হান কবির, মো. আমিরুল ইসলাম, মো. মুরাদ সরকার, মো. আকাশ শেখ, মো. জাহিদুল ইসলাম, মো. আরিফুল ইসলাম আরিফ, শ্রী কানাই চন্দ্র, মো. জাহিদুল ইসলাম, মো. আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
নাগরিক ছাত্র ঐক্যের কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী এই কমিটি গঠনের প্রক্রিয়া সম্পন্ন হয়। কমিটি ঘোষণার সময় সংগঠনের নেতৃবৃন্দ বলেন, দেশের রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে তরুণদের এগিয়ে নিয়ে যেতে নাগরিক ছাত্র ঐক্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং সিরাজগঞ্জ জেলার নতুন নেতৃত্ব এ ধারাকে আরও বেগবান করবে।
কমিটি ঘোষণার পর কেন্দীয় কমিটির সদস্য ও নাগরিক ছাত্র ঐক্য সিরাজগঞ্জ জেলা শাখার নব-গঠিত কমিটির আহ্বায়ক প্রতিক্রিয়া জানাতে গিয়ে মো. রকিবুল ইসলাম (সোনাই) বলেন,
“আমি নাগরিক ছাত্র ঐক্যের মত একটি আদর্শিক ছাত্র সংগঠনের দায়িত্ব পেয়ে কৃতজ্ঞ। আমাদের লক্ষ্য হবে শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে ভূমিকা রাখা। আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব এবং সাধারণ ছাত্রদের পাশে থাকব সবসময়।”
নবনির্বাচিত সদস্য সচিব কাওছার আলী বলেন, “নাগরিক ছাত্র ঐক্য কখনোই সুবিধাবাদী রাজনীতিতে বিশ্বাস করে না। আমরা মাঠে-ঘাটে, কলেজ-বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে আন্দোলন করে যাব। এই দায়িত্ব আমাদের কাছে একটি চ্যালেঞ্জ, আর আমরা তা সাফল্যের সাথে পালন করব বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি।”
নবগঠিত এই কমিটি শীঘ্রই জেলার বিভিন্ন উপজেলা ও শিক্ষাপ্রতিষ্ঠানে সাংগঠনিক সফর শুরু করবে। এছাড়াও আগামী তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠন করা হবে বলে জানা গেছে। ছাত্র অধিকার, গণতান্ত্রিক মূল্যবোধ, মানবিক সমাজ গঠন ও শিক্ষার মানোন্নয়ন—এই চারটি মূল ভিত্তিকে সামনে রেখে তারা কাজ চালিয়ে যাবে।
নাগরিক ছাত্র ঐক্য একটি গণতান্ত্রিক, অরাজনৈতিক এবং প্রগতিশীল ছাত্র সংগঠন, যা দেশের বিভিন্ন অঞ্চলে ছাত্রদের অধিকার ও সচেতনতামূলক কার্যক্রমে ভূমিকা রেখে আসছে। সংগঠনটি একটি শক্তিশালী ছাত্র প্ল্যাটফর্ম গঠনের লক্ষ্যে কাজ করছে।
সিরাজগঞ্জ জেলা শাখার এই নতুন কমিটির মাধ্যমে সংগঠনটি স্থানীয় পর্যায়ে আরও সক্রিয় ও কার্যকর ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।
আপনার মতামত লিখুন