খুঁজুন
রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪, ২৪ ভাদ্র, ১৪৩১

ইরানকে কোন পথে নেবেন সংস্কারপন্থি পেজেশকিয়ান?

আন্তর্জাতিক ডেক্স প্রকাশিত: শনিবার, ৬ জুলাই, ২০২৪, ১১:০১ অপরাহ্ণ
ইরানকে কোন পথে নেবেন সংস্কারপন্থি পেজেশকিয়ান?

গত মে মাসে উড়োজাহাজ দুর্ঘটনায় নিহত ইব্রাহিম রাইসির স্থলাভিষিক্ত হিসেবে ইসলামি প্রজাতন্ত্রের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে সংস্কারপন্থি মাসুদ পেজেশকিয়ানকে বেছে নিয়েছেন ইরানিরা। ৬৯ বছর বয়সী পেজেশকিয়ান পেশায় হৃদরোগবিষয়ক শল্যবিদ। দেশটির অতিরক্ষণশীল সাঈদ জালিলির বিরুদ্ধে রানঅফ নির্বাচনে সর্বোচ্চসংখ্যক ভোট পেয়েছেন তিনি। শুক্রবারের নির্বাচনে পড়া মোট ৩ কোটি ৬০ লাখ ভোটের প্রায় এক কোটি ৬০ লাখই পেয়েছেন ইরানের সংস্কারপন্থি আইনপ্রণেতা পেজেশকিয়ান। যা ভোটের হারে প্রায় ৫৪ শতাংশ।

তিনি দেশটির প্রধান সংস্কারপন্থি জোট ও অনেক ইরানির সমর্থন পেয়েছেন। যারা আবারও ইরানের ক্ষমতায় কট্টরপন্থীদের নিয়ন্ত্রণের আশঙ্কা করেছিলেন। নির্বাচনী প্রচারণার সময় পেজেশকিয়ান ‌‌‘‘ইরানকে বিচ্ছিন্নতা থেকে মুক্ত’’ করে পশ্চিমা দেশগুলোর সাথে তেহরানের ‘‘গঠনমূলক সম্পর্ক’’ গড়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন।

মার্কিন যুক্তরাষ্ট্র ও অন্যান্য পরাশক্তির সাথে ২০১৫ সালের পারমাণবিক চুক্তি পুনরুজ্জীবিত করার প্রতিশ্রুতিও দিয়েছিলেন তিনি। ইরানের পারমাণবিক কার্যকলাপ সীমিত করতে দেশটির ওপর আরোপিত নিষেধাজ্ঞা কমিয়ে আনার প্রতিশ্রুতি ছিল সেই চুক্তিতে। কিন্তু ২০১৮ সালে ওয়াশিংটন এই চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার পর সেটি ভেস্তে যায়।

২০২২ সালে হিজাব পরার বিধান লঙ্ঘনের অভিযোগে ইরানের নৈতিকতা পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলেন মাহসা আমিনি নামের এক তরুণী। পরে পুলিশি জিম্মায় নির্যাতনে ওই তরুণীর মৃত্যুর পর ইরানজুড়ে হিজাববিরোধী আইন শিথিলের দাবিতে আন্দোলন শুরু হয়। এবারের নির্বাচনী প্রচারণায় নারীদের বাধ্যতামূলক হিজাব পরার বিধান কার্যকর করার জন্য পুলিশি টহলের ‘‘পুরোপুরি’’ বিরোধিতা করেছেন পেজেশকিয়ান। একই সঙ্গে ইরানে দীর্ঘদিন ধরে ইন্টারনেটের ওপর যে কড়াকড়ি আরোপ রয়েছে তা শিথিল করারও অঙ্গীকার করেছেন তিনি।

পেজেশকিয়ান তার সরকারে আরও বেশি নারী ও জাতিগত সংখ্যালঘু যেমন— কুর্দি এবং বেলুচদের অন্তর্ভুক্ত করার অঙ্গীকার করেছেন। তিনি মুদ্রাস্ফীতি কমানোর প্রতিশ্রুতিও দিয়েছেন; যা দেশটিতে বর্তমানে প্রায় ৪০ শতাংশে অবস্থান করছে। গত কয়েক বছরে মুদ্রাস্ফীতি দেশের মানুষের পিঠ দুমড়ে-মুচড়ে দিয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি।

অতিরক্ষণশীল সাঈদ জালিলির সাথে এক বিতর্কে পেজেশকিয়ান বলেছিলেন, ইরানের ২০০ বিলিয়ন ডলারের বিদেশি বিনিয়োগ প্রয়োজন। বিশ্বজুড়ে ইরানের সম্পর্কে সংশোধন আনার মাধ্যমেই এই বিনিয়োগ পাওয়া সম্ভব বলে মনে করেন তিনি।

