খুঁজুন
শনিবার, ৫ই এপ্রিল, ২০২৫, ২২শে চৈত্র, ১৪৩১

মুনতাহাদের জন্য এই দেশ নিরাপদ হবে কবে?

শাহানা হুদা রঞ্জনা প্রকাশিত: মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪, ১০:০৫ অপরাহ্ণ
মুনতাহাদের জন্য এই দেশ নিরাপদ হবে কবে?

ফুটফুটে মেয়ে মুনতাহা। ৩ নভেম্বর ২০২৪ থেকে সে নিখোঁজ। ফেসবুকে কয়েকদিন ধরে ওর হারিয়ে যাওয়ার খবরটি ঘুরে বেড়াচ্ছিল। সবাই প্রার্থনা করছিলেন মুনতাহা যেন গোলাপি ফ্রকটি পরেই বাবা-মায়ের বুকে ফিরে আসে। কিন্তু তা আর হলো না, মুনতাহা ফিরে এলো শবদেহ হয়ে। তাকে হত্যা করে গলায় দড়ি বেঁধে বাড়ির পাশে পুকুরে ছুঁড়ে ফেলেছিল ওর পরিচিতজন। ১০ নভেম্বর ২০২৪ ভোররাতে তার লাশ উদ্ধার করে পুলিশ।

অভিযোগ উঠেছে শিক্ষিকা ও তার পরিবারের প্রতি। মুনতাহার খবরটি শুনে অনেকেই মন্তব্য করেছেন আহা এতটুকু একটা বাচ্চাকে মানুষ মেরে ফেলে কেমন করে? হ্যাঁ, দেখতে-আকৃতিতে মানুষই শিশু হত্যা করে, মানুষই শিশুকে ধর্ষণ ও যৌন হয়রানি করে এবং শারীরিক ও মানসিকভাবে নিপীড়ন করে। শিশু সবচেয়ে দুর্বল বলে অব্যাহতভাবে ঘরে-বাইরে তারাই নির্যাতনের শিকার হচ্ছে।

আর মুনতাহা তো একা নয়, ২০২৪ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৪৫৪ জন শিশুকে হত্যা করা হয়েছে। এদের ৭৭ জনের বয়স ০ থেকে ৬ বছর, ২৬৭ জন ১৩ থেকে ১৮ বছর বয়সী। আর একই সময়ে সহিংসতার শিকার হয়েছে আরও ৫২১ টি শিশু (আইন ও সালিশ কেন্দ্র)।

সবচেয়ে ভয়াবহ তথ্য হলো, মানবাধিকার কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের সেপ্টেম্বরের তুলনায় অক্টোবরে শিশু ধর্ষণ বৃদ্ধি পেয়েছে ৯১ শতাংশ। নারী ধর্ষণ বৃদ্ধি পেয়েছে ৪৬ দশমিক ৬৭ শতাংশ। শিশু ধর্ষণের মোট ঘটনার প্রায় ৭৪ শতাংশ ঘটেছে ঢাকা এবং চট্টগ্রাম বিভাগে। এগুলো প্রতিবেদনে প্রকাশিত হওয়া সংখ্যা। এর বাইরে রয়েছে আরও অসংখ্য।

অক্টোবর মাসে নারী ও শিশু নির্যাতনের বিভিন্ন ঘটনার মধ্যে আলোচিত ছিল রাজধানীর বনানী এলাকায় নিম্নবিত্ত পরিবারের ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনা। এ ঘটনায় শিশুর মাসিক ও মলত্যাগের রাস্তা এক হয়ে গেছে। বসুন্ধরা আবাসিক এলাকা থেকে উদ্ধার করা হয়েছে ১৩ বছরের গৃহকর্মী কল্পনাকে। বাসার মালিক তাকে নির্যাতন করতো। কল্পনাকে যখন উদ্ধার করা হয়, তখন তার সামনের চারটি দাঁত ভাঙা, সারা গায়ে মারধর ও ছ্যাঁকার ক্ষত ছিল। এছাড়া বিভিন্ন মাদ্রাসায় শিশু ধর্ষণের অভিযোগ তো আমরা অহরহ শুনছি।

দেখতে-আকৃতিতে মানুষই শিশু হত্যা করে, মানুষই শিশুকে ধর্ষণ ও যৌন হয়রানি করে এবং শারীরিক ও মানসিকভাবে নিপীড়ন করে। শিশু সবচেয়ে দুর্বল বলে অব্যাহতভাবে ঘরে-বাইরে তারাই নির্যাতনের শিকার হচ্ছে।

