খুঁজুন
শনিবার, ৫ই এপ্রিল, ২০২৫, ২২শে চৈত্র, ১৪৩১

টি-টোয়েন্টি বিশ্বকাপ : আবারও চ্যাম্পিয়ন ভারত

পবিত্র কুন্ডু প্রকাশিত: রবিবার, ৩০ জুন, ২০২৪, ২:৪৪ অপরাহ্ণ
টি-টোয়েন্টি বিশ্বকাপ : আবারও চ্যাম্পিয়ন ভারত

কেনসিংটন ওভালের পাশের সমুদ্রে রোহিত শর্মা ডুব দিয়েছেন কি না বলতে পারি না। দিয়ে থাকলে তা সৌরভ গাঙ্গুলীর অনুমান মতো ব্যর্থতার জ্বালা জুড়াতে নিশ্চয়ই নয়। বরং সাফল্যের আনন্দে এতদিনের তৃষিত হৃদয়কে সুনীল সলিলের অবগাহনে শান্ত করতে।

দক্ষিণ আফ্রিকার মতো পলাতক তকমাটা প্রায় সেঁটে যাচ্ছিল ভারতের গায়ে। তা প্রায় মৌরসী পাট্টা গেড়ে বসে যাওয়ার আগ মুহূর্তে খসিয়ে ফেলতে পারলেন রোহিতরা।

হ্যাঁ, রোহিতরাই। এখানে বহুবচন। সবার মিলিত অবদানেই দারুণ এক জয় ছিনিয়ে নিতে পারলো টিম ইন্ডিয়া। রোহিত অনেকটাই নিজের ব্যাটে চড়িয়ে ভারতকে এনে তোলেন ফাইনালে। যেখানে তার ব্যাটের অবদান মাত্র ৯ রান। কিন্তু তার প্রত্যাশা মতোই জমিয়ে রাখা রানগুলো ফাইনালের ২২ গজে ছেড়ে দিলেন বিরাট কোহলি।

আগের ৭ ম্যাচে যে কোহলির মোট রান মাত্র ৭৫, সেই কোহলিই একপ্রান্ত থেকে রোহিত-ঋষভ-সূর্যকুমারের অকাল বিদায়ের মিছিলে দাঁড়িয়ে একাই করলেন ৭৬ রান। তার সঙ্গে রানের আরেক জোগানদার হলেন অক্ষর প্যাটেল। তাতেই ভারত পেয়ে যায় লড়াই করার মতো রানের পুঁজি।

কিন্তু এই দক্ষিণ আফ্রিকা একটু অন্যরকম। এরা এতদিন সেমিফাইনালে গিয়ে হৃদয় ভাঙার অজস্র গল্প লিখে শোক থেকে জমিয়েছে শক্তি। এই বিশ্বকাপেও হারের কিনারায় গিয়ে প্রায় সবগুলো ম্যাচ জিতে দাঁড়িয়েছে ফাইনালে। তাই চাপ কাকে বলে তারা জানতো। জানতো সেই চাপ জয়ের মন্ত্রও। তাই বলার উপায় ছিল না যে ভারত কেক-ওয়াক করে ট্রফি নিয়ে যাবে কেনসিংটন ওভাল থেকে। রান তাড়ায় লড়াকু মানসিকতা প্রোটিয়ারা তাই দেখিয়ে দিয়েছে ভালোমতোই।

ভারত তাদের তৃতীয় ফাইনালে করলো টি-২০ বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ ১৭৬ রান। শুরুটা খুব ভালো না হলেও মাঝ ওভারে গিয়ে ভারতীয় বোলারদের ওপর তাণ্ডব চালান মূলত হেনরিখ লারসেন, সঙ্গে কুইন্টন ডি কক। তাদের মিলিত ধ্বংসযজ্ঞে ভারত-বধ প্রায় যখন সম্পন্ন, খেলার মধ্যে মোচড় দেখা দিলো।

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের জয়; ছবি : সংগৃহীত

৩০ বলে ৩০ রান দরকার, হাতে ৬ উইকেট। কত বল আর কত উইকেট হাতে রেখে প্রোটিয়ারা তাদের ইতিহাসের প্রথম বিশ্বকাপ জিতবে, এর বাইরে আলোচনার বিষয়বস্তু আর কিছু হতে পারে না তখন। সেইখান থেকেই হেরে বসলো এইডেন মার্করামের দল।

ভারতের উইকেট কিপার ঋষভ পন্ত পায়ের পেশিতে চোট পেলেন। তার শুশ্রূষার জন্য ব্যয় হলো কয়েক মিনিট। এই বিষয়টাই ক্লাসেনের মনোসংযোগে বিঘ্ন ঘটিয়ে থাকতে পারে।

এই দক্ষিণ আফ্রিকা একটু অন্যরকম। এরা এতদিন সেমিফাইনালে গিয়ে হৃদয় ভাঙার অজস্র গল্প লিখে শোক থেকে জমিয়েছে শক্তি। এই বিশ্বকাপেও হারের কিনারায় গিয়ে প্রায় সবগুলো ম্যাচ জিতে দাঁড়িয়েছে ফাইনালে। তাই চাপ কাকে বলে তারা জানতো।

রোহিত শর্মা বল দিলেন হার্দিক পান্ডিয়াকে। ফুল লেন্থে করা পান্ডিয়ার প্রথম বলটিকেই শরীর থেকে একটু দূরে সরে ব্যাট চালিয়ে উইকেটের পেছনে ক্যাচ ক্লাসেন। তার ফেলে আসা ২৭ বলে ৫২ রানের ইনিংসটা তখন যেন কান্না ছাপিয়ে ভারতীয়দের সম্ভাবনার হাসি হয়ে ঝরছে।

এরপর শেষ স্পেলে ফিরে যশপ্রীত বুমরা ফেরান মার্কো ইয়ানসেনকে। তখনো আশা শেষ হয়নি দক্ষিণ আফ্রিকার। আরেক প্রান্তে টিকে আছেন ডেভিড মিলার, সাদা বলে বোলারদের শিরদাঁড়ায় নিয়মিতই কাঁপন ধরান বলে যার পরিচিত ‘কিলার মিলার’। শেষ ওভারে দরকার ১৬ রান। চারটি বাউন্ডারি হলেই মামলা শেষ।

পান্ডিয়ার প্রথম বলটি ফুল টস, ওয়াইড। হাঁকালেন মিলার। লং অফ বাউন্ডারির বাইরেই তার ঠিকানা লেখা ছিল। কিন্তু অলৌকিকভাবে  ক্যাচ বানিয়ে ফেললেন সূর্যকুমার যাদব, যার ব্যাটে বরাবরই আস্থা খোঁজা ভারতকে টানা তিনটি সাদা বলের ফাইনালে কেবল হতাশাই উপহার দিয়েছেন।

ওয়াইড লং অফ থেকে দৌড়ে এসে শরীর ভাসিয়ে দেন হাওয়ায়, ভেসে থাকা অবস্থায় বল চালান করে দেন মাঠের মধ্যে। তারপর অদ্ভুতভাবে শরীরের ভারসাম্য রক্ষা করে তালুবন্দি করেন ক্যাচ। এই ক্যাচটি কেমন তা শুনতে পারেন কপিল দেবের কাছে।

১৯৮৩ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে ভিভ রিচার্ডসের ক্যাচ নিয়েছিলেন কপিল অবিশ্বাস্যভাবে। ওই ক্যাচটিই ভারতকে বিশ্ব চ্যাম্পিয়ন করেছে কি না সেই ঘোর আজও পৃথিবীর কাটেনি। সূর্যকুমারের এই ক্যাচটিও অনন্তকাল থেকে যাবে টি-২০ ক্রিকেটের বিশ্ব জয়ের উপাখ্যানে।

যারা এই ফাইনালকে মহাকাব্যিক ব্যঞ্জনা দিলো স্নায়ুক্ষয়ী লড়াইয়ের আগুন জ্বেলে, তাদের চোকার্স বলাটা অন্যায্য হবে। তবে মিলারের বিদায়ের পর এটি নিশ্চিতই বলে দেওয়া গিয়েছিল, বাকি পাঁচ বল থেকে ১৬ রান তুলতে পারবে না দক্ষিণ আফ্রিকা। শেষ বলটিকে ডিপ মিডউইকেটে পাঠিয়ে নর্কিয়া একটি রান নেওয়ার পর সব শেষ।

প্রোটিয়ারা ডুবে গেছে পরাজয়ের বিষাদে। কিন্তু ভারতীয়দের চোখেও তো তখন জল আর জল। শ্রাবণধারা। রোহিত কাঁদছেন, হার্দিক কাঁদছেন। সিরাজের চোখে অশ্রু। বুমরার চোখ বাষ্পরুদ্ধ। রোহিত চুমু খাচ্ছেন হার্দিককে। আবেগে জড়িয়ে ধরেছেন স্ত্রীকে। শরীরের আড়ালে ঢাকা পড়ে গেছে তার অশ্রুভেজা চোখ। বুমরা আলিঙ্গনে বেঁধেছেন স্ত্রী সঞ্জনাকে। হার্দিক একা তেরঙা জাতীয় পতাকা নিয়ে ঘুরছেন মাঠময়। ব্রিজটাউন তখন সত্যিকারের আবেগপুর।

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের জয়; ছবি : সংগৃহীত

আর আবেগের কথাটা গলায় তুলে এনে আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় বলে দিলেন বিরাট কোহলি। একই সঙ্গে বিদায় হলো ভারতীয় ক্রিকেটের আরেক মহীরুহের। তিনি রাহুল দ্রাবিড়। ভারতীয় ক্রিকেটের বিশ্বস্ত এই সেবকের ক্যারিয়ার শেষ হয়েছিল বড় এক অপূর্ণতা নিয়ে। কোনো বিশ্বকাপ ট্রফিতে হাত ছোঁয়াতে পারেননি।

ভারতীয়দের চোখেও তো তখন জল আর জল। শ্রাবণধারা। রোহিত কাঁদছেন, হার্দিক কাঁদছেন। সিরাজের চোখে অশ্রু। বুমরার চোখ বাষ্পরুদ্ধ। রোহিত চুমু খাচ্ছেন হার্দিককে।

এই ওয়েস্ট ইন্ডিজেই ২০০৭ সালে ভারত অধিনায়কের টুপি পরে গিয়েছিলেন দ্বিতীয় বিশ্বকাপ ট্রফি জিতবেন বলে। গ্রুপ পর্বেই হেরে বড্ড গ্লানিময় ছিল তার এবং ভারতের বিদায়। কোচ হয়ে আরও তিনটি বিশ্বকাপের ফাইনাল থেকে ফিরেছেন খালি হাতে। এবার বিদায় বেলায় সেই ওয়েস্ট ইন্ডিজই তাকে ভরিয়ে দিলো প্রাপ্তির আলোয়।

১৭ বছর পর ব্রিজটাউনে যেন জোহানেসবার্গ ফিরিয়ে এনে জিতল ভারত। ২০০৭ সালে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে প্রথম টি-২০ বিশ্বকাপের এমন স্নায়ুক্ষয়ী এক ফাইনালই জিতেছিল মহেন্দ্র সিং ধোনির ভারত। এবার রোহিত শর্মার ভারত জিতলো ৭ রানে।

প্রতিপক্ষ, সেই দক্ষিণ আফ্রিকা, যে দেশ থেকে সংক্ষিপ্ততম ক্রিকেটের প্রথম সেরার মুকুট উঠেছিল তাদের মাথায়। আর সেই জয়ের সরণি ধরেই পরে টি-২০ ক্রিকেটের রাজধানী হয়ে উঠেছে ভারত।

দ্বিতীয় ট্রফিটা ভারতের হাতে তাই বেমানান লাগছে না। ভ্রমণ সূচি থেকে শুরু করে ভেন্যু নির্বাচন—সবকিছুতেই ভারতকে সুবিধা দিয়েছে আইসিসি, পুরো ক্রিকেট বিশ্বের এমন সমালোচনার তাপে পুড়তে হয়েছে ভারতকে।

তবে মাঠের সেরা ক্রিকেটে টি-২০ বিশ্বকাপের প্রথম অপরাজিত চ্যাম্পিয়ন হয়েই সব সমালোচনার জবাব দিলো ভারত। আর ২৯ দিনের দীর্ঘ অভিযাত্রা শেষে দক্ষিণ আফ্রিকাও দেখালো তারাও যোগ্য ফাইনালিস্ট।

পবিত্র কুন্ডু ।। ক্রীড়া সাংবাদিক

শেরপুরে মিনি জাফলং নামে পরিচিত বাঙ্গালী নদীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মোঃ নজরুল ইসলাম জাকি
প্রকাশিত: শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫, ১০:৫৬ পূর্বাহ্ণ
শেরপুরে মিনি জাফলং নামে পরিচিত বাঙ্গালী নদীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বগুড়ার শেরপুরের মিনি  জাফলং নামে পরিচিত বাঙ্গালী নদীতে ডুবে শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (০৪ এপ্রিল) সকাল ৬:০০ ঘটিকার সময় সুত্রাপুর বেলগাছি নদীতে মিনি জাফলং নামে পরিচিত নদীতে সাদাত (১০) নামের একজন শিশুর মৃত্যু হয়েছে। শিশুটির গ্রামের বাড়ি শেরপুরের ঝাঝড় বিলচাপড়ী গ্রামে। শিশুটি নানার বাড়িতে বেড়াতে এসে নদীতে গোসল করতে গেলে পা পিছলে নদীর গহীনে গেলে স্থানীয়রা উদ্ধার শেষে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

শিশুটির পরিচয় : শিশুটি ঝাঝড় বিলচাপড়ী গ্রামের মোঃ ইকবাল হোসেন এর ছেলে । শিশুটির পিতা শেরপুর পল্লী উন্নয়ন একাডেমীর শিক্ষক এবং শিশুটির মা রিতা খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। সুত্রাপুর মোঃ মোকলেছার রহমান তার নানা।

এমন হৃদয় বিদারক ঘটনা যাতে না ঘটে সেজন্য সংশ্লিষ্ট কতৃপক্ষকে সতর্ক থাকার জন্য দাবী জানিয়েছে স্থানীয়রা।

শেরপুরে মাদকবিরোধী আলোচনা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

মোঃ নজরুল ইসলাম জাকি
প্রকাশিত: বুধবার, ২ এপ্রিল, ২০২৫, ১২:২৯ অপরাহ্ণ
শেরপুরে মাদকবিরোধী আলোচনা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

বগুড়ার শেরপুরে ভবানীপুর ইউনিয়নের বড়াইদহ গ্রামে এক মাদকবিরোধী আলোচনা সভা ও জমকালো সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (০১ এপ্রিল) রাত ৮ ঘটিকার সময় উপজেলার বড়াইদহ গ্রামে একতা বন্ধন সমবায় সমিতির উদ্যোগে এক মাদকবিরোধী আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভবানীপুর ইউনিয়ন বিএনিপির সভাপতি মির্জা আব্দুল বারী এবং প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি এস এম আব্দুর রশিদ মুকুল। উপজেলা যুবদলের যুগ্ন-আহবায়ক মোঃ গোলাম মোস্তফা আলমগীরের সঞ্চালনায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন ভবানীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জি এম মোস্তফা। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন শেরপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ হামিদুল হক বেলাল, সাবেক চেয়ারম্যান আফতাব হোসেন তালুকদার, প্রভাষক আব্দুল মালেক, ইয়াকুব আলী রাঙ্গা, নজরুল ইসলাম জাকি।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ভবানীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নাজির উদ্দিন, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি বেল্লাল হোসেন, ইদ্রিস আলী, আমির হোসেন, আব্দুস সোবাহান, আবু হানিফ শেখ, গোলাম ফারুক অভি. বদিউজ্জামান বকুল, মোকলেছার রহমান, ভবানীপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক আবু তাহের,আব্দুল হামিদ, রুবেল মির্জা, সাগর আহম্মেদ, সুমন, মনির, ছাত্রদলের মারুফ খান, ইমন, মামুন, শ্রমিক দলের আলমগীর সহ প্রমূখ নেতৃবৃন্দ।

আলোচনা শেষে দেশের সুনামধন্য শিল্পীদের সমন্বয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।

শাকিবের ‘বরবাদের’ প্রশংসায় পঞ্চমুখ বুবলী

বিনোদন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ২ এপ্রিল, ২০২৫, ১২:১৬ অপরাহ্ণ
শাকিবের ‘বরবাদের’ প্রশংসায় পঞ্চমুখ বুবলী

ঢাকাই সিনেমার চিত্রনায়িকা শবনম বুবলী। এবার ঈদকে কেন্দ্র করে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তার অভিনীত সিনেমা ‘জংলি’। সিনেমা প্রসঙ্গে গণমাধ্যমে কথা বলার সময় মেগাস্টার শাকিব খানের বরবাদের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন বুবলী। 

বুবলী বলেন, ‘বরবার; একটি ঝড়ের নাম যেটি আসলে অনেক জোরে শুরু হয়ে গেছে। সবাই কিন্তু এই ঝড়ের পূর্বাভাস অনেক আগেই পেয়েছিল। সো সেখান থেকে বরবাদ কিন্তু বরবাদের গতিতেই যাচ্ছে একদম মারমার কাটকাট অবস্থা।

শাকিব খানের প্রশংসায় পঞ্চমুখ হয়ে তিনি বলেন, সেখান থেকে আমি বলবো যে আমাদের মেগাস্টার আমাদের মহারাজা আমাদের সবার ভালোবাসার নায়ক শাকিব খানের সিনেমা বরবাদ যেখানে চলছে এটা আমাদের ইন্ড্রাস্টির জন্য গর্ব করার বিষয়। আমি চাই এভাবে বরবাদ চলুক পাশাপাশি অন্য সিনেমাগুলোও চলুক।

‘উনার সম্পের্কে যতই বলবো কম হবে। শাকিব খান আমাদের ইন্ড্রাস্টির জন্য এমন বড় একটি নাম যতই বলবো ততই কম হবে। উনি বরাবরই উনার সিনেমা দিয়ে প্রমাণ দিয়েছেনে যে উনি কতটা ভালোবাসার মানুষ। বাংলার মানুষের কাছে যে উনি কতটা প্রিয় যেভাবে সবগুলো শো ভালো যাচ্ছে আজকে প্রথম দিনে যেভাবে রেসপন্স আমাদের জন্য অনেক গর্বের।’

জংলি সিনেমা নিয়ে অভিনেত্রীর ভাষ্য, ‘জংলি তো আমরা দেখব আমাদের যে পারিবারিক সেন্টিমেন্ট যেভাবে দর্শক আসলে ইমোশনালি এটা গ্রহণ করেছে সো সবগুলো সিনেমার জন্য অনেক ভালোবেসা সবাই জংলি দেখুন আর বরবাদ তো যেভাবে সবগুলো স্ক্রিন আমরা মানে হাউসফুল দেখছি।’

তার কথায়, ‘আমরা জংলি টিম হিসেবে অনেক অনেক শুভকামনা জানায় বরবাদ টিমের জন্য। এছাড়া সবগুলো সিনেমা যেগুলো এসেছে প্রত্যেকটা সিনেমা সবাই দেখুক।’

"> ">
শেরপুরে মিনি জাফলং নামে পরিচিত বাঙ্গালী নদীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু শেরপুরে মাদকবিরোধী আলোচনা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত শাকিবের ‘বরবাদের’ প্রশংসায় পঞ্চমুখ বুবলী বছর জুড়ে রমজানের পবিত্রতা ও আত্মশুদ্ধি ধরে রাখার উপায় নিয়োগ দিচ্ছে আল ফাতাহ পাবলিকেশন্স, কর্মস্থল ঢাকায় লি‌বিয়ায় অপহৃত ২৩ বাংলাদেশি উদ্ধার বাড়ি যেতে চাইলাম— ছেলে বলল সম্ভব হবে না মা, ওখানেই থাকো কর্মসংস্থান অধিদপ্তর হবে ১১০০ জনবলের, লাগবে আরও কয়েক মাস প্রধান উপদেষ্টার চীন সফর, বাংলাদেশ যা পাবে চট্টগ্রামের লোহাগাড়ার একই এলাকায় ফের দুর্ঘটনা, নিহত ৮ বীরগঞ্জে প্রকাশিত সংবাদের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন বীরগঞ্জে মরিচা ইউনিয়ন শ্রমিকদলের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ, দোয়া ও ইফতার মাহফিল বীরগঞ্জে যানজট নিরসনসহ যাত্রীদের নিরাপত্তায় কাজ করছে সেনাবাহিনী বীরগঞ্জে আইবিডব্লিউএফ এর আলোচনা সভা ও ইফতার মাহফিল বীরগঞ্জে হাজারো নারী-পুরুষের ঢল বারুণী স্নানে বীরগঞ্জে গ্যাস ট্যাবলেট খেয়ে মা-মেয়ের মৃত্যু বীরগঞ্জে শেষ মুহুর্তে কেনাকাটার ভিড় বাড়ছে ফুটপাতে কাহারোলে সড়ক দূর্ঘটনায় ট্রাফিক পুলিশের টিএসআই নিহত কাহারোলে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন ঈদকে সামনে রেখে বেড়েছে মানুষের চলাচল, তীব্র যানজটে অতিষ্ঠ বীরগঞ্জবাসী চীনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা বীরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে সাংবাদিকতার দর্শন ও লেখক হিসেবে ভূমিকা বীরগঞ্জে পলাশবাড়ী ইউনিয়ন শ্রমিকদলের দোয়া ও ইফতার মাহফিল কাহারোলে ইউপি চেয়ারম্যানকে গ্রেফতার ও অপসারণের দাবিেতে রাস্তা অবরোধ বীরগঞ্জে তিন বছরের শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে ভ্যানচালক গ্রেফতার শেরপুরে তৃতীয় শ্রেণীতে পড়ুয়া এক শিশুকে ধর্ষনের চেষ্টা বীরগঞ্জে ভিজিএফের চাল নিতে গিয়ে বৃদ্ধের মৃত্যু বীরগঞ্জে অবৈধ ডাম্প ট্রাক বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন শেরপুরে তারেক রহমানের পক্ষে গুম,খুন ও জুলাই আহতদের উপহার প্রদান