অন্যান্য অনেক দেশের মতো ইরানের প্রেসিডেন্ট রাষ্ট্রের প্রধান নির্বাহী নন এবং চূড়ান্ত কর্তৃত্ব দেশটির সর্বোচ্চ নেতার হাতে। আর সর্বোচ্চ নেতার পদে প্রায় ৩৫ বছর ধরে আছেন আয়াতুল্লাহ আলী খামেনি। প্রেসিডেন্ট হিসেবে পেজেশকিয়ান দেশের দ্বিতীয় সর্বোচ্চ পদাধিকারী হবেন। দেশের অভ্যন্তরীণ ও পররাষ্ট্রনীতিতে তার প্রভাব থাকবে। অর্থনৈতিক বিভিন্ন বিষয়ে নীতি নির্ধারণ তার ক্ষমতার আওতায় থাকবে।

তবে দেশটির পুলিশের ওপর তার সীমিত নিয়ন্ত্রণ থাকলেও সেনাবাহিনী ও ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) ওপর তার কোনও কর্তৃত্ব থাকবে না। কারণ দেশটির পুলিশ, সেনাবাহিনী এবং আইআরজিসি সরাসরি সর্বোচ্চ নেতার কাছে জবাবদিহি করে। খামেনির নির্ধারিত রাষ্ট্রীয় নীতি বাস্তবায়নের দায়িত্ব পাবেন পেজেশকিয়ান।

দেশটির পুলিশের ওপর প্রেসিডেন্ট হিসেবে পেজেশকিয়ানের সীমিত নিয়ন্ত্রণ থাকলেও সেনাবাহিনী ও ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) ওপর কোনও কর্তৃত্ব থাকবে না।

পেজেশকিয়ানের বিজয় নিয়ে ইরানিদের মাঝে মিশ্র অনুভূতি দেখা গেছে। কেউ কেউ আনন্দ প্রকাশ করলেও অনেকে সংশয়ে আছেন। তেহরানের বাসিন্দা ৪০ বছর বয়সী স্থপতি আবুল ফজল বলেন, ‘‘জনগণের অর্থনৈতিক সমস্যা সমাধানের জন্য আমাদের সত্যিই একজন শিক্ষিত প্রেসিডেন্টের প্রয়োজন।’’ ৪০ বছর বয়সী নরসুন্দর রাশেদ বলেন, পেজেশকিয়ানের জয় কোনও বিষয় নয়। বরং দেশের ‘‘পরিস্থিতি আরও খারাপ হবে’’ বলে আশঙ্কা প্রকাশ করেছেন তেহরানের এই বাসিন্দা।

ইরানের রাজনৈতিক বিশ্লেষক ও সাংবাদিক মাজিয়ার খোসরাভি বলেন, নতুন প্রেসিডেন্ট ইরানের সমস্যাগুলো তাৎক্ষণিক সমাধানের প্রতিশ্রুতি দেননি। তিনি বলেন, জনগণ তাকে ভোট দিয়েছে, কারণ তারা বুঝতে পেরেছিল যে বিশ্বের সাথে যোগাযোগের ক্ষেত্রে পেজেশকিয়ানের আগ্রহ রয়েছে; যা বর্তমান সরকারের থেকে সম্পূর্ণ ভিন্ন দৃষ্টিভঙ্গি।

দেশটির রাজনৈতিক ভাষ্যকার মোসাদ্দেগ মোসাদেঘপুর বলেন, লোকজন অত্যন্ত সতর্কতার সাথে আশা করছেন যে, তিনি কিছু ভালো পরিবর্তন আনতে ও দেশের কিছু সমস্যার সমাধান করতে পারেন— বিশেষ করে অর্থনীতির। অন্যদিকে কিছু বিশ্লেষক বলছেন, পেজেশকিয়ান জটিল চ্যালেঞ্জের মুখোমুখি হবেন। কারণ এখনও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে রক্ষণশীলদের আধিপত্য রয়েছে।

এ রকম একটি প্রতিষ্ঠান হল সংসদ; যা গত মার্চ মাসে গঠন করা হয়েছিল। এই সংসদে রক্ষণশীল ও অতিরক্ষণশীলদের ব্যাপক আধিপত্য রয়েছে। সংসদের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ প্রথম দফার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তিনি রানঅফ পর্বে জালিলিকে সমর্থন জানিয়েছিলেন। এছাড়া প্রথম দফার ভোটের মাত্র একদিন আগে নির্বাচন থেকে বাদ পড়া অন্য দুই প্রার্থীও জালিলির প্রতি নিজেদের সমর্থন দিয়েছিলেন।

‘‘হিজাব কিংবা অন্য কোনও আদর্শিক বিষয় নিয়ে কাজের এখতিয়ার প্রেসিডেন্টের হাতে নেই,’’ বলেন মোসাদ্দেগ মোসাদেঘপুর। তিনি বলেন, এটা পুরোপুরি ধর্মীয় বিষয়।