দেশে সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের কারণে এরকম কতগুলো খুব গুরুত্বপূর্ণ বিষয় প্রায় ধামাচাপা পড়ে গেছে বা যাচ্ছে। যেমন শিশু ও নারী নির্যাতনের ঘটনা কম উঠে আসছে গণমাধ্যমে। এদিকে রাজনৈতিক প্রেক্ষাপট বদলালেও নারী ও শিশু নির্যাতনের চিত্র আগের মতোই রয়ে গেছে।

এক বছরের শিশু থেকে ৬৫ বছরের নারীও ধর্ষণের শিকার হচ্ছেন। সারা দেশে অব্যাহতভাবে চলতে থাকা নারী ও শিশু নির্যাতনের ঘটনার মাত্র কয়েকটি উদাহরণ উঠে আসে বা আমরা জানতে পারি। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত সারা দেশের থানা ও আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এর বিভিন্ন ধারায় মোট ১২ হাজার ৭৬৯টি মামলা হয়েছে। মামলার অর্ধেকই ধর্ষণ ও ধর্ষণে চেষ্টার অভিযোগে করা হয়েছে।

কেন শিশু ধর্ষণ ও যৌন হয়রানির ঘটনা এবং সহিংসতা সমাজে বাড়ছে? কেন বাড়ছে এর কোনো সদুত্তর নেই। রাষ্ট্র, সমাজ, আইনশৃঙ্খলা বাহিনী, মানবাধিকার সংগঠন কি তবে শিশু হত্যা, শিশুর প্রতি সহিংসতা ও ধর্ষণ ইস্যুকে তেমন গুরুত্বপূর্ণ বলে মনে করছে না?

এইসব অপরাধ নিয়ন্ত্রণের জন্য কঠোর আইন আছে কিন্তু তা সত্ত্বেও শিশু ধর্ষণ ও যৌন হয়রানি এবং হত্যা কমানো যাচ্ছে না। এছাড়া সাক্ষীর অভাব, ভিকটিমের পরিবারের দরিদ্রতা, সামাজিক লজ্জা, ভয়-ভীতি, ধর্ষকের রাজনৈতিক পরিচয়, ধর্মীয় পরিচয় এবং মামলার দীর্ঘসূত্রিতার কারণে একসময় শিশুর ধর্ষণ ও হত্যা মামলা মুখ থুবড়ে পড়ে। বিচার ও শাস্তি ছাড়াই আসামি পার পেয়ে যায়।

নারী ও শিশু নির্যাতনের মতো অপরাধগুলো আমরা কীভাবে ঠেকাতে পারি? শিশুর প্রতি অপরাধ যে, একটি ভয়ংকর অপরাধ, সামাজিক ও রাষ্ট্রীয়ভাবে যে একে প্রতিরোধ করা দরকার এই বোধ যতদিন সমাজে গড়ে না উঠবে, ততদিন এই অপরাধ কমবে না। আমাদের সামাজিক দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা জরুরি; পরিবার, স্বজন ও প্রতিবেশীদের মধ্যে বন্ধন শক্তিশালী করা, জনগণকে সম্পৃক্ত করা এবং অপরাধীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে।

সভ্য দেশগুলোয় শিশুকে নিরাপদ রাখার জন্য তাদের কথার প্রতি গুরুত্ব দেওয়া হয়। শিশু যে মূল্যবান এই বোধ তৈরি করা হয় শিশুর মধ্যে। বাবা-মা ও অভিভাবকের সাথে এমন সম্পর্ক গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়, যেখানে শিশু মন খুলে তার অভিযোগ ও মনোভাব জানাতে পারে।

শিশুর সাথে দুর্ব্যবহার করলে বা শিশু মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হলে তাকে রক্ষা করার জন্য বিশেষ আইন আছে। সেখানে অপরাধের জন্য শিশুকে দায়ী করা হয় না। উন্নত দেশে মনে করা হয় মানসিক নির্যাতন হলো শিশুর জন্য সবচেয়ে ক্ষতিকর। আর শারীরিক নির্যাতনও তাই।

সভ্য দেশগুলোয় শিশুকে নিরাপদ রাখার জন্য তাদের কথার প্রতি গুরুত্ব দেওয়া হয়। শিশু যে মূল্যবান এই বোধ তৈরি করা হয় শিশুর মধ্যে। বাবা-মা ও অভিভাবকের সাথে এমন সম্পর্ক গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়…

কোনোভাবে যদি শিশু বাবা-মা অথবা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির দ্বারা নির্যাতিত হয় বা প্রয়োজনীয় খাদ্য, বস্ত্র, বাসস্থান, স্বাস্থ্য সেবা ও দেখাশোনার কাজে অবহেলার শিকার হয়, তাহলে সমাজ ও রাষ্ট্র এগিয়ে আসে। শিশুকে রক্ষার জন্য সভ্য দেশগুলো আইন প্রণয়নে যতটা কঠোর ও সচেতন, আমাদের মতো দেশগুলো তা নয়। বরং উল্টোটাই ঘটে বলা যায়।

শিশু অপরাধের প্রতি রাষ্ট্র ও সমাজের দৃষ্টিভঙ্গি যতদিন না কঠোর হবে, সরকার যতদিন না শিশুর পক্ষ হয়ে অপরাধীর বিরুদ্ধে দাঁড়াবে, ততদিন আমাদের শিশুরা এইভাবেই নিপীড়িত হতে থাকবে।

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দেবী’। সেই চলচ্চিত্রে দেখানো হচ্ছে কয়েকজন নারী বসে আছেন একটি ঘরে। এনারা কেউ একে অপরের পরিচিত নন। এখানে আছেন মুসলিম, মারাঠি, গুজরাটি, বয়স্ক, পেশাজীবী, ছাত্রী, গৃহিণী, কিশোরী এবং তরুণী। এই মেয়েগুলোর মধ্যে মিল একটাই, তা হলো, এরা প্রত্যেকেই জীবিত অবস্থায় ধর্ষণের ও সহিংসতার শিকার হয়েছেন। আজ সবাই তারা মৃত।

যে জায়গাটায় এরা গা ঘেঁষে বসে কাঁদছেন, গল্প করছেন, কুঁকড়ে আছেন সেই জায়গাটি খুব ছোট পরিসরের। সেখানে এই মেয়েগুলো প্রত্যেকেই প্রত্যেকের জীবনের গল্প বলছেন। তারা জানেন নারীর পোশাক, বয়স, পেশা, চেহারা, ধর্ম ও সামাজিক অবস্থান যাই হোক না কেন, তিনি ধর্ষণের শিকার হতে পারেন।

‘দেবী’ চলচ্চিত্রটি ভারতে নির্মিত হলেও বাংলাদেশেও প্রতিটি জেলাতে একেকটি ‘দেবী’ চলচ্চিত্রের গল্প লুকিয়ে আছে। আমরা শুধু তাদের গল্প দেখাতে পারছি না। চলচ্চিত্রে ঘরবন্দি সেই মৃত নারী ও শিশুরা আর কেউ নয় আমার মা, আমার বোন, আমার সন্তান এবং আমাদের মুনতাহারা।

শাহানা হুদা রঞ্জনা ।। যোগাযোগ বিশেষজ্ঞ

আমরা অতন্দ্র প্রহরীর মত আপনাদের পাশে থাকব, সনাতনীদের প্রতি ভিপি শহিদুল ইসলাম বাবলু

মোঃ নজরুল ইসলাম জাকি
প্রকাশিত: শনিবার, ৫ এপ্রিল, ২০২৫, ৯:৩৫ পূর্বাহ্ণ
আমরা অতন্দ্র প্রহরীর মত আপনাদের পাশে থাকব, সনাতনীদের প্রতি ভিপি শহিদুল ইসলাম বাবলু

বগুড়ার শেরপুরের ভবানীপুর ইউনিয়নের তিরাইল গ্রামে ১৬ প্রহর ব্যাপী লীলা কীর্তন অনুষ্ঠিত হয়েছে। লীলা কীর্তন অনুষ্ঠান গত ০১ এপ্রিল থেকে শুরু হয়েছে।

শুক্রবার (০৪ এপ্রিল) রাত ৮ ঘটিকায় উপজেলার তিরাইল গ্রামে মৃত হরিপদ সরকারের বাড়িতে শ্রী বাবলু সরকারের সভাপতিত্বে এক লীলাকীর্তন যজ্ঞানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু ও প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি রফিকুল ইসলাম মিন্টু।

প্রধান অতিথির বক্তৃতায় ভিপি শহিদুল ইসলাম বাবলু বলেন, গত বছর ০৫আগষ্টের  দিন থেকে কয়েকদিন পর্যন্ত আমরা হিন্দু সম্প্রদায়ের লোকজনদের পাহারা দিয়েছি। আপনাদের সাথে নিয়ে নির্বাচনের মাধ্যমে একটি জাতীয় সরকার প্রতিষ্ঠিত করব। হিন্দু মুসলমান সংখ্যালঘু আর সংখ্যাগুরু না আমরা সবাই বাংলাদেশী। আমি কথা দিচ্ছি আপনাদের নিরাপত্তা নিশ্চিতে আমরা অদন্দ্র প্রহরীর মত আপনাদের পাশে থাকব।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শেরপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি ও ভবানীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জি এম মোস্তফা, শেরপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ মাহাবুবার রহমান, এস এম আব্দুর রশিদ মুকুল, ভবানীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মির্জা আব্দুল বারী, সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল মালেক, সিনিয়র সহ-সভাপতি ইয়াকুব আলী রাঙ্গা, শেরপুর উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ নজরুল ইসলাম জাকি, ভবানীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নাজির উদ্দিন, শেরপুর উপজেলা বিএনপির সহ- যুব বিষয়ক সম্পাদক আব্দুল লতিফ সরকার, নির্বাহি সদস্য খলিলুর রহমান, ভবানীপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, সিনিয়র যুগ্ন-সাধারণ সম্পাদক মোঃ শামীম আহম্মেদ, ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক আব্দুল হামিদ, রুবেল মির্জা, সাগর, শ্রমিক দলের সভাপতি আলমগীর হোসেন, ছাত্রদলের ইমন, মামুন সহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

শেরপুরে মিনি জাফলং নামে পরিচিত বাঙ্গালী নদীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মোঃ নজরুল ইসলাম জাকি
প্রকাশিত: শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫, ১০:৫৬ পূর্বাহ্ণ
শেরপুরে মিনি জাফলং নামে পরিচিত বাঙ্গালী নদীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বগুড়ার শেরপুরের মিনি  জাফলং নামে পরিচিত বাঙ্গালী নদীতে ডুবে শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (০৪ এপ্রিল) সকাল ৬:০০ ঘটিকার সময় সুত্রাপুর বেলগাছি নদীতে মিনি জাফলং নামে পরিচিত নদীতে সাদাত (১০) নামের একজন শিশুর মৃত্যু হয়েছে। শিশুটির গ্রামের বাড়ি শেরপুরের ঝাঝড় বিলচাপড়ী গ্রামে। শিশুটি নানার বাড়িতে বেড়াতে এসে নদীতে গোসল করতে গেলে পা পিছলে নদীর গহীনে গেলে স্থানীয়রা উদ্ধার শেষে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

শিশুটির পরিচয় : শিশুটি ঝাঝড় বিলচাপড়ী গ্রামের মোঃ ইকবাল হোসেন এর ছেলে । শিশুটির পিতা শেরপুর পল্লী উন্নয়ন একাডেমীর শিক্ষক এবং শিশুটির মা রিতা খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। সুত্রাপুর মোঃ মোকলেছার রহমান তার নানা।

এমন হৃদয় বিদারক ঘটনা যাতে না ঘটে সেজন্য সংশ্লিষ্ট কতৃপক্ষকে সতর্ক থাকার জন্য দাবী জানিয়েছে স্থানীয়রা।

শেরপুরে মাদকবিরোধী আলোচনা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

মোঃ নজরুল ইসলাম জাকি
প্রকাশিত: বুধবার, ২ এপ্রিল, ২০২৫, ১২:২৯ অপরাহ্ণ
শেরপুরে মাদকবিরোধী আলোচনা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

বগুড়ার শেরপুরে ভবানীপুর ইউনিয়নের বড়াইদহ গ্রামে এক মাদকবিরোধী আলোচনা সভা ও জমকালো সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (০১ এপ্রিল) রাত ৮ ঘটিকার সময় উপজেলার বড়াইদহ গ্রামে একতা বন্ধন সমবায় সমিতির উদ্যোগে এক মাদকবিরোধী আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভবানীপুর ইউনিয়ন বিএনিপির সভাপতি মির্জা আব্দুল বারী এবং প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি এস এম আব্দুর রশিদ মুকুল। উপজেলা যুবদলের যুগ্ন-আহবায়ক মোঃ গোলাম মোস্তফা আলমগীরের সঞ্চালনায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন ভবানীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জি এম মোস্তফা। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন শেরপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ হামিদুল হক বেলাল, সাবেক চেয়ারম্যান আফতাব হোসেন তালুকদার, প্রভাষক আব্দুল মালেক, ইয়াকুব আলী রাঙ্গা, নজরুল ইসলাম জাকি।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ভবানীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নাজির উদ্দিন, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি বেল্লাল হোসেন, ইদ্রিস আলী, আমির হোসেন, আব্দুস সোবাহান, আবু হানিফ শেখ, গোলাম ফারুক অভি. বদিউজ্জামান বকুল, মোকলেছার রহমান, ভবানীপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক আবু তাহের,আব্দুল হামিদ, রুবেল মির্জা, সাগর আহম্মেদ, সুমন, মনির, ছাত্রদলের মারুফ খান, ইমন, মামুন, শ্রমিক দলের আলমগীর সহ প্রমূখ নেতৃবৃন্দ।

আলোচনা শেষে দেশের সুনামধন্য শিল্পীদের সমন্বয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।

"> ">
আমরা অতন্দ্র প্রহরীর মত আপনাদের পাশে থাকব, সনাতনীদের প্রতি ভিপি শহিদুল ইসলাম বাবলু শেরপুরে মিনি জাফলং নামে পরিচিত বাঙ্গালী নদীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু শেরপুরে মাদকবিরোধী আলোচনা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত শাকিবের ‘বরবাদের’ প্রশংসায় পঞ্চমুখ বুবলী বছর জুড়ে রমজানের পবিত্রতা ও আত্মশুদ্ধি ধরে রাখার উপায় নিয়োগ দিচ্ছে আল ফাতাহ পাবলিকেশন্স, কর্মস্থল ঢাকায় লি‌বিয়ায় অপহৃত ২৩ বাংলাদেশি উদ্ধার বাড়ি যেতে চাইলাম— ছেলে বলল সম্ভব হবে না মা, ওখানেই থাকো কর্মসংস্থান অধিদপ্তর হবে ১১০০ জনবলের, লাগবে আরও কয়েক মাস প্রধান উপদেষ্টার চীন সফর, বাংলাদেশ যা পাবে চট্টগ্রামের লোহাগাড়ার একই এলাকায় ফের দুর্ঘটনা, নিহত ৮ বীরগঞ্জে প্রকাশিত সংবাদের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন বীরগঞ্জে মরিচা ইউনিয়ন শ্রমিকদলের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ, দোয়া ও ইফতার মাহফিল বীরগঞ্জে যানজট নিরসনসহ যাত্রীদের নিরাপত্তায় কাজ করছে সেনাবাহিনী বীরগঞ্জে আইবিডব্লিউএফ এর আলোচনা সভা ও ইফতার মাহফিল বীরগঞ্জে হাজারো নারী-পুরুষের ঢল বারুণী স্নানে বীরগঞ্জে গ্যাস ট্যাবলেট খেয়ে মা-মেয়ের মৃত্যু বীরগঞ্জে শেষ মুহুর্তে কেনাকাটার ভিড় বাড়ছে ফুটপাতে কাহারোলে সড়ক দূর্ঘটনায় ট্রাফিক পুলিশের টিএসআই নিহত কাহারোলে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন ঈদকে সামনে রেখে বেড়েছে মানুষের চলাচল, তীব্র যানজটে অতিষ্ঠ বীরগঞ্জবাসী চীনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা বীরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে সাংবাদিকতার দর্শন ও লেখক হিসেবে ভূমিকা বীরগঞ্জে পলাশবাড়ী ইউনিয়ন শ্রমিকদলের দোয়া ও ইফতার মাহফিল কাহারোলে ইউপি চেয়ারম্যানকে গ্রেফতার ও অপসারণের দাবিেতে রাস্তা অবরোধ বীরগঞ্জে তিন বছরের শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে ভ্যানচালক গ্রেফতার শেরপুরে তৃতীয় শ্রেণীতে পড়ুয়া এক শিশুকে ধর্ষনের চেষ্টা বীরগঞ্জে ভিজিএফের চাল নিতে গিয়ে বৃদ্ধের মৃত্যু বীরগঞ্জে অবৈধ ডাম্প ট্রাক বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন