খুঁজুন
বৃহস্পতিবার, ১০ই এপ্রিল, ২০২৫, ২৭শে চৈত্র, ১৪৩১

নারায়ণগঞ্জের ওসমান পরিবারের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ

জ্যেষ্ঠ প্রতিবেদক প্রকাশিত: মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪, ১০:৪৩ অপরাহ্ণ
নারায়ণগঞ্জের ওসমান পরিবারের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ

নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) শামীম ওসমান, নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য এ কে এম সেলিম ওসমান ও তাদের স্ত্রী-সন্তানদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। একই সঙ্গে তাদের মালিকানাধীন ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের লেনদেন স্থগিত করা হয়েছে।

আজ (মঙ্গলবার) বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়ে অ্যাকাউন্ট জব্দ করতে বলেছে। বিএফআইইউয়ের সংশ্লিষ্ট এক ঊর্ধ্বতন কর্মকর্তা ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।

হিসাব জব্দ করাদের ব্যক্তিগত ও ব্যবসায়িক অ্যাকাউন্টের মাধ্যমে সব লেনদেন বন্ধ থাক‌বে। আগামী ৩০ দিন এসব হিসাবে কোনো ধরনের লেনদেন করা যাবে না। প্রয়োজনে লেনদেন স্থগিত করার এ সময় বাড়ানো হবে।

লেনদেন স্থগিত করার এ নির্দেশের ক্ষেত্রে মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালা সংশ্লিষ্ট ধারা প্রযোজ্য হবে বলে বিএফআইইউয়ের চিঠিতে বলা হয়েছে। চিঠিতে শামীম ওসমান, তার স্ত্রী সালমা ওসমান লিপি, ছেলে অয়ন ওসমান ও মেয়ে লাভিবা যোহা এবং এ কে এম সেলিম ওসমান ও তার স্ত্রী নাসরিন ওসমানের নাম, জাতীয় পরিচয়পত্রের তথ্য দেওয়া হয়েছে।

বিএফআইইউয়ের নির্দেশনায় আরও বলা হয়েছে, কোনো হিসাব স্থগিত করা হলে হিসাবসংশ্লিষ্ট তথ্য বা দলিল যেমন হিসাব খোলার ফরম, কেওয়াইসি ও লেনদেন বিবরণী ইত্যাদি চিঠি দেওয়ার তারিখ থেকে ৫ কার্যদিবসের মধ্যে তাদের কাছে পাঠানোর জন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে বলা হয়েছে।

ফ্যাক্টচেক

বাংলাদেশ ‘৪৭তম ক্ষমতাধর দেশ’ দাবি নিয়ে যা জানা গেল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫, ১০:০৩ অপরাহ্ণ
বাংলাদেশ ‘৪৭তম ক্ষমতাধর দেশ’ দাবি নিয়ে যা জানা গেল

বাংলাদেশ বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্রের তালিকায় ১২৩তম অবস্থান থেকে উন্নীত হয়ে ৪৭তম অবস্থানে এসেছে দাবি করে একটি পোস্ট যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া হয়। সেখানে প্রধান উপদেষ্টার ছবি সম্বলিত ফটোকার্ডে লেখা আছে, ‘১২৩ থেকে ৪৭ : ২০২৫ সালে বাংলাদেশ এখন বিশ্বের ৪৭তম ক্ষমতাধর দেশ’। আরও লেখা আছে, ‘মাত্র ৭ মাসে ১২৩তম থেকে উঠে এল, ৪৭তম অবস্থানে বিশ্ব মঞ্চে বাংলাদেশের দুর্দান্ত প্রত্যাবর্তন!’ ফটো কার্ডটির ক্যাপশনে লেখা হয়েছে, ৭ মাসে ৭৬ ধাপের চমক! ২০২৫-এ বিশ্ব শক্তির মঞ্চে ৪৭তম অবস্থানে বাংলাদেশ—এটাই আমাদের জাগরণ!