আন্তর্জাতিক থিংক ট্যাংক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের আলী ওয়ায়েজ এএফপিকে বলেন, দেশের ভেতরে মানুষের সামাজিক ও সাংস্কৃতিক অধিকার এবং বিদেশে কূটনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা নিয়ে কঠিন লড়াইয়ের মুখোমুখি হবেন পেজেশকিয়ান। পারমাণবিক ইস্যুতে পেজেশকিয়ান কিছুটা সমস্যার সমাধান করতে পারেন। তবে এক্ষেত্রেও সর্বোচ্চ নেতার ইচ্ছাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

ওয়াশিংটন ও ইউরোপের সাথে ইরানের স্বাক্ষরিত ২০১৫ সালের পারমাণবিক চুক্তি পুনরুজ্জীবিত করার কূটনৈতিক প্রচেষ্টা বছরের পর বছর ধরে ব্যর্থ হয়েছে। মাজিয়ার খোসরাভি বলেছেন, ‘‘পররাষ্ট্রনীতিতে ইরানের দৃষ্টিভঙ্গি মৌলিকভাবে পরিবর্তন হবে বলে কারও প্রত্যাশা করা ঠিক হবে না।’’

তেহরানের মিত্র হামাসের সাথে ইসরায়েলের যুদ্ধ নিয়ে ব্যাপক আঞ্চলিক উত্তেজনার মাঝে ইরানের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ইসরায়েলের সাথে যুদ্ধে ইরানের আঞ্চলিক মিত্র সিরিয়া, লেবানন, ইরাক এবং ইয়েমেনের সশস্ত্রগোষ্ঠীগুলোও জড়িয়েছে। মোসাদ্দেগ মোসাদেঘপুর বলেছেন, পেজেশকিয়ান ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা হ্রাস কিংবা প্রতিরোধ গোষ্ঠীগুলোর প্রতি তেহরানের সমর্থন বন্ধ করবেন না।

খানসামায় বন্যার্তদের ত্রাণ দিতে গিয়ে আহত চবি শিক্ষার্থীর মৃত্যু

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪, ১:০২ অপরাহ্ণ
খানসামায় বন্যার্তদের ত্রাণ দিতে গিয়ে আহত চবি শিক্ষার্থীর মৃত্যু

জানা গেল ঈদে মিলাদুন্নবীর তারিখ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪, ১১:২১ পূর্বাহ্ণ
জানা গেল ঈদে মিলাদুন্নবীর তারিখ
আজ ১৪৪৬ হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল ৫ সেপ্টেম্বর থেকে পবিত্র রবিউল আউয়াল মাস গণনা করা হবে। সে হিসেবে আগামী ১৬ সেপ্টেম্বর সোমবার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হবে।
সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মু. আ. হামিদ জমাদ্দার এর সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

১৪৪৬ হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা সম্পর্কে সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান হতে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে দেখা যায় যে, আজ ২৯ সফর ১৪৪৬ হিজরি, ২০ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ, ৪ সেপ্টেম্বর ২০২৪ খ্রি. বুধবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া গেছে।
আগামীকাল ২১ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ, ৫ সেপ্টেম্বর ২০২৪ খ্রি. বৃহস্পতিবার থেকে ১৪৪৬ হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাস গণনা শুরু হবে। পরিপ্রেক্ষিতে, আগামী ১২ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি, ১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ সেপ্টেম্বর ২০২৪ খ্রি. সোমবার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হবে।
সভায় উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. মহা. বশিরুল আলম, সিনিয়র উপ-প্রধান তথ্য কর্মকর্তা মুন্সী জালাল উদ্দিন, মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সহকারী সচিব মু. মাহমুদ উল্লাহ মারুফ, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহাম্মদ শহিদুল ইসলাম, ঢাকা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মো. আমিনুর রহমান, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. আ. রহমান খানসহ আরও অনেকে।

আজ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘শহীদি মার্চ’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪, ১১:১৮ পূর্বাহ্ণ
আজ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘শহীদি মার্চ’
সরকারি চাকরিতে কোটা সংস্কার থেকে শুরু করে সরকার পতনের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লাগাতার কর্মসূচি চলাকালে বিভিন্ন সহিংসতায় নিহতদের স্মরণে এবং আওয়ামী লীগ সরকারের পতনের এক মাসপূর্তি উপলক্ষে আজ বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) ‘শহীদি মার্চ’ কর্মসূচি পালন করা হবে আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের পক্ষ থেকে।
বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক মিলনায়তনে (টিএসসি) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়।
ঘোষণা অনুযায়ী, বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে কেন্দ্রীয়ভাবে শুরু হবে এ কর্মসূচি।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম জানান, রাজু ভাস্কর্য থেকে শুরু করে নিউমার্কেট, মানিক মিয়া এভিনিউ, কারওয়ান বাজার ও শাহবাগ হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হবে তাদের ‘শহীদি মার্চ’।
এরপর আগামীকাল শুক্রবার (৬ সেপ্টেম্বর) থেকে সারা দেশে বিভাগীয় ও জেলা শহরে সফর কর্মসূচি শুরু করা হবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে।
সারজিস আলম বলেন, আমরা মনে করি, যারা বুলেটের সামনে বুক পেতে দিয়েছে তাদের স্মরণ করার সময় এটি। এজন্য আমরা আগামীকাল শেখ হাসিনা সরকারের পতনের এক মাস পূর্তি উপলক্ষ্যে সারা দেশে শহীদি মার্চ করব। আমরা চাই, আগামীকালও সারা দেশে ছাত্র-জনতার গণজোয়ার নামবে।
তিনি বলেন, রক্তের দাগ এখনো শুকায়নি। এখনো আমাদের ভাইয়েরা শরীরে ক্ষতচিহ্ন নিয়ে কাতরাচ্ছে। গণমাধ্যমের কাছে অনুরোধ, কীভাবে আমাদের ভাইদের হত্যা করা হয়েছে তার ডকুমেন্টেশন করতে হবে। অনেকে আমাদের বিজয় মিছিল করতে বলছে। কিন্তু যতদিন না নতুন বাংলাদেশ নির্মিত হচ্ছে, যতদিন না মানুষ তার অধিকার ফিরে পাচ্ছে, ততদিন বিজয় মিছিল করা সম্ভব নয়।
গতকালের সংবাদ সম্মেলনে আরেক সমন্বয়ক আবু বাকের মজুমদার বলেন, যারা হত্যার সঙ্গে জড়িত তাদের ছাড় দেওয়া হবে না। তাদের চিহ্নিত করতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে একটি টিম গঠন করা হচ্ছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দেশব্যাপী পুনর্গঠিত হবে। তাদের উদ্দেশ্য হবে চাঁদাবাজি ও দুর্নীতি প্রতিরোধ।
"> ">
খানসামায় বন্যার্তদের ত্রাণ দিতে গিয়ে আহত চবি শিক্ষার্থীর মৃত্যু জানা গেল ঈদে মিলাদুন্নবীর তারিখ আজ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘শহীদি মার্চ’ হুন্দাই সিএনজি-চালিত প্রাইভেটকার আনল ঐতিহাসিক সিরিজ জয়ে স্থানীয় কোচদের সঙ্গে যাদেরর কৃতিত্ব দিচ্ছেন তামিম অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহতদের ৫ অনুরোধ ২ হাজারের বেশি অস্ত্র ও ৩ লাখের বেশি গোলাবারুদ উদ্ধারে অভিযান শুরু গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ সচিবদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা শেরপুর উপজেলা বিএনপির উদ্যোগে তারেক জিয়ার ১৭তম কারামুক্তি দিবস পালিত বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ে যা বললেন তামিম আমিরাতের প্রেসিডেন্টের প্রতি ড. ইউনূসের কৃতজ্ঞতা জাতির কাছে ক্ষমা চাইলেন নেতানিয়াহু পাকিস্তানকে বাংলাওয়াশের পর যা বললেন শান্ত পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে সুখবর পেল বাংলাদেশ  বীরগঞ্জে জাল নোটসহ ডলার প্রতারক চক্রের তিন সদস্য গ্রেফতার বিডিআর হত্যাকাণ্ডের পুনর্তদন্ত শিগগির: স্বরাষ্ট্র উপদেষ্টা সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি কারাগারে গাইবান্ধায় গ্রেফতার সঞ্জয় পাল সাবেক সাংসদ হাজী সেলিম গ্রেফতার নজর কেড়েছিলেন মডেলিং দিয়ে, এখন অনেকের রোল মডেল  সিঙ্গাপুরে মির্জা ফখরুলকে ফুলেল শুভেচ্ছা নেতাকর্মীদের দেশে আরেক দফা বন্যার শঙ্কা সক্রিয় মৌসুমি বায়ু, সপ্তাহজুড়ে বৃষ্টির আভাস বীরগঞ্জে দিনব্যাপী চক্ষু চিকিৎসা ক্যাম্প বীরগঞ্জে ৪র্থ শ্রেণির মাদ্রাসা ছাত্রী’র মৃতদেহ উদ্ধার  শেরপুর উপজেলা বিএনপির উদ্যোগে ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত বীরগঞ্জে মাদকবিরোধী ও শান্তি-শৃঙ্খলা রক্ষায় সচেতনতামূল সমাবেশ ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে কাকুরার আব্দুল আলীম জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা, ঘরে আগুন দেওয়ার অভিযোগ