মঙ্গলবার (৮এপ্রিল) বিকেলে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পেজে এই পোস্ট করা হয়।

তবে, ক্ষমতাধর রাষ্ট্রের তালিকায় এই অবস্থানের বিষয়টিকে ভুয়া বলে দাবি করেছে বাংলাদেশের ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার। তাদের অনুসন্ধান জানাচ্ছে, এই তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন।

উল্লেখযোগ্য, ইউএস নিউজ (US News) ওয়েবসাইটের র‍্যাঙ্কিং নিয়ে আলোচনার সূত্রে দাবিটি উঠে আসে। রিউমর স্ক্যানার জানায়, ইউএস নিউজের ওয়েবসাইটে গত ২০২৪ সালের ১০ সেপ্টেম্বর প্রকাশিত র‍্যাঙ্কিং অনুযায়ী, বাংলাদেশের সামগ্রিক অবস্থান ছিল ৭১তম, তবে ক্ষমতার ক্ষেত্রে দেশের অবস্থান ৪৭তম ছিল। এই র‍্যাঙ্কিংটি ২০২৪ সালের ২২ মার্চ থেকে ২৩ মে পর্যন্ত জরিপের মাধ্যমে তৈরি করা হয়েছিল।

এছাড়া, ২০২৩ সালে বাংলাদেশকে পাওয়ার বা ক্ষমতার ক্ষেত্রে ৪০তম অবস্থানে দেখানো হয়েছিল, যেখানে দেশটির মোট অবস্থান ছিল ৬৯তম। ২০২২ সালের র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ছিল ৪৪তম (পাওয়ার) এবং ৭১তম (ওভারঅল)।

এটি স্পষ্ট যে, ২০২৫ সালের র‍্যাঙ্কিং এখনও ইউএস নিউজ প্রকাশ করেনি এবং তা চলতি বছরের সেপ্টেম্বর মাসে প্রকাশিত হবে। পাশাপাশি, রিউমর স্ক্যানার ইউএস নিউজের ওয়েবসাইটের আর্কাইভ বিশ্লেষণ করে নিশ্চিত করেছে যে, কখনোই বাংলাদেশ ১২৩তম অবস্থানে ছিল না। ২০২২ সাল থেকে এই র‍্যাঙ্কিংয়ে ৮৫টি থেকে ৮৯টি দেশের অন্তর্ভুক্তি হয়েছে। এই তালিকায় বাংলাদেশের অন্তর্ভুক্তি ২০২২ সাল থেকে শুরু হয়েছে।

রিউমর স্ক্যানারের অনুসন্ধান অনুযায়ী, এই র‍্যাঙ্কিং নিয়ে যে আলোচনা শুরু হয়েছে, তা মূলত ১০ ফেব্রুয়ারি ‘Asian SEA Story’ নামে একটি ফেসবুক পেজ থেকে ছড়ানো হয়, যেখানে ২০২৫ সালের র‍্যাঙ্কিং দাবি করা হয়। এরপর গত ৬ এপ্রিল রাতে ‘Global Statistics’ নামের এক এক্স অ্যাকাউন্ট থেকেও একই ধরনের পোস্ট করা হয়, যার পরই এটি ব্যাপকভাবে আলোচনা সৃষ্টিকারী হয়।

এভাবে, ৮ মাসে বাংলাদেশের ৪৭তম ক্ষমতাধর রাষ্ট্র হয়ে ওঠার দাবি সম্পূর্ণ ভিত্তিহীন ও ভুয়া হিসেবে প্রমাণিত হয়েছে বলে তাদের অনুসন্ধানে উঠে এসেছে।

যদিও রাতে ৯টার দিকে আসিফ মাহমুদের পেজে আর পোস্টটি পাওয়া যায়নি।

শেরপুরে ফ্লাই ওভারের দাবীতে মানববন্ধন

মোঃ নজরুল ইসলাম জাকি
প্রকাশিত: মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫, ১২:২৭ অপরাহ্ণ
শেরপুরে ফ্লাই ওভারের দাবীতে মানববন্ধন

বগুড়ার শেরপুরে ফ্লাই ওভার সহ ১১ দফার দাবীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) র কেন্দ্রীয় কমিটির কার্য নির্বাহি সদস্য কে এম মাহবুবুর রহমান হারেজ এর নেতৃত্বে একটি বিশাল মানব বন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ এপ্রিল) সকাল ১০ ঘটিকার সময় শেরপুর বাসস্ট্যান্ড এলাকার ফোরলেন বিশ্বরোডের পূর্ব পার্শ্বে দিয়ে উত্তরে উপজেলা পরিষদ এবং দক্ষিণে সাউদিয়া হোটেল পর্যন্ত প্রায় দুই হাজার লোকের সমন্বয়ে একটি মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানব বন্ধনে বিভিন্ন ব্যবসায়ীক প্রতিষ্ঠান, স্কুল ও কলেজের ছাত্র ছাত্রী, ও শিক্ষকবৃন্দ, কৃষক ও সাধারণ মানুষ অংশ নিয়েছে।

প্রধান অতিথি হিসাবে কে এম মাহবুবার রহমান হারেজ বলেন, আমি ২০১২ সালে  স্বৈরাচার আওয়ামীলীগ সরকারের আমলে শেরপুর রক্ষা আন্দোলন শুরু করি কিন্তু স্বৈরাচার সরকারের আমলে  ফোরলেন রাস্তার পরিকল্পনায় ফ্লাই ওভার থাকলেও কিছু স্বার্থান্নেষী মহলের সুবিধার কারনে বাতিল হয়েছে। আমাদের শেরপুরের উপর দিয়ে বগুড়ায় গ্যাস যাওয়ার পরেও আমাদের শেরপুরে গ্যাস দেওয়া হয়নি। আমরা ফ্লাই ওভার সহ, গ্যাস, নদী খনন, রেল স্টেশন, বাস টার্মিনাল, শিশূ পার্ক, স্টেডিয়াম, পৌরসভার সীমানা বৃদ্ধি সহ ১১ দফার দাবী বাস্তবায়নের দাবী করছি।

অন্যান্যের মধ্যে শেরপুর উলিপুর মহিলা মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল হাই, বিশিষ্ট শিল্পপতি শফিকুল ইসলাম শিরু, তরকারী ব্যবসা সমিতির সভাপতি আব্দুস সালাম, মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব আফসার আলী, কমিউনিস্ট পার্টির সভাপতি হরি শংকর সাহা, কিন্ডার গার্টেন সমিতির সভাপতি মিজানুর রহমান, ছোনকা দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম সহ বিভিন্ন নেতৃবৃন্দ বক্তৃতা দেন।

মেহমানকে বিদায় দেওয়ার দোয়া

ধর্ম ডেস্ক
প্রকাশিত: রবিবার, ৬ এপ্রিল, ২০২৫, ৭:৩৩ অপরাহ্ণ
মেহমানকে বিদায় দেওয়ার দোয়া

মেহমানদারি ইসলামের অন্যতম একটি বিধান। সকল নবীদের আদর্শ। এই গুণটির কারণে আমাদের নবী হজরত মুহাম্মদ (সা.) তৎকালীন সময়ে কাফের-মুশরিকদের কাছেও সমাদৃত ছিলেন। ইসলামে মেহমানদারিকে উত্তম গুণ বলে আখ্যায়িত করা হয়েছে।

নবীজি (সা.) মেহমানের সম্মান করতে তাকিদ দিয়েছেন। মেহমানকে সম্মান করা একজন মুসলমানের ঈমানি কর্তব্য।

নবীজি (সা.) বলেন, ‘আল্লাহ ও পরকালের প্রতি যে ঈমান রাখে সে যেন মেহমানের সমাদর করে।’ (বুখারি, হাদিস : ৬১৩৬)

অন্য এক বর্ণনায় এসেছে, ‘যে মেহমানদারি করে না তার মাঝে কোনো কল্যাণ নেই।’ (মুসনাদে আহমদ, হাদিস : ১৭৪১৯)

আরেক হাদিসে নবী করিম (সা.) হজরত আবদুল্লাহ ইবনে ওমর (রা.)-কে লক্ষ্য করে বলেন, … নিশ্চয়ই তোমার ওপর তোমার মেহমানের হক রয়েছে।’ (বুখারি, হাদিস : ৬১৩৪)

মেহমানকে বিদায়ের সময়েও সম্মান জানাতেন এবং তার কল্যাণ কামনা করতেন মহানবী সা.।

মেহমানকে বিদায়ের সময় এই দোয়াটি পড়তেন তিনি।

اَسْتَوْدِ عُ اللهَ دِيْنَكُمْ وَاَمَانَتَكُمْ وَخَوَاتِيْمَ اَعْمَالِكُمْ.

উচ্চারণ :  আস্তাউদি‘উল্লাাহা দী নাকুম ওয়া আমাা নাতাকুম ওয়া খওয়াা তীমা আ’মাালিকুম।

অর্থ :  তোমার দ্বীন-ঈমানকে এবং তোমার আমানতদারীকে এবং তোমার হোসনে খাতিমাকে (ঈমানের উপর মৃত্যু) আল্লাহ তা’আলার হাতে সোপর্দ করছি।

আহমাদ ইবনে আবু আবদুল্লাহ সালীমী বাসরী (রহঃ) ইবন উমার (রা) থেকে বর্ণিত তিনি বলেন নবী (সা) কোন ব্যক্তি কে যখন বিদায় জানাতেন তখন নিজ হাতে তার হাত ধরতেন। ঐ ব্যক্তি যতক্ষন না নিজে নবী (সা) এর হাত ছাড়ত ততক্ষন তিনি তার হাত ছাড়তেন না। এই সময় তিনি বলতেন, استودع الله دينك وامانتك وخواتيم عملك ( সুনান তিরমিজি, হাদিস :৩৪৪২ )

"> ">
বাংলাদেশ ‘৪৭তম ক্ষমতাধর দেশ’ দাবি নিয়ে যা জানা গেল শেরপুরে ফ্লাই ওভারের দাবীতে মানববন্ধন মেহমানকে বিদায় দেওয়ার দোয়া বাড়েনি এলপি গ্যাসের দাম ভোলায় অতিরিক্ত যাত্রী নেওয়ায় দুই লঞ্চকে জরিমানা গাজায় ১৫ জরুরি স্বাস্থ্য কর্মীকে হত্যা, ভুল স্বীকার ইসরায়েলের জনরোষের মুখে সাবেক এমপি আফতাব, ডিম-জুতা নিক্ষেপ আওয়ামীপন্থি ৮৪ আইনজীবীকে কারাগারে পাঠানোর আদেশ, ৯ জনের জামিন বীরগঞ্জের ৪ নং পাল্টাপুর ইউনিয়নের শ্রমিক দলের কমিটি গঠন বীরগঞ্জের দুস্থদের মাঝে খাদ্যদ্রব্য বিতরণ আমরা অতন্দ্র প্রহরীর মত আপনাদের পাশে থাকব, সনাতনীদের প্রতি ভিপি শহিদুল ইসলাম বাবলু শেরপুরে মিনি জাফলং নামে পরিচিত বাঙ্গালী নদীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু শেরপুরে মাদকবিরোধী আলোচনা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত শাকিবের ‘বরবাদের’ প্রশংসায় পঞ্চমুখ বুবলী বছর জুড়ে রমজানের পবিত্রতা ও আত্মশুদ্ধি ধরে রাখার উপায় নিয়োগ দিচ্ছে আল ফাতাহ পাবলিকেশন্স, কর্মস্থল ঢাকায় লি‌বিয়ায় অপহৃত ২৩ বাংলাদেশি উদ্ধার বাড়ি যেতে চাইলাম— ছেলে বলল সম্ভব হবে না মা, ওখানেই থাকো কর্মসংস্থান অধিদপ্তর হবে ১১০০ জনবলের, লাগবে আরও কয়েক মাস প্রধান উপদেষ্টার চীন সফর, বাংলাদেশ যা পাবে চট্টগ্রামের লোহাগাড়ার একই এলাকায় ফের দুর্ঘটনা, নিহত ৮ বীরগঞ্জে প্রকাশিত সংবাদের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন বীরগঞ্জে মরিচা ইউনিয়ন শ্রমিকদলের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ, দোয়া ও ইফতার মাহফিল বীরগঞ্জে যানজট নিরসনসহ যাত্রীদের নিরাপত্তায় কাজ করছে সেনাবাহিনী বীরগঞ্জে আইবিডব্লিউএফ এর আলোচনা সভা ও ইফতার মাহফিল বীরগঞ্জে হাজারো নারী-পুরুষের ঢল বারুণী স্নানে বীরগঞ্জে গ্যাস ট্যাবলেট খেয়ে মা-মেয়ের মৃত্যু বীরগঞ্জে শেষ মুহুর্তে কেনাকাটার ভিড় বাড়ছে ফুটপাতে কাহারোলে সড়ক দূর্ঘটনায় ট্রাফিক পুলিশের টিএসআই নিহত কাহারোলে